রঞ্জি অধিনায়কত্বের দায়িত্ব লক্ষ্মীরতন শুক্ল-র হাতে তুলে দেওয়ার ব্যাপারে মোটামুটি সিদ্ধান্তে পৌঁছে গেল সিএবি। আসন্ন রঞ্জিতে বাংলা অলরাউন্ডারকেই যে অধিনায়ক হিসেবে ভাবা হচ্ছে, সেটার জোরালো ইঙ্গিত দিয়ে রাখা হল প্রাক্-মরসুম ম্যাচে তাঁকে বাংলা ক্যাপ্টেন করে দিয়ে। যা খবর, লক্ষ্মীর রঞ্জি অধিনায়কত্বের ব্যাপারে শুধু সিএবি প্রেসিডেন্ট জগমোহন ডালমিয়ার সরকারি সিলমোহর পড়া বাকি।
এবং সিএবি কর্তারা যা পারলেন না, বাংলা কোচ অশোক মলহোত্র শেষ পর্যন্ত সেটা করে দেখালেন। বাংলার জন্য প্রাক্-রঞ্জি ম্যাচের আয়োজন করে। আগামী ৯ অক্টোবর থেকে হরিয়ানার বিরুদ্ধে তিনটে ম্যাচ খেলবে বাংলা। এবং শুধু অশোক নন, বাংলার ম্যাচ প্র্যাক্টিসের ব্যবস্থা করতে নেমে পড়ছেন নির্বাচকরাও। নির্বাচক প্রধান দীপ দাশগুপ্ত যেমন চেষ্টা করছেন, সার্ভিসেসের সঙ্গে কয়েকটা ম্যাচ খেলতে। দিল্লি যদি এ বার সার্ভিসেসের ঘরের মাঠ হয়, তা হলে বাংলার সঙ্গে প্র্যাক্টিস ম্যাচে নেমে পড়ার সুযোগ ভাল রকম আছে বলে জানা গেল।
আসন্ন টুর্নামেন্টে বাংলার কুড়ি জনের দল এ দিন বেরসরকারি ভাবে বেছে ফেলা হল। শুক্রবার সরকারি ঘোষণা হবে। হরিয়ানার বিরুদ্ধে প্রাক্-রঞ্জি প্রস্তুতি ম্যাচে বেশ কয়েক জন সিনিয়র ক্রিকেটারকে পাচ্ছে না বাংলা। ঋদ্ধিমান সাহা চ্যাম্পিয়ন্স লিগ টি টোয়েন্টি খেলা শেষ করে দলীপ ট্রফি খেলতে চলে যাবেন। অশোক দিন্দা, অনুষ্টুপ মজুমদাররাও আছেন দলীপের টিমে। মহম্মদ সামি নেই। আর এক সিনিয়র পেসার সৌরভ সরকার ফিট নন। বাঁ হাতি স্পিনার ইরেশ সাক্সেনার বিয়ে। এঁদের কাউকেই প্রস্তুতি ম্যাচে পাচ্ছে না বাংলা। যদিও টিমের দায়িত্ব পেয়ে লক্ষ্মীরতন শুক্ল বললেন, “ক্যাপ্টেন্সি নিয়ে ভাবছি না। উত্তেজিত এটা ভেবে যে, আবার আমি ম্যাচে নামতে পারব। আমি এখন ফিট। রঞ্জির প্রস্তুতিটা ভাল ভাবে করে রাখতে চাই।”
কেউ কেউ মনে করছিলেন, বৃহস্পতিবারই লক্ষ্মীকে রঞ্জি অধিনায়ক হিসেবে ঘোষণা করে দেওয়া হতে পারে। এ দিন প্র্যাক্টিসের পর নির্বাচকদের সঙ্গে দীর্ঘ বৈঠক চলে সিএবি যুগ্ম সচিব সুজন মুখোপাধ্যায়ের। শোনা গেল, ঋদ্ধিমান সাহা-র ব্যাপারে কর্তা-নির্বাচকরা আশা মোটামুটি ছেড়ে দিয়েছেন। তার উপর কারও কারও কাছে খবর যে, মহেন্দ্র সিংহ ধোনিদের দক্ষিণ আফ্রিকা সফর হলে সেখানে দ্বিতীয় উইকেটকিপার হিসেবে ঢুকে যেতে পারেন ঋদ্ধি। সেক্ষেত্রে অধিনায়ক নির্বাচন নিয়ে অহেতুক জট তৈরি হবে। তার চেয়ে লক্ষ্মীকে পুরো মরসুমের জন্য ক্যাপ্টেন করে দেওয়া ভাল। আগামী দু’এক দিনের মধ্যে সিএবি প্রেসিডেন্টের সঙ্গে কথা বলে চূড়ান্ত ঘোষণা করে দেওয়া হবে। সিএবি যুগ্ম সচিব সুজন মুখোপাধ্যায় বলেও দিলেন, “প্রেসিডেন্টের সঙ্গে ঋদ্ধিমানের কী কথা হয়েছে, সেটা তো জানি না। জেনে নিয়ে ঘোষণা করব। তবে ক্যাপ্টেন্সির দৌড়ে লক্ষ্মী অনেক এগিয়ে।”
|