|
|
|
|
নিজের টাকা দিয়েছি বহু কর্মীকে, দাবি কুণালের
নিজস্ব সংবাদদাতা • কলকাতা |
সারদা গোষ্ঠীর দুঃসময়ে তিনি নিজের বেতন থেকে সংস্থার কর্মীদের টাকা দিয়েছিলেন বলেই দাবি করলেন কুণাল ঘোষ। বুধবার বিধাননগর কমিশনারেটে তাঁকে তিন ঘণ্টা টানা জিজ্ঞাসাবাদ করে পুলিশ।
এ দিন বিকেল সাড়ে ৪টে নাগাদ দিল্লি থেকে ফেরেন কুণাল।
সওয়া ৫টা নাগাদ সোজা পৌঁছে যান বিধাননগর পুলিশ কমিশনারেটে। সেখানে রাত সওয়া ৮টা পর্যন্ত তাঁকে জিজ্ঞাসাবাদ করেন তদন্তকারী অফিসারেরা।
তার পরে বাইরে বেরিয়ে তিনি সাংবাদিকদের মুখোমুখি হন। তিনি জানান, বড় ঘটনার তদন্ত হচ্ছে। পুলিশ যা প্রশ্ন করছে, তিনি তার উত্তর দিচ্ছেন। কুণাল বলেন, “এখন সারদার আমানতকারীদের ক্ষতিপূরণ দেওয়া হচ্ছে। কিন্তু গত ফেব্রুয়ারিতে সারদার কর্মীরা যখন টাকা পাচ্ছিলেন না, তখন নিজের বেতন থেকে টাকা দিয়ে সাহায্য করেছি। তাই ও-সব নিয়ে এখন কেউ প্রশ্ন তুললে খারাপ লাগে।”
সারদা কাণ্ডে তাঁকে বারবার ডেকে জিজ্ঞাসাবাদ করার বিষয়টিকে কী ভাবে দেখছেন তিনি?
কুণাল বলেন, “এখানে আমি বক্তব্য জানানোর সুযোগ পাচ্ছি। এটাই বড় কথা। আমি ইতিমধ্যেই মমতা বন্দ্যোপাধ্যায়, পার্থ চট্টোপাধ্যায় ও মুকুল রায়কে চিঠি দিয়েছি।”
কী লিখেছেন মমতাকে?
কুণাল জানান, মুখ্যমন্ত্রীকে চিঠিতে কী লিখেছেন, তিনি এখনই সেটা বলতে চান না। তবে পার্থবাবু ও মুকুলবাবুকে পাঠানো চিঠিতে তিনি লিখেছেন, তাঁকে যেন এক বার বক্তব্য পেশের সুযোগ দেওয়া হয়। তিনি বলেন, “আমি চিঠির উত্তরের অপেক্ষাতেই আছি। বিনা বিচারে আমাকে সাসপেন্ড করাটা আমার ব্যথা এতটাই বাড়িয়ে দিয়েছে যে, বলার অপেক্ষা রাখে না।”
আজ, বৃহস্পতিবার কুণালকে ফের জিজ্ঞাসাবাদ করা হবে বলে জানিয়েছে বিধাননগর পুলিশ।
|
পুরনো খবর: সমানে দলবিরোধী কথা বলেই সাসপেন্ড কুণাল |
|
|
|
|
|