|
|
|
|
সুদীপ্ত নামগুলো বলুন, নইলে বলব আমিই: কুণাল
নিজস্ব সংবাদদাতা • কলকাতা |
তাঁর লগ্নিকারী সংস্থায় ভরাডুবির জন্য বেশ কয়েক জন রাজনৈতিক নেতাকে দায়ী করে কলকাতা ছাড়ার আগে সিবিআই-কে চিঠি দিয়েছিলেন সারদা গোষ্ঠীর কর্ণধার সুদীপ্ত সেন। সেই চিঠির পিছনে চক্রান্ত ছিল বলে ঘটনার ছ’মাস পরে, বৃহস্পতিবার দাবি করলেন তৃণমূল সাংসদ কুণাল ঘোষ।
ওই সাংসদের দাবি, সারদা কাণ্ডে এমন ন’জনের নাম জড়িয়েছে, যাঁরা প্রত্যক্ষ বা পরোক্ষ ভাবে সারদা থেকে বিপুল উপকার পেয়েছেন। লাভবান হয়েছেন। কিন্তু তাঁরা কারা কিংবা কেমন উপকার তাঁরা পেয়েছেন, তা খোলসা করেননি কুণাল। সুদীপ্তের উদ্দেশে ওই সাংসদের অনুরোধ, “উনি যেন সেই নামগুলি মনে করে পুলিশকে বলেন। যদি ভুলে গিয়ে থাকেন বা বলতে অসুবিধা থাকে, তা হলে আমিই বলে দেব।”
বিধাননগর পুলিশ কমিশনারেটে এ দিন বেলা সাড়ে ১১টা থেকে টানা সাড়ে ছ’ঘণ্টা কুণালকে জেরা করেন তদন্তকারীরা। বিকেলে পুলিশ অফিসের বাইরে এসে তিনি বলেন, “সুদীপ্ত সেন যে-চিঠি লিখেছিলেন তার পিছনে গভীর চক্রান্ত রয়েছে। রয়েছে বিভিন্ন অসঙ্গতিও। সাধারণ মানুষের স্বার্থেই সেই অসঙ্গতি খুঁজে বার করা উচিত পুলিশের।”
কুণাল এ দিন ফের দাবি করেন, তিনি কোনও ভাবেই চিটফান্ডের সঙ্গে জড়িত নন। তাঁর দাবি, “তদন্তে রোজই নতুন তথ্য উঠে আসছে। সেগুলি খতিয়ে দেখতেই আমাকে আসতে বলা হচ্ছে।”
আর বিধাননগরের গোয়েন্দা-প্রধান অর্ণব ঘোষ জানান, এপ্রিলে সারদার অধীন একটি সংবাদমাধ্যমের এক কর্মী অনিয়মিত বেতন ও প্রভিডেন্ট ফান্ডের গরমিলের ব্যাপারে থানায় অভিযোগ করেন। তার ভিত্তিতে ফরেন্সিক অডিট দল ওই সংস্থার বিভিন্ন অ্যাকাউন্ট খতিয়ে দেখছে। সেগুলি মিলিয়ে নিতেই কুণালকে বারবার ডাকা হচ্ছে। কয়েক দিন আগেই সারদা মিডিয়া গ্রুপের ভাইস প্রেসিডেন্ট সোমনাথ দত্তকে গ্রেফতার করা হয়েছে। তিনি পুলিশকে যে-সব তথ্য দিয়েছেন, কুণালের বক্তব্যের সঙ্গে সেগুলিও মিলিয়ে দেখা হচ্ছে।
এ দিন মহাকরণে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে দেখা করতে যান বিধাননগরের পুলিশ কমিশনার রাজীব কুমার। পরে তিনি বলেন, “কুণালবাবু সারদার মিডিয়া গ্রুপের সিইও ছিলেন। তাই তাঁর কাছে অনেক তথ্য রয়েছে। তদন্তের স্বার্থেই তাঁকে ডেকে পাঠানো হচ্ছে। তদন্তে যে-সব তথ্য উঠে আসছে, তা মিলিয়ে দেখার জন্যও ওঁকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।’’ কুণালকে গ্রেফতার করা হবে কি? মন্তব্য করতে চাননি পুলিশ কমিশনার।
|
পুরনো খবর: নিজের টাকা দিয়েছি বহু কর্মীকে, দাবি কুণালের |
|
|
|
|
|