ইউরোপিয়ান সেঞ্চুরিতে জোড়া গোল রোনাল্ডোর |
চ্যাম্পিয়ন্স লিগে গোল করেই চলেছেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। প্রথম ম্যাচে গালাতাসারের বিরুদ্ধে হ্যাটট্রিকের পর বুধবার রাতে ঘরের মাঠ সান্তিয়াগো বের্নাবাওয়ে সিআর সেভেনের জোড়া গোলের সুবাদেই এফসি কোপেনহাগেনকে কার্লো আন্সেলোত্তির দল হারাল ৪-০। দুটো গোলই করলেন হেডে। চ্যাম্পিয়ন্স লিগে দু’ম্যাচে রিয়াল তারকার আপাতত গোল সংখ্যা সাত। এ দিনই চ্যাম্পিয়ন্স লিগে শততম ম্যাচ খেলে ফেললেন রিয়াল তারকা। এর মধ্যে রিয়ালের হয়েই তিনি মাঠে নেমেছেন ৪২ বার।
রোনাল্ডোর বিধ্বংসী ফর্ম দেখে মোহিত বিপক্ষ কোচ স্টেল সোবাকেনও। বলছেন, “রোনাল্ডোর কাছেই হারতে হল। জোড়া গোল করে রোনাল্ডোই নিয়ে গেল ম্যাচটা।” রোনাল্ডো ছাড়াও অ্যান্সেলোত্তির দলের হয়ে জোড়া গোল করলেন আর্জেন্তিনীয় তারকা অ্যাঞ্জেল ডি’ মারিয়াও। |
ঘরের মাঠে ৪-৩-৩ ছকে আক্রমণাত্মক খেলেই কোপেনহাগেনকে চেপে ধরেছিলেন অ্যান্সেলোত্তি। তবে প্রতিপক্ষ রক্ষণের সামনে ভিড় বাড়িয়ে রাখায় প্রথম কুড়ি মিনিট গোল পায়নি রিয়াল। কিন্তু একুশ মিনিটে মার্সেলোর সেন্টার থেকে রোনাল্ডো হেডে গোল করতেই খুলে যায় ডেনমার্কের দলটির গোলের লকগেট। দ্বিতীয়ার্ধেও ডি’মারিয়ার ক্রস থেকে ফের হেডে গোল করে যান সিআর সেভেন। গ্রুপ ‘বি’ -তে পরপর দু’ম্যাচে জিতে রিয়ালের পয়েন্ট দাঁড়াল ছয়। দ্বিতীয় স্থানে থাকা জুভেন্তাসের থেকে চার পয়েন্ট এগিয়ে রইল অ্যান্সেলোত্তির দল। ঘরের মাঠে গালাতাসেরর সঙ্গে এ দিনই ২-২ ড্র করল জুভেন্তাস।
বের্নাবাওয়ে সমর্থকদের সামনে দীর্ঘ ন’মাস পরে খেলতে নেমে নজর কাড়লেন রিয়াল গোলকিপার ইকের ক্যাসিয়াসও। স্বভাবতই চওড়া হাসি কোচ অ্যান্সেলোত্তির মুখে। বলছেন, “প্রথম থেকেই গোলের জন্য ঝাঁপাতে বলেছিলাম। রোনাল্ডোরা দুই অর্ধেই শুরুর দিকে গোল পায়নি। কিন্তু ওরা কাউন্টার অ্যাটাকে আসতেই সেই সুযোগ কাজে লাগিয়েছে ছেলেরা। পাশাপাশি, ক্যাসিয়াসের ছন্দে থাকাটাও দলের পক্ষে ইতিবাচক ইঙ্গিত।” কোপেনহাগেন ডিফেন্ডার ব্রাতিনের সঙ্গে সংঘর্ষে পেপের মাথা ফেটে যাওয়াটাই একমাত্র চিন্তা রিয়াল কোচের। |
বুধবার চ্যাম্পিয়ন্স লিগের ফল |
সিএসকেএ মস্কো-৩ : ভিক্টোরিয়া প্লজেন-২
আন্ডারলেখট-০ : অলিম্পিয়াকোস-৩
বেয়ার লিভারকুসেন-২ : রিয়াল সোসিয়েদাদ-১
জুভেন্তাস-২ : গালাতাসারে-২
ম্যাঞ্চেস্টার সিটি-১ : বায়ার্ন মিউনিখ-৩
প্যারিস সাঁ জাঁ-৩ : বেনফিকা-০
রিয়াল মাদ্রিদ-৪ : কোপেনহাগেন-০
শাখতার ডনেস্ক-১ : ম্যাঞ্চেস্টার ইউনাইটেড-১ |
|