আরও হাজার কোটি ডলার লগ্নির প্রতিশ্রুতি রিলায়্যান্স-বিপির
সংবাদ সংস্থা • নয়াদিল্লি |
কৃষ্ণা-গোদাবরী অববাহিকায় (কে জি বেসিন) গ্যাস উত্পাদন লক্ষ্যমাত্রার থেকে অনেক কম হওয়ায় জরিমানা হয়েছে রিলায়্যান্স ইন্ডাস্ট্রিজের। এমনকী এ জন্য সেখানে উত্পাদিত গ্যাসের দাম এখনই বাড়াতে নারাজ কেন্দ্র। এ সবের মধ্যেই শুক্রবার কেজি-ডি৬ ক্ষেত্রে গ্যাস উত্পাদন বাড়ানোর জন্য ২০১৬-১৭ সালের মধ্যে ৮০০-১০০০ কোটি ডলার লগ্নির প্রতিশ্রুতি দিল রিলায়্যান্স ইন্ডাস্ট্রিজ ও তাদের সহযোগী ব্রিটেনের তেল সংস্থা বিপি। শুক্রবার এ কথা জানান তেল মন্ত্রী বিরাপ্পা মইলি। এ দিন বিপি-র চিফ এগ্জিকিউটিভ বব ডাডলিকে সঙ্গে নিয়ে মইলির সঙ্গে দেখা করেন রিলায়্যান্স কর্তা মুকেশ অম্বানী। পরে যান অর্থমন্ত্রী চিদম্বরমের কাছে। জরিমানা নিয়ে আপত্তির কথাও জানিয়েছেন তাঁরা। তাঁদের অভিযোগ, লক্ষ্যমাত্রা পূরণ করতে না-পারায় দু’ভাবে জরিমানা করা হচ্ছে তাঁদের। গ্যাসের দাম বাড়াতে না-দেওয়া এবং ১৮০ কোটি ডলার জরিমানা করা। যেখানে উত্পাদন কমে যাওয়ার কারণ পুরোপুরি ভৌগলিক।
|
বিদেশে ফোনের খরচ কমাল বিএসএনএল
সংবাদ সংস্থা • নয়াদিল্লি |
বিদেশে ফোন করার (আইএসডি) খরচ ৭৫ শতাংশেরও বেশি কমাল বিএসএনএল। এ জন্য বিভিন্ন দেশকে চারটি আলাদা ভাগে ভাগ করেছে সংস্থা। কোন দেশে ফোন করতে চান, সেই বুঝে প্রিপেড গ্রাহকরা কিনতে পারবেন ২৩-৪১ টাকার ভাউচার। পোস্টপেড গ্রাহকদের দিতে হবে মাসে ২০-৪০ টাকা। তা হলেই ওই সুবিধা মিলবে। যেমন, ৪১ টাকার ভাউচারে আমেরিকা, কানাডা ও সিঙ্গাপুরে ফোন করা যাবে মিনিটে ১.৪৯ টাকায়। উল্লেখ্য, সম্প্রতি টাকার দামে পতনের কারণে বেশ কিছু সংস্থা বিদেশে ফোনের খরচ ৮০ শতাংশ পর্যন্ত বাড়িয়েছে।
|
এয়ারটেলের উদ্যোগ
সংবাদ সংস্থা • নয়াদিল্লি |
দেশে ফোর-জি পরিষেবা দিতে মার্কিন সংস্থা কোয়ালকমের সঙ্গে যৌথ উদ্যোগের পুরো শেয়ারই কিনে নিল এয়ারটেল। গোড়ায় ওয়্যারলেস বিজনেস সার্ভিসেস নামে ওই সংস্থা তৈরি করে কোয়ালকম। প্রথমে তার ৪৯% অংশীদারি হাতে নেয় ভারতী এয়ারটেল। পরে কেনে আরও ২%। শুক্রবার কোয়ালকমের কাছ থেকে বাকি ৪৯ শতাংশও কিনে নিয়ে সংস্থার ১০০% মালিকানাই হাতে নেওয়ার কথা জানিয়ে দিল তারা। উল্লেখ্য, ২০১২ সালের নিলামে দেশের ২২টি সার্কেলেই ফোর-জি পরিষেবা চালুর অনুমতি পেয়েছিল ওই কোয়ালকম-এয়ারটেল যৌথ উদ্যোগ।
|
নয়া করমুক্ত বন্ড
সংবাদ সংস্থা • কলকাতা |
বাজারে নতুন করমুক্ত বন্ড ছাড়ল রাষ্ট্রায়ত্ত বিদ্যুত্ সংস্থা এনএইচপিসি। এটি নন-কনভার্টিবল্ বন্ড। ফেস ভ্যালু ১,০০০ টাকা। এর মাধ্যমে ৫০০ কোটি টাকা তোলার লক্ষ্যমাত্রা রয়েছে। ইস্যু বন্ধ ১১ নভেম্বর।
|
চলতি উত্সবের মরসুমে বিশেষ একটি প্রকল্প এনেছে গোদরেজ ইন্টিরিও। সংস্থাটি জানিয়েছে, এই সময়ে বাড়ি সাজানোর বিভিন্ন পণ্যের উপর পাওয়া যাবে ২০ শতাংশ পর্যন্ত ছাড়। এর পাশাপাশি, স্ক্র্যাচ কার্ডের মাধ্যমে ক্রেতা তাঁর কেনা পণ্যের পুরো দামের উপরই পেতে পারেন ২৫%, ৫০%, এমনকী ১০০% পর্যন্ত ছাড়ও। আগামী ডিসেম্বর পর্যন্ত এই সুযোগ পাওয়া যাবে বলেও জানিয়েছে গোদরেজ ইন্টিরিও।
|
মাইক্রোম্যাক্সের বিপণন দূত হিউ জ্যাকম্যান |
|
ছবি: এএফপি |
চমক। হলিউড তারকা হিউ জ্যাকম্যানকে বিপণন দূত হিসেবে নিযুক্ত করল মাইক্রোম্যাক্স। এক্স-মেন, দ্য উলভরিন-এর মতো ছবি রয়েছে এই অস্ট্রেলীয় অভিনেতার ঝুলিতে। ভারতীয় মোবাইল নির্মাতাটির হয়ে আগেই বিজ্ঞাপনে মুখ দেখিয়েছেন বলিউডের অক্ষয় কুমার। এ বার বিদেশের বাজারেও ব্র্যান্ড-পরিচিতি ছড়িয়ে দিতে জ্যাকম্যানের সঙ্গে এই চুক্তি। |