টুকরো খবর
সার্থকের মৃত্যু, মাছ-কাঁকড়ার কামড়ে ক্ষত, মত পুলিশের
জলে তলিয়ে যাওয়ার পরে কাঁকড়া ও মাছের কামড়ে ক্ষতবিক্ষত হন রামকৃষ্ণ মিশন শিল্পমন্দির পলিটেকনিক কলেজের ছাত্র সার্থক মজুমদার। তাই তাঁর শরীরে ক্ষতচিহ্ন মিলেছে। শুক্রবার ময়না-তদন্ত রিপোর্ট পাওয়ার পরে এমনটাই মনে করছেন তদন্তকারীরা। পুলিশের দাবি, ওই প্রাথমিক রিপোর্টে জানা গিয়েছে, জলে ডুবেই মৃত্যু হয়েছে সার্থকের। গত ২১ সেপ্টেম্বর দুপুরে ফুটবল খেলার পরে কলেজের মাঠ সংলগ্ন পুকুরে হাত-পা ধুতে নেমে ডুবে মৃত্যু হয় চুঁচূড়ার বাসিন্দা সার্থকের। বেলুড় থানায় খুনের অভিযোগ দায়ের করেন পরিজনেরা। এ দিন ময়না তদন্তের প্রাথমিক রিপোর্ট পেয়ে পুলিশ জানায়, ক্লান্ত সার্থক জলে নামতে গিয়ে ডুবে যান। হৃদ্রোগে আক্রান্ত হয়ে তাঁর মৃত্যু হয়। এর পরেই জলের কাঁকড়া ও এক ধরনের মাছ সার্থকের শরীরের বিভিন্ন অংশে কামড়ায় বলে অনুমান তদন্তকারীদের। এক পুলিশকর্তার কথায়, “রিপোর্টে দেখা গিয়েছে, অধিকাংশ ক্ষতই মৃত্যুর পরে হয়েছে।” এ দিন ফরেন্সিকের একটি দলও বেলুড়ের ওই কলেজে গিয়ে পুকুরের সিঁড়ি-সহ বিভিন্ন দিক খতিয়ে দেখে। শেষ সিঁড়ি থেকে কত দূরে ওই ছাত্রের দেহ মিলেছিল, সিঁড়িগুলির অবস্থা কেমন, শ্যাওলা কতটা অংশে রয়েছে, জলের নীচে ভাঙা পাথর আছে কি না, এই বিষয়গুলিও খতিয়ে দেখা হচ্ছে।

পুরনো খবর:
ব্যবসায়ীর দেহ উদ্ধার
এক পরিবহণ ব্যবসায়ীর ক্ষতবিক্ষত দেহ উদ্ধার হয়েছে। বৃহস্পতিবার রাতে, হাওড়া-আমতা রোডে। মৃতের নাম বেলাল আলি মিদ্দে (৩২)। এই ঘটনায় একটি খুনের মামলা রুজু করেছে পুলিশ। সাঁতরাগাছির পুনশানি-গরফার বাসিন্দা মৃত ওই ব্যবসায়ীর মা রুবিয়া বেগম জানান, বৃহস্পতিবার সন্ধ্যায় তাঁর ছেলের মোবাইলে ফোন আসে। এর পরেই একটি ব্যাগ নিয়ে মিনিডরে করে বেরিয়ে যান তিনি। নিজেই গাড়ি চালাচ্ছিলেন। রাত দশটা পর্যন্ত ছেলে ফিরছে না দেখে ফোন করেন বাড়ির লোকেরা। সাড়া মেলেনি। ফের রাতে ফোন করলে দেখা যায় মোবাইল বন্ধ। রাত তিনটে নাগাদ পাঁচলা থানা থেকে ফোন করে জানানো হয়, বেলালের অ্যাক্সিডেন্ট হয়েছে। ঘটনাস্থলে গিয়ে পরিবারের লোকেরা দেখেন, বেলালের শরীরে অসংখ্য ক্ষত চিহ্ন। পুলিশ জানায়, মিনিডরের পাশেই বেলালের ক্ষতবিক্ষত দেহ পড়ে থাকতে দেখা যায়। হাওড়ার অতিরিক্ত পুলিশ সুপার (গ্রামীণ) জানান, তদন্ত চলছে। ব্যক্তিগত শত্রুতার জেরে খুন করা হতে পারে ওই যুবককে। আবার কোনও গাড়ি চুরি চক্রেরও হাত থাকতে পারে। পরে টহলদারি পুলিশকে দেখে পালিয়ে গিয়ে থাকতে পারে চোরেরা। সব দিকই খতিয়ে দেখা হচ্ছে।

দুর্ঘটনায় মৃত্যু
শুক্রবার বিকেলে পুড়শুড়ার সোদপুরে বাসের ধাক্কায় এক সাইকেল আরোহীর মৃত্যু হয়েছে। আহত হন আর এক সাইকেল আরোহী। পুলিশ জানায়, মৃতের নাম তাপস রায় (৪৭)। বাড়ি আরামবাগের পূর্ব কৃষ্ণপুরে। আহত দিবাকর প্রামাণিককে বর্ধমান মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করে চিকিৎসা চলছে।

৩ দুষ্কৃতী ধৃত
বৃহস্পতিবার রাতে তারকেশ্বরের চাঁপাডাঙ্গা বাজার-সংলগ্ন এলাকায় ডাকাতির উদ্দেশে জমায়েত হওয়া দুষ্কৃতীদের তাড়া করে ২ জনকে ধরল পুলিশ। এক রাউন্ড গুলি-সহ একটি পাইপগান উদ্ধার হয়েছে। রূপম অধিকারী, সুনীল রুইদাস এবং সঞ্জয় রুইদাস নামে ওই তিন জনের নামে বহু অসামাজিক কাজের নালিশআছে।

আইএনটিটিইউসি-র জয়
সিটুকে হারিয়ে উত্তরপাড়ার হিন্দুস্তান মোটরস কারখানার ‘প্রিন্সিপাল বার্গেনিং এজেন্ট’ হল তৃণমূলের শ্রমিক সংগঠন আইএনটিটিইউসি। অর্থাৎ এ বার ওই কারখানায় শ্রমিকদের দাবি নিয়ে কর্তৃপক্ষের সঙ্গে কথা বলবে আইএনটিটিইউসি। শুক্রবার তারা সিটুর চেয়ে ৪৮% ভোট বেশি পায়। সংগঠনের জেলা সভাপতি বিদুৎ রাউত বলেন, “আমাদের প্রাথমিক দায়িত্ব শ্রমিকদের বকেয়া পাওনার বিষয়টি নিশ্চিত করা।” রাজ্যের একমাত্র মোটরগাড়ি কারখানাটির উৎপাদন তলানিতে। আড়াই হাজারেরও বেশি শ্রমিক চার মাস বেতন পাননি।





First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.