ভোট আগে না আন্তর্জাতিক কূটনীতি লোকসভা নির্বাচন যত ঘনিয়ে আসছে, ততই প্রাসঙ্গিক হয়ে উঠছে প্রশ্নটা। সেই সঙ্গে বিদেশনীতির উপর বাড়ছে দেশের রাজনৈতিক টানাপোড়েনের প্রভাবও। আগামী মাসে কমনওয়েলথ গোষ্ঠীভুক্ত দেশগুলির শীর্ষ সম্মেলন কলম্বোয়। প্রধানমন্ত্রী হিসেবে সেটাই হতে চলেছে মনমোহন সিংহের শেষ বিদেশ সফর। কিন্তু দাক্ষিণাত্যের তামিল আবেগকে কেন্দ্র করে ক্রমশ অনিশ্চিত হয়ে উঠেছে এই সফর। এডিএমকে এবং ডিএমকে-সহ দক্ষিণ ভারতের প্রায় সব রাজনৈতিক দলই এই সফরের ঘোর বিরোধিতা করছে। তাদের বক্তব্য, শ্রীলঙ্কার বহু জায়গায় তামিলদের উপর অত্যাচার অব্যাহত। যুদ্ধের পর তাদের পুনর্বাসনের কোনও ব্যবস্থা করেনি রাজাপক্ষে সরকার।
|
কোনও গোপন নথি নিয়ে রাশিয়া আসেননি বলে জানালেন এডওয়ার্ড স্নোডেন। দাবি, মস্কো কোনও গোপন নথি হাতে পাবে না। বৃহস্পতিবার একটি সাক্ষাৎকারে স্নোডেন জানান, চিনের গুপ্তচর সংস্থার কাছ থেকেও তিনি ওই গোপন নথি রক্ষা করেছেন।
|
ব্রিটেনের রানি দ্বিতীয় এলিজাবেথের সঙ্গে দেখা করলেন মালালা ইউসুফজাই। রানি এবং তাঁর স্বামী ফিলিপ আয়োজিত এক অনুষ্ঠান উপলক্ষে শুক্রবার বাকিংহাম প্যালেসে আসেন মালালা। রানির হাতে তুলে দেন সম্প্রতি মুক্তি পাওয়া তাঁর বই, ‘আই অ্যাম মালালা’। রাজপরিবারের সামনে অকপট মালালা জানান, বিশ্বের প্রতিটি দেশের সকল শিশুর জন্য শিক্ষার অধিকার সুনিশ্চিত করতে ঠিক কতটা আগ্রহী তিনি। আবেগতাড়িত ষোড়শী এ-ও জানান, হাসপাতালে থাকার সময় পাকিস্তানে নিজের স্কুলকে ঠিক কতটা ‘মিস’ করেছেন। তালিবানি সন্ত্রাসের বিরুদ্ধে লড়তে থাকা ওই কিশোরীর সঙ্গে দেখা করে ব্রিটেনেশ্বরীও আনন্দিত। সানন্দে গ্রহণ করেন মালালার উপহার। ফিলিপ নিজের স্বভাবসুলভ রসিকতাও করেন কিশোরীর সঙ্গে। |