কেষ্টপুরে যুবক বিশ্বজিৎ সিকদারের খুনে শুক্রবার তিন যুবক গ্রেফতার হল। ধৃতদের নাম সমীর কীর্তনিয়া, রঞ্জু ঘোষ ও প্রবীর মণ্ডল। পুলিশ জানায়, অষ্টমীর রাত থেকে নিখোঁজ ছিলেন বিশ্বজিৎ। বৃহস্পতিবার কেষ্টপুরের বাগজোলা খালে বিশ্বজিতের পচাগলা দেহ মেলে। পুলিশ তাঁর কিছু বন্ধুকে আটক করে। পুলিশের দাবি ওই বন্ধুদের মধ্যে সমীর, রঞ্জু ও প্রবীর খুনের ঘটনা স্বীকার করে। পুলিশ জানিয়েছে, ওই তিন যুবক জেরায় জানিয়েছে, নবমীর রাতে মত্ত অবস্থায় বচসার জেরে তাদের হাতে খুন হন বিশ্বজিৎ।
|
কলকাতা হাইকোর্টের মেন ব্লকে তিনতলার একাংশ থেকে ধোঁয়া বেরোনোয় শুক্রবার আতঙ্ক ছড়াল আদালত চত্বরে। দমকলের দু’টি ইঞ্জিন গিয়ে আধ ঘণ্টায় পরিস্থিতি সামলায়। দমকল সূত্রে খবর, এ দিন সকালে কম্পিউটার বিভাগে ঘটনাটি ঘটে। দমকলের অনুমান, পুরনো অগ্নি-নির্বাপক যন্ত্রের গ্যাস থেকে এই বিপত্তি।
|
একটি পরিত্যক্ত ব্যাগকে ঘিরে শুক্রবার সকালে বোমাতঙ্ক ছড়াল কলকাতা বিমানবন্দরে। ঘটনাস্থলে যান পুলিশ ও বম্ব স্কোয়াড। তবে ব্যাগটি তল্লাশি করে অবশ্য সন্দেহজনক কিছুই মেলেনি। পুলিশের জানিয়েছে, সম্ভবত কোনও যাত্রী বিমানবন্দরে ঢোকার সময়ে ব্যাগটি ফেলে যান। এমন ঘটনা বিমানবন্দরে আকছার ঘটছে বলেই পুলিশ সূত্রের খবর।
|
শুক্রবার রাতে বি বি গাঙ্গুলি স্ট্রিটের কাছে ব্ল্যাক বার্ন লেনে একটি বহুতলের মিটার বক্সে আগুন লাগে। দমকলের দু’টি ইঞ্জিন আধ ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। কেউ হতাহত হননি। |