টুকরো খবর |
অগ্নিদগ্ধ হয়ে মৃত্যু মহিলার
নিজস্ব সংবাদদাতা |
মাঝরাতে গৃহকর্ত্রীর আর্তনাদ শুনে ঘুম ভেঙে গিয়েছিল বাড়ির লোকজনের। বেরিয়ে তাঁরা দেখলেন, বসার ঘরে দাউদাউ আগুনে জ্বলছেন ওই মহিলা। হাসপাতালে চিকিৎসকেরা তাঁকে মৃত ঘোষণা করেন। বুধবার ফুলবাগান থানার পিছনে চারতলা একটি বাড়ির তিনতলায় ওই ঘটনা ঘটে। পুলিশ জানায়, মৃতার নাম কৃষ্ণা মেহেরিয়া (৪৭)। ১৫ বছর ধরে তিনি মানসিক অবসাদে ভুগছিলেন বলে মহিলার স্বামী অনুপ মেহেরিয়া পুলিশকে জানিয়েছেন। লালবাজারের গোয়েন্দারা বৃহস্পতিবার ওই ফ্ল্যাটে যান। বসার ঘর থেকে কেরোসিন তেলের একটি জেরিক্যান উদ্ধার করেন তাঁরা। ওই ঘর থেকে কালো ধোঁয়ার নমুনাও সংগ্রহ করেছে পুলিশ। গোয়েন্দাদের অনুমান, গায়ে কেরোসিন তেল ঢেলে আগুন জ্বালিয়ে আত্মঘাতী হয়েছেন মহিলা। পুলিশ জানায়, গৃহকর্তা অনুপ মেহেরিয়া তাঁর স্ত্রী, পুত্র ও পুত্রবধূকে নিয়ে ওই বাড়িতে থাকেন। মহিলার আর্তনাদ শুনে থানার কর্মীরাও ওই রাতে ঘটনাস্থলে যান। অনুপবাবু, তাঁর ছেলে ও পুলিশ মহিলাকে উদ্ধার করে এনআরএসে নিয়ে গিয়েছিলেন। চিকিৎসকেরা পুলিশকে জানান, মহিলার শরীরের বেশির ভাগ অংশই পুড়ে গিয়েছিল। প্রাথমিক তদন্তে পুলিশ জেনেছে, ওই মহিলার মানসিক অসুস্থতার চিকিৎসা চলছিল। ঘরের বিভিন্ন আসবাব তিনি মাঝেমধ্যেই ভেঙে ফেলতেন। মৃত্যুর সঠিক কারণ জানতে দেহটি ময়না-তদন্তের জন্য পাঠিয়েছে পুলিশ।
|
পুলিশ ‘নিষ্ক্রিয়’, মামলা মহিলার |
প্রায় সাত মাস আগে এক মহিলা সহকর্মীর সঙ্গে অশালীন আচরণের অভিযোগ উঠেছিল একটি সংস্থার ম্যানেজিং ডিরেক্টরের বিরুদ্ধে। পুলিশ জানায়, পাঁচ নম্বর সেক্টরে ভারত-ফ্রান্স যৌথ উদ্যোগে চলে ওই সংস্থাটি। তার এমডি বিদেশি। অভিযোগ, তিনি এক মহিলা সহকর্মীকে নিজের ঘরে ডেকে অশালীন আচরণ করেছিলেন। আরও অভিযোগ, ঘটনার কথা বিধাননগর কমিশনারেটে জানিয়েও লাভ হয়নি। অভিযুক্ত ওই ব্যক্তি পলাতক। অন্য দিকে, ওই মহিলা ও তাঁর স্বামীকে চাকরি থেকে বরখাস্ত করা হয়েছে। এ ক্ষেত্রে ফৌজদারি বিধির ৩৫৫ ধারা প্রয়োগ হয়। কিন্তু এখনও তদন্ত এগোয়নি বলে অভিযোগ ওই মহিলার। তিনি পুলিশি নিষ্ক্রিয়তা নিয়ে কলকাতা হাইকোর্টে মামলা করেছেন। ওই সংস্থার নারী নিগ্রহ সেল তদন্ত করে জানিয়েছে, সংস্কৃতির ফারাকের জন্যই ভুল বোঝাবুঝি। কিন্তু হাইকোর্ট নির্দেশ দিয়েছে, ওই ম্যানেজিং ডিরেক্টর যে সব এসএমএস করেছিলেন ও ল্যাপটপে যে সব বার্তা পাঠিয়েছিলেন তা সংগ্রহ করে কমিশনারকে রিপোর্ট দিতে হবে।
|
