নিজস্ব সংবাদদাতা • কলকাতা |
চন্দননগরস্কুলে বেরিয়ে আর খোঁজ নেই নবম শ্রেণির এক ছাত্রের। বাড়ির লোকজন থানায় অভিযোগ করেছেন। চন্দননগরের স্ট্র্যান্ডে পাতালবাড়ির কাছে বুদ্দা ঘাট থেকে পুলিশ ওই ছাত্রের স্কুলের ইউনিফর্ম, বই-ভর্তি ব্যাগ, কিছু টাকা-সহ মানিব্যাগ উদ্ধার করেছে। ছাত্রের খোঁজ চলছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, চন্দননগরের রথের সড়ক সাহেববাগানের বাসিন্দা কানাইলাল বিদ্যামন্দিরের ছাত্র, বছর পনেরোর সোহম সিংহ গত বৃহস্পতিবার সকালে স্কুলে যাবে বলে বাড়ি থেকে বেরিয়েছিল। কিন্তু স্কুল ছুটি থাকায় সে বাড়ি না গিয়ে এক সহপাঠীর সঙ্গে স্থানীয় একটি সাইবার কাফেতে যায়। কিছু ক্ষণ কম্পিউটার নিয়ে নাড়াচাড়া করে বেরিয়ে যায় সেখান থেকে। তার সহপাঠী অবশ্য তখনও বসে ছিল ওই সাইবার কাফেতেই।
বিকেল গড়িয়ে সন্ধ্যা নামলে ছেলে বাড়িতে না আসায় খোঁজাখুজি শুরু করেন বাড়ির লোকজন। রাতে অভিযোগ জানান থানায়। এ দিকে, শুক্রবার সকালে স্থানীয় কিছু বাসিন্দা গঙ্গার পাড়ে স্কুলের পোশাক পড়ে থাকতে দেখে খবর দেন কানাইলাল বিদ্যামন্দিরের প্রধান শিক্ষককে। পুলিশ আসে। প্রাথমিক তদন্তে তাদের অনুমান, জামা-কাপড় ছেড়ে গঙ্গায় স্নান করতে নেমে তলিয়ে গিয়েছে সোহম। চন্দননগর থানার ওসি কিশোর সিংহচৌধুরীর নেতৃত্বে গঙ্গায় তল্লাশি চালানো হচ্ছে। তিন জন ডুবুরিও নামানো হয়েছে। সোহমের সহপাঠী ওই কিশোরের সঙ্গেও কথাবার্তা বলছে পুলিশ।
ফার্মাসিস্ট দিবস। এ বছরই প্রথম ২৫ সেপ্টেম্বর দিনটিকে ‘ফার্মাসিস্ট দিবস’ হিসাবে ঘোষণা করেছে কেন্দ্র সরকার। বুধবার এই উপলক্ষে বাগনানে বিশ্বদীপ হলে ফার্মাসিস্ট অ্যাসোসিয়েশনের হাওড়া শাখার তরফে এ দিন অনুষ্ঠানের আয়োজন করা হয়। |