|
|
|
|
|
চ্যাম্পিয়ন্স লিগে আজ
অন্য এল ক্লাসিকো
নিজস্ব প্রতিবেদন |
|
এক সময় এল ক্লাসিকোর ডাগআউটে দেখা যেত এই দু’জনকে। বার্সেলোনার চোখের মণি ছিলেন পেপ গুয়ার্দিওলা। আর ম্যানুয়েল পেলেগ্রিনি ছিলেন রিয়াল মাদ্রিদের নতুন গ্যালাকটিকো যুগের প্রথম কোচ।
সময় পাল্টেছে, চ্যালেঞ্জও পাল্টেছে। ত্রিমুকুটজয়ী বায়ার্ন মিউনিখ দলের সাফল্য ধরে রাখার চ্যালেঞ্জ এখন গুয়ার্দিওলার। পাশাপাশি ম্যাঞ্চেস্টার সিটিকে ফের ইংল্যান্ডের সেরা দল করতে মরিয়া লড়াই চালাচ্ছেন পেলেগ্রিনি। দু’জনে আবার মুখোমুখি। এ বার অন্য এল ক্লাসিকোয়। কিন্তু চ্যাম্পিয়ন্স লিগ মহারণে উত্তীর্ণ হবেন কে? যখন বুধবার রাতে এতিহাদ স্টেডিয়ামে মুখোমুখি হবে পেলেগ্রিনির ম্যাঞ্চেস্টার সিটি ও গুয়ার্দিওলার বায়ার্ন মিউনিখ। চ্যাম্পিয়ন্স লিগ মহাযুদ্ধের আগে ম্যান সিটির দলে ফিরছেন দুই তারকা- ডেভিড সিলভা ও সের্জিও আগেরো। চোটের সমস্যা থাকলেও অনুশীলন করেন দু’জন। শনিবার লিগ ম্যাচে অ্যাস্টন ভিলার সঙ্গে অপ্রত্যাশিত হারের পরে ম্যান সিটির ধারাবাহিকতা নিয়ে অবশ্য প্রশ্ন উঠতে শুরু করেছে।
তা হলেও বায়ার্নকে হারানো অসম্ভব নয়, ম্যাচের আগে সেই কথাই জানালেন পেলেগ্রিনি। বলেন, “ঘরের মাঠে সব খেলা জেতাই অত্যন্ত জরুরি। বায়ার্ন খুবই শক্তিশালি দল তাতে কোনও সন্দেহ নেই। তবে আমরাও কোনও অংশে কম নই। ম্যাচ জেতার ক্ষমতা রাখি।” পাশাপাশি গুয়ার্দিওলার বায়ার্নে চোটের জন্য বাদ পড়েছেন তরুণ তারকা থিয়াগো আলকান্তারা ও ত্রিমুকুটজয়ী দলের অন্যতম অস্ত্র জাভি মার্তিনেজ। বায়ার্নের প্রাক্তন ম্যান সিটি ডিফেন্ডার জেরোম বোয়াতেং পুরনো ক্লাবের সঙ্গে লড়াইয়ের আগে বলেন, “খুব ভাল একটা ম্যাচ হবে। আশা করছি ম্যান সিটিকে দেখাব আমরা কী ধাতু দিয়ে তৈরি।” আবার পেলেগ্রিনির দলকে সমীহ করে গুয়ার্দিওলা বলেন, “ম্যাঞ্চেস্টার সিটি ইউরোপের সেরা দলগুলোর মধ্যে একটা। ওদের কোচও কিন্তু বিশ্বমানের।”
এক দিকে যখন ফুটবলবিশ্ব তৈরি হচ্ছে মহাম্যাচের জন্য, তখন অন্য দিকে রোনাল্ডো-বেঞ্জিমা নামছেন তাঁদের গায়ে হঠাৎ করে লেগে যাওয়া দাগ মুছতে। ‘মাদ্রিদ ডার্বিতে’ হারের পরে আন্সেলোত্তির রিয়াল মাদ্রিদের সামনে কোপেনহাগেন। যে ম্যাচ হতে চলেছে দলের মহাতারকা ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর একশোতম ইউরোপিয়ান ম্যাচ। এই প্রথম কোনও প্রতিযোগিতামূলক ম্যাচে মুখোমুখি হতে চলেছে রিয়াল ও কোপেনহাগেন। প্রতিপক্ষ দুর্বল হলেও আন্সেলোত্তি আগেই বলেছিলেন, “চ্যাম্পিয়ন্স লিগে কোনও দল দুর্বল নয়।” কোপেনহাগেনের সঙ্গে ম্যাচে প্রথম দলে ফিরতে পারেন দলের তারকা গোলকিপার ইকার কাসিয়াস। যদিও সম্ভবত চোটের জন্য খেলতে পারবেন না রিয়ালের নতুন গালাকটিকো গ্যারেথ বেল।
বুধবার রাতে ডেভিড মোয়েসের ম্যাঞ্চেস্টার ইউনাইটেডের সামনে আবার শাখতার দনেস্কের চ্যালেঞ্জ। প্রিমিয়ার লিগে ওয়েস্ট ব্রমের কাছে হারের পরে এখন বারো নম্বরে মোয়েসের দল। তার উপর আবার ইউক্রেনে রওনা দেওয়ার আগে মোয়েস বলেছিলেন, দলে রসদ নেই ইউরোপসেরা হওয়ার। এখন অবশ্য সুর পাল্টে ম্যান ইউ কোচ বলছেন, “খভাল দল শাখতার। কিন্তু প্রথম ম্যাচ জিতে দলের আত্মবিশ্বাস তুঙ্গে।” |
|
|
|
|
|