দেবযানী ফের হাসপাতালে |
সারদা গোষ্ঠীর আর্থিক কেলেঙ্কারির মামলায় অন্যতম অভিযুক্ত দেবযানী মুখোপাধ্যায় আবার ডায়েরিয়ায় আক্রান্ত। বৃহস্পতিবার দুপুরে তাঁকে বেলেঘাটা আইডি হাসপাতালে ভর্তি করানো হয়েছে। রাত পর্যন্ত তাঁকে চার বোতল স্যালাইন দিতে হয়। হাসপাতাল সূত্রের খবর, তাঁর অবস্থা স্থিতিশীল। মাঝারি ধরনের ডায়েরিয়া হয়েছে। কেবিনের মধ্যে বা কেবিন থেকে শৌচাগার পর্যন্ত একা একাই হাঁটাচলা করেছেন। তবে শরীরে দুর্বলতা রয়েছে। তাঁর ঘরের বাইরে বিশেষ পুলিশি পাহারা বসেছে। রাতে দেবযানীকে দেখতে যান তাঁর বাবা-মা ও আইনজীবীরা। দেবযানীর আইনজীবী অভিষেক মুখোপাধ্যায় জানান, বাবা-মাকে দেখে দেবযানী হাত নেড়ে ইশারায় জানান, তিনি ভাল আছেন। মেয়েকে দেখে কেঁদে ফেলেন মা। অভিষেকবাবু আরও জানান, এই নিয়ে তাঁর মক্কেল বন্দিদশায় কয়েক বার ডায়েরিয়ায় আক্রান্ত হলেন। সম্ভবত আলিপুর মহিলা জেলের জল তাঁর সহ্য হচ্ছে না। কিন্তু বারবার বলেও বাইরে থেকে জল দেওয়ার অনুমতি মিলছে না। রাজ্যের বিভিন্ন জায়গায় ঘুরে বেড়াতে হচ্ছে বলে দেবযানীর টানা চিকিৎসাও ব্যাহত হচ্ছে বলে অভিযোগ করেন তিনি।
পুরনো খবর: পেটের সংক্রমণে হাসপাতালে ভর্তি দেবযানী
|
‘প্রতারক’ ধৃত |
কয়েক লক্ষ টাকা প্রতারণার অভিযোগে এক ব্যক্তি গ্রেফতার হয়েছে। ধৃতের নাম সিদ্ধার্থ চৌধুরী। বুধবার রাতে জোড়াসাঁকো থানার পুলিশ সিদ্ধার্থকে তার বারাসত নবপল্লির বাড়ি থেকে গ্রেফতার করে। পুলিশ জানিয়েছে, সিদ্ধার্থ বারাসতের একটি ওষুধ সরবরাহকারী সংস্থার কর্মী। মাসখানেক আগে ওই সংস্থা জোড়াসাঁকো থানা এলাকার অন্য একটি ওষুধ সরবরাহকারী সংস্থার থেকে সাত লক্ষ টাকার ওষুধ কেনে। দাম বাবদ বারাসতের সংস্থাটি প্রথমে দু’লক্ষ টাকা দেয়। বাকি টাকা নগদে সিদ্ধার্থর মাধ্যমে মিটিয়ে দেওয়া হবে বলে ঠিক হয়। কিন্ত বকেয়া না পেয়ে জোড়াসাঁকোর ওই সংস্থা সিদ্ধার্থর বিরুদ্ধে অভিযোগ দায়ের করে। তদন্তে পুলিশ জেনেছে, সিদ্ধার্থ জোড়াসাঁকোর সংস্থাটিকে একটি ভুয়ো চেকও দিয়েছিল। কিন্তু চেকটি বাউন্স করে। পুলিশের দাবি,বাকি পাঁচ লক্ষ টাকা সিদ্ধার্থ তাঁর নিজের সংস্থা থেকে ব্যাঙ্ক অ্যাকাউন্টের মাধ্যমে সরিয়ে ফেলেছিল।
|
ছাত্রভোট করতে কমিটি |
