টুকরো খবর
আলিমুদ্দিনে ঢুকতে বাধা সুদীপ্তর বাবাকে
আলিমুদ্দিনে ঢুকতে গিয়ে প্রাথমিক ভাবে বাধা পেয়েছেন বলে অভিযোগ করলেন প্রয়াত এসএফআই নেতা সুদীপ্ত গুপ্তর বাবা প্রণব গুপ্ত। সিপিএম সূত্রে খবর, শুক্রবার প্রণববাবু আলিমুদ্দিনে গিয়েছিলেন দলের রাজ্য সম্পাদক বিমান বসুর সঙ্গে দেখা করতে। সেখানে ঢুকতে গেলে কেন তিনি সাক্ষাতের জন্য আগাম সময় চাননি, এই প্রশ্ন তুলে সেখানকার প্রবেশদ্বারের প্রবীণ কর্মী প্রদীপ বসু তাঁকে অপমান করেন বলে অভিযোগ। ওই ঘটনায় প্রণববাবু অত্যন্ত বিচলিত ও ক্ষুব্ধ হন। কেঁদেও ফেলেন। পরে অবশ্য বিষয়টি বুঝতে পেরে অন্য পার্টি কর্মীরা তাঁকে দোতলায় নিয়ে যান। কথা বলে প্রণববাবুকে শান্ত করেন তাঁরা। তবে বিমানবাবুর সঙ্গে প্রণববাবুর দেখা হয়নি। দলীয় সূত্রের দাবি, বিমানবাবু সে সময় আলিমুদ্দিনে ছিলেন না। প্রণববাবু বলেন, “আমি কিছু চাইতে যাইনি। সুদীপ্তর মৃত্যুর সিবিআই তদন্ত ও দ্রুত বিচার চাই। সে জন্যই আলিমুদ্দিনে গিয়েছিলাম।” প্রণববাবুর বক্তব্য, সুদীপ্ত এসএফআই করলেও তিনি কখনও আলিমুদ্দিনে যাননি।

স্কুলে ফের ‘মারধর’ ছাত্রীকে
ফের দমদমের একটি স্কুলের এক ছাত্রীকে মারধর ও ভয় দেখানোর অভিযোগ উঠল। পুলিশ জানায়, দমদম মতিঝিল গার্লস স্কুলের চতুর্থ শ্রেণির ছাত্রী সুদেষ্ণা সরকারের মা মৌসুমী সরকার স্কুলের বিরুদ্ধে কর্তব্যে গাফিলতির অভিযোগ দায়ের করেছেন। তাঁর অভিযোগ, সুদেষ্ণাকে তার কিছু সহপাঠী স্কুলের মধ্যেই মারধর করেছে। পরের দিন সুদেষ্ণা যখন স্কুলে যায়, তখন ওই বন্ধুরাই মারপিটের ঘটনা কাউকে বললে পুলিশে ধরিয়ে দেবে বলে ভয় দেখায়। এই কথা স্কুলকে জানানো হলেও কর্তৃপক্ষ তাতে আমল দেননি বলে অভিযোগ মৌসুমীদেবীর। তিনি জানান, তাঁর মেয়ে এতটাই ভয় পেয়ে যায় যে, অসুস্থ হয়ে পড়ে। শ্বাসকষ্ট শুরু হওয়ায় তাকে হাসপাতালে ভর্তি করতে হয়। তবে কিছু শারীরিক পরীক্ষার পরে তাকে ছেড়ে দেওয়া হয়েছে। এর পরেই বৃহস্পতিবার মৌসুমীদেবী দমদমের কামারডাঙা ফাঁড়িতে অভিযোগ দায়ের করেন। যদিও স্কুল-কর্তৃপক্ষ অভিযোগ অস্বীকার করেছেন। প্রাথমিক বিভাগের প্রধান শিক্ষিকার কথায়, “প্রতিটি মেয়েকে আলাদা ভাবে নজরে রাখা হয়। বন্ধুদের সঙ্গে খেলতে গিয়ে হয়তো ঝামেলা হয়েছিল। পরে মেয়েটির মা স্কুলে আসায় সব মিটেও গিয়েছে। স্কুলের কোনও গাফিলতি নেই।” ব্যারাকপুর কমিশনারেটের এক পদস্থ কর্তা জানিয়েছেন, জেনারেল ডায়েরি হয়েছে। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।

গ্রেফতার দুই
নাবালিকা অপহরণের অভিযোগে গ্রেফতার হল দুই ব্যক্তি। বুধাবর, প্রগতি ময়দান থানা এলