মাদ্রাসায় ঢুকে শিক্ষকদের মারধরের অভিযোগ উঠল তৃণমূল সমর্থকদের বিরুদ্ধে। শুক্রবার সকালে কাকদ্বীপের ১২ নম্বর দারুস সালান সিনিয়র মাদ্রাসার ঘটনা। তাদের দাবি, স্থানীয় যুবকদের মাদ্রাসায় চাকরি দিতে হবে। সুন্দরবন উন্নয়ন প্রতিমন্ত্রী মন্টুরাম পাখিরা বলেন, কোনও শিক্ষককে মারধর করা হয়নি। শুরু থেকেই স্থানীয় কয়েকজন যুবক ওই মাদ্রাসায় শিক্ষকতা করতেন। তাঁদের পরে মাদ্রাসায় চাকরি দেওয়া হয়নি বলে সমস্যা তৈরি হয়েছে। এর সঙ্গে রাজনীতির যোগ নেই। মাদ্রাসা শিক্ষা দফতর সূত্রে বলা হয়েছে, বিষয়টি তাঁরা জানেন। সমস্যার সমাধানে ব্যবস্থা নেওয়া হচ্ছে।
|
জুয়ার ঠেকে অভিযান চালিয়ে কয়েক জনকে ধরার পর পুলিশের গাড়ি থেকে তাদের নিয়ে পালাল গ্রামবাসীরা। শুক্রবার বাসন্তীর লেবুখালি গ্রামের ঘটনা। পুলিশের গাড়িও ভাঙচুর করা হয়। রাত পর্যন্ত কেউ গ্রেফতার হয়নি।
|
দুর্ঘটনায় মৃত্যু ছাত্রীর |
বাসে চাপা পড়ে মৃত্যু হল অষ্টমশ্রেণির এক ছাত্রীর। শুক্রবার সকালে কাকদ্বীপের ১১৭ নম্বর জাতীয় সড়কে উকিলের হাট মোড়ে ঘটনাটি ঘটে। মৃতার নাম প্রীতিসা মাইতি (১৪)।
|
কামদুনি কাণ্ডে সাক্ষ্য দু’জনের |
কামদুনি মামলায় শুক্রবার বিচারক সঞ্চিতা সরকারের কাছে সাক্ষ্য দিলেন নিহত নির্যাতিতার ভাই ও দাদা। ৭ জুন কামদুনির এক কলেজছাত্রীকে ধর্ষণ করে খুন করা হয়। লাগাতার নারী-নিগ্রহের প্রতিবাদে বারাসত স্টেশনে সভা করে বারাসত প্রতিবাদী মঞ্চ। সুটিয়া ও রানাঘাট (গেদে) প্রতিবাদী মঞ্চও সভায় সামিল হয়। কলকাতার আদালতে মামলার দিন থাকায় কামদুনি প্রতিবাদ মঞ্চের সদস্যেরা ওই সভায় থাকতে পারেননি। সভায় সিদ্ধান্ত হয়, নারী-নিগ্রহ হলেই যৌথ প্রতিবাদ জানাবে সব মঞ্চ। |