পরীক্ষা দিয়ে বাড়ি ফেরার সময় রাস্তা থেকে অষ্টম শ্রেণির এক ছাত্রীকে বাঁশবাগানে টেনে নিয়ে গিয়ে শ্লীলতাহানি করার অভিযোগে এক যুবককে পুলিশ গ্রেফতার করেছে। মালদহের হরিশ্চন্দ্রপুরের বিষ্ণুপুর এলাকায় শুক্রবার দুপুরে ঘটনাটি ঘটেছে। ওই ছাত্রী ও তার সঙ্গীর চিৎকারে বাসিন্দারা ছুটে এসে ওই যুবককে হাতেনাতে ধরার পর স্কুলে নিয়ে গিয়ে আটকে রাখে। পরে পুলিশ স্কুলে গিয়ে ওই যুবককে গ্রেফতার করে। পুলিশ জানায়, ধৃতের নাম ঘুগরু মুশহর। তার বাড়ি ওই এলাকাতেই।
|
রাজ্য সরকারের তরফে বিধায়ক পিছু ৪০০০ ধুতি, শাড়ি, লুঙ্গি, সালোয়ার কামিজ, পাজামা পাঞ্জাবি, চাদর, শিশুদের পোশাক বরাদ্দ করা হয়েছে। সেই হিসাবে দক্ষিণ দিনাজপুর জেলার ৫ জন তৃণমূল কংগ্রেস বিধায়ক এবং ১ জন আরএসপি বিধায়কের জন্য ২৪ হাজার নতুন জামাকাপড় বুধবার বালুরঘাটে এসে পৌঁছেছে।
|
সরকারের তরফে বিধায়ক পিছু ৪০০০ ধুতি, শাড়ি, লুঙ্গি, সালোয়ার, পাঞ্জাবি, চাদর, শিশুর পোশাক বরাদ্দ হয়েছে। দক্ষিণ দিনাজপুরের ৫ তৃণমূল বিধায়ক, ১ আরএসপি বিধায়কের জন্য ২৪ হাজার জামাকাপড় বালুরঘাটে এসেছে।
|
বধূর অপমৃত্যুতে স্বামীকে ধরতে তদন্তে নামল পুলিশ। বৃহস্পতিবার গঙ্গারামপুর ভুলাপাড়ার ঘটনা। মৃতার নাম পারুল টুডু (২৩)। বাড়ির পাশে জঙ্গলে আম গাছের সরু ডালের সঙ্গে কাপড় দিয়ে বাঁধা বধূর দেহ বাসিন্দারা উদ্ধার করেন।
|
দাদাকে খুনের দায়ে ভাইকে যাবজ্জীবন কারাদন্ডের নির্দেশ দিল আদালত। শুক্রবার দিনহাটার অতিরিক্ত জেলা ও দায়রা আদালতের বিচারক শঙ্করমণি ত্রিপাঠি ওই রায় দিয়েছেন। সাজাপ্রাপ্ত বিকাশ দেবনাথ। ১৪ অক্টোবর ২০১১ দাদা নিখিলকে ছুরি মেরে খুন করেন।
|
২৫২ বৃদ্ধবৃদ্ধাকে নিয়ে নবদ্বীপ মায়াপুর ঘুরে এলেন পুরসভার ৩৬ নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর রঞ্জন শীলশর্মা। ট্রেনের দু’টি কামরা ভাড়া করে চার দিন তাঁদের নিয়ে ঘুরলেন তিনি। ২০ সেপ্টেম্বর তাঁদের নিয়ে রীতিমত খোল-করতাল বাজিয়ে রওনা হন রঞ্জনবাবু। কাউন্সিলর এর এই উদ্যোগে খুশি এলাকার বাসিন্দারা। যাতায়াতে বৃদ্ধবৃদ্ধাদের আনন্দ দিতে ছিল জয়দেব বাউল। সম্পূর্ণ পথটাই গান শুনিয়েছেন তিনি। রঞ্জনবাবু এই দিন বলেন, “মানুষগুলিকে আনন্দ দিতে পেরে আমি খুশি।” রঞ্জনবাবুর এ উদ্যোগের এ দিন প্রশংসা করেছেন উত্তরবঙ্গ উন্নয়নমন্ত্রী গৌতম দেবও। |