রাজ্য সরকারের বিজ্ঞপ্তি মেনে ফের ছাত্র সংসদের নির্বাচন করতে উদ্যোগী হল কলকাতা বিশ্ববিদ্যালয়। বিশ্ববিদ্যালয় এবং তার অধীন কলেজে ভোটের জন্য উপাচার্য সুরঞ্জন দাসকে মাথায় রেখে একটি কমিটি গড়ার কথা বলা হয়েছে ওই বিজ্ঞপ্তিতে। বৃহস্পতিবার সিন্ডিকেটের বৈঠকে সেই বিজ্ঞপ্তি মেনে নেওয়া হয়। সুরঞ্জনবাবু বলেন, “জেলাশাসক, এসপি, কলেজের অধ্যক্ষদের সঙ্গে আলোচনা করে ভোটের দিনক্ষণ ঠিক করা হবে।” তবে ২৯ নভেম্বর সমাবর্তনের আগে কর্তৃপক্ষ নির্বাচন করার পক্ষপাতী নন বলে খবর। ওই বিজ্ঞপ্তি অনুযায়ী ৩১ জানুয়ারির মধ্যে রাজ্যের সব কলেজ-বিশ্ববিদ্যালয়ে ছাত্র সংসদের নির্বাচন শেষ করতে হবে।
|
৫ লাখে ই-টেন্ডার |
৫ লক্ষ টাকার উপরে যে কোনও কাজ ই-টেন্ডারের মাধ্যমে করার সিদ্ধান্ত নিল কলকাতা পুরসভা। বৃহস্পতিবার মেয়র পারিষদের বৈঠকে বিষয়টি অনুমোদিত হয়। মেয়র শোভন চট্টোপাধ্যায় বলেন, “রাজ্য আগেই ওই ব্যবস্থা চালু করেছে। পুরসভাও এ বার ৫ লক্ষ টাকার উপরে কাজের ক্ষেত্রে ই-টেন্ডার করবে।” আগে ৫০ লক্ষ টাকার উপরে কিছু কিছু কাজে পুরসভায় ই-টেন্ডার হত। তার কম টাকার ক্ষেত্রে কাগজে বিজ্ঞাপন, নোটিস দিয়ে টেন্ডার ডেকে কাজের বরাত দেওয়া হত। পুরসভার এক আমলার কথায়, “এক শ্রেণির ঠিকাদার ও ইঞ্জিনিয়ারের আঁতাতে নতুনরা কাজ পেতেন না। ই-টেন্ডারের ফলে কাজ পাইয়ে দেওয়ার সেই দুর্নীতির অবসান হবে।” পুর সূত্রে খবর, পুজোর পর থেকেই নতুন সিদ্ধান্ত কার্যকর হবে।
|
মণ্ডপ-দর্শনে ট্যাক্সি |
পুজোয় শহরজুড়ে মণ্ডপ-দর্শনে বিশেষ পরিষেবা দেবে বেঙ্গল ট্যাক্সি অ্যাসোসিয়েশন। ট্যাক্সি ভাড়ায় ছাড় পাবেন বয়স্ক নাগরিক এবং প্রতিবন্ধীরা। সংগঠনের তরফে বিমল গুহ জানিয়েছেন, নামী পুজোর ‘ভিআইপি-কার্ড’ থাকবে ট্যাক্সিগুলিতে। থাকবে মিনারেল ওয়াটার, সংবাদপত্র, মোবাইল ফোনও। অফিসের সময়ে ২৪৭৪২২৪৯ নম্বরে যোগাযোগ করে ওই পরিষেবা সংক্রান্ত তথ্য জানা যাবে। বাড়ির দরজাতেই মিলবে পরিষেবা। এ ছাড়া কেউ পরিষেবা নিয়ে অভিযোগ জানালে চালকের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছে সংগঠন।
|
দু’টি দেহ উদ্ধার |
খাল থেকে মিলল এক ব্যক্তির দেহ। বৃহস্পতিবার দুপুরে, হরিদেবপুর থানার তারা প্রামাণিক ঘাট থেকে। মৃতের নাম মাধব ভাঙর (৪৫)। খালে মাধবের দেহ ভাসতে দেখে থানায় খবর দেন স্থানীয়েরা। মৃতের ভাই পুলিশকে জানান, মাধব গত মঙ্গলবার থেকে নিখোঁজ ছিলেন। রিজেন্ট পার্ক থানায় নিখোঁজ ডায়েরি করেছিল পরিবার। এ দিনই অরবিন্দ সেতুর নীচে খাল থেকে এক অজ্ঞাতপরিচয় যুবকের দেহ মেলে। পুলিশের অনুমান, স্নান করতে গিয়ে ওই যুবকের মৃত্যু হয়েছে। তবে মৃতের দেহে কোনও আঘাতের চিহ্ন মেলেনি।
|
জামিন নয় কাও-কে |
মাঠপুকুর কাণ্ডে অন্যতম অভিযুক্ত শম্ভুনাথ কাওয়ের জামিনের আবেদন ফের নাকচ হল। যে আদালতে তাঁর বিচার হবে, সেই এক নম্বর ফাস্ট ট্র্যাক কোর্টে বৃহস্পতিবার শম্ভুনাথের তরফে দেওয়া জামিনের আবেদনের শুনানি হয়। এর পরে আদালত এক মাস ছুটি। পুজোর ছুটির আগে শেষ কাজের দিনে বিচারক মীর রশিদ আলি ওই আবেদন খারিজ করে বলেন, “১৫ নভেম্বর শম্ভুনাথ কাও-সহ সব অভিযুক্তদের হাজির করাতে হবে।”
পুরনো খবর: কাও কোথায় এলাকা জানে, জানে না পুলিশ
|
হাতবোমা উদ্ধার |
শহরে ফের বোমাতঙ্ক। বৃহস্পতিবার সকালে মির্জা গালিব স্ট্রিটের ফুটপাথে প্লাস্টিক থেকে কয়েকটি হাতবোমা উদ্ধার করে বম্ব স্কোয়াডের কর্মীরা। পুলিশ জানায়, বোমার খবরে এলাকায় আতঙ্ক ছড়ায়। খবর যায় লালবাজারে। পুলিশ জানায়, বোমায় বারুদ ছিল না। বাইশটি বোমার খোল ছিল। সম্ভবত নষ্ট হয়ে গিয়েছে দেখে খোলগুলি কেউ ফেলে যায়। কলকাতা পুলিশের ডিসি (সাউথ) মুরলীধর শর্মা বলেন, “বারুদ না থাকায় বিস্ফোরণের সম্ভাবনা ছিল না। খোলগুলি পরীক্ষা করা হচ্ছে।”
|
দুর্ঘটনায় মৃত্যু |
বাসের ধাক্কায় মৃত্যু হল এক মহিলার। বৃহস্পতিবার, রাসবিহারী মোড়ে। মৃতা রিনা সেন (৫২) কালীঘাট থানা এলাকার বাসিন্দা। পুলিশ জানায়, এ দিন এসপি মুখার্জি রোড পার হওয়ার সময়ে হাজরাগামী ১৮সি রুটের একটি বেসরকারি বাস তাঁকে ধাক্কা মারে। গুরুতর আহত অবস্থায় রিনাদেবীকে পিজি-তে নিয়ে গেলে তাঁকে মৃত ঘোষণা করা হয়। বাসটি আটক করেছে পুলিশ। চালককে গ্রেফতার করা যায়নি।
|
বাড়ি ভেঙে মৃত |
বাড়ি ভেঙে মৃত্যু হল এক ব্যক্তির। বৃহস্পতিবার, শ্যামপুকুর থানার নবকৃষ্ণ স্ট্রিটে। মৃতের নাম আশিস ঘোষ (৫৬)। পুলিশ জানায়, বেশ কয়েক বছর ওই দোতলা বাড়ির এক তলায় সপরিবার থাকতেন আশিসবাবু। বাড়ির নীচে তাঁর পানের দোকানও রয়েছে। এ দিন আচমকাই ওই বাড়ির এক তলার একটি অংশ ভেঙে পড়ে আশিসবাবুর উপরে। ধ্বংসস্তূপের আটকে পড়েন তিনি। দমকল ও পুলিশ এসে তাঁকে উদ্ধার করে। আর জি করে তাঁকে মৃত ঘোষণা করা হয়।
|
কলকাতা বিশ্ববিদ্যালয়ে চারুকলা |
বেঙ্গল মিউজিক কলেজকে একটি বিভাগে রূপান্তরিত করে চারুকলা বিভাগ খুলছে কলকাতা বিশ্ববিদ্যালয়। নাম হবে সঙ্গীত, নাটক ও পারফর্মিং আর্ট বিভাগ। ওই কলেজকে একটি বিভাগে পরিণত করার জন্য রাজ্যের কাছে আবেদন জানিয়েছিল বিশ্ববিদ্যালয়। সরকারের নীতিগত সমর্থন মিলেছে বলে উপাচার্য সুরঞ্জন দাস বৃহস্পতিবার জানান। সেনেটের বৈঠকে তিনি বলেন, “সরকার জানিয়েছে, সেনেটের সমর্থন লাগবে।” সেনেটের সদস্যেরা এই সিদ্ধান্ত সমর্থন করেন। |
|