|
|
|
|
কেলেঘাই সংস্কার সময়ে শেষ হবে, আশ্বাস সেচমন্ত্রীর
নিজস্ব সংবাদদাতা • হলদিয়া |
কেলেঘাই-কপালেশ্বরী-বাগুই নিকাশি প্রকল্পের কাজ নির্দিষ্ট সময়ের মধ্যে শেষ করার আশ্বাস দিলেন রাজ্যের সেচমন্ত্রী রাজীব বন্দ্যোপাধ্যায়। পূর্ব ও পশ্চিম মেদিনীপুরের নিকাশি ও সেচ সমস্যা মেটাতে এবং চলতি প্রকল্পগুলির পর্যালোচনার লক্ষ্যে বৃহস্পতিবার হলদিয়া উন্নয়ন পর্ষদের সভাকক্ষে প্রশাসনিক আধিকারিক ও জনপ্রতিনিধিদের নিয়ে বৈঠক করেন সেচমন্ত্রী। বৈঠকের পরে তিনি বলেন, “প্রকল্পের প্রথম পর্যায়ে বিভিন্ন নদী ও খাল মিলিয়ে যে ৬৮ কিলোমিটার সংস্কার করার কথা ছিল, তার ৮৭ শতাংশ সম্পূর্ণ হয়েছে। প্রতি ১৫ দিন অন্তর প্রকল্পের কাজের পর্যালোচনা করেছি আমি। সামনের মাসে আরও ৪৮ কিলোমিটার অংশ সংস্কারের জন্য ১২০ কোটি টাকার কাজ শুরু হবে।” |
|
সাংবাদিক বৈঠকে সাংসদ শুভেন্দু অধিকারী ও সেচমন্ত্রী
রাজীব বন্দ্যোপাধ্যায়। ছবি: আরিফ ইকবাল খান। |
২০১২ সালের ১৭ ফেব্রুয়ারি কেলেঘাই-কপালেশ্বরী সংস্কার কাজের শিলান্যাস করতে এসে দু’বছরের মধ্যে তা শেষ করার নির্দেশ দিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেচ দফতর সূত্রে জানা গিয়েছে, প্রকল্পের মূল নদী কেলেঘাইয়ের ৬৩ কিলোমিটার, চণ্ডিয়া নদীর ২৪ কিলোমিটার, কপালেশ্বরীর ২১ কিলোমিটার, বাগুই নদীর ২৪ কিলোমিটার ও দেউলি নদীর ৯ কিলোমিটার অংশের সংস্কার হওয়ার কথা। স্থানীয় মানুষের বাধা, জমি অধিগ্রহণ ও ক্ষতিপূরণজনিত সমস্যার জন্য প্রকল্পের কাজ কিছুটা বিলম্বিত হচ্ছে বলে অভিযোগ উঠলেও সেচমন্ত্রী বলেন, “জমি অধিগ্রহণ নিয়ে কোথাও কোনও সমস্যা নেই। বিভিন্ন কাজের দরপত্র দেওয়া শুরু হবে শীঘ্রই। নির্দিষ্ট সময়ের মধ্যেই কাজ শেষ করা হবে।” পূর্ব মেদিনীপুরের জেলাশাসক অন্তরা আচার্য জানান, নদী সংস্কারের জন্য যে জমি অধিগ্রহণ হবে, তার ক্ষতিপূরণের টাকা দ্রুত মিটিয়ে দেওয়া হবে জমি মালিক ও বর্গাদারদের। আগামী নভেম্বর ও ডিসেম্বর মাসের মধ্যেই অধিগ্রহণের টাকা বিলির কাজ শেষ করার আশ্বাস দেন জেলাশাসক।
এ দিনের বৈঠকে উপস্থিত তমলুকের তৃণমূল সাংসদ তথা হলদিয়া উন্নয়ন পর্ষদের চেয়ারম্যান শুভেন্দু অধিকারী জানান, ‘ঘাটাল মাস্টার প্ল্যান’ কার্যকর করার জন্য কেন্দ্র ও রাজ্য সরকার যৌথ ভাবে পরিকল্পনা করছে। এ ছাড়াও উন্নয়ন পর্ষদ এলাকায় নিকাশি সমস্যা সমাধানের জন্য সেচ দফতরের সঙ্গে যৌথ ভাবে কাজ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানান সাংসদ। পুরনো ও নতুন প্রকল্পগুলির কাজ শেষ হলে নিকাশি সমস্যা সমাধানের পাশাপাশি সেচসেবিত এলাকার পরিমাণ বাড়বে বলে সাংবাদিক বৈঠকে আশা প্রকাশ করেন সেচমন্ত্রী।
|
পুরনো খবর: কেলেঘাই সংস্কারের কাজ বন্ধ |
|
|
|
|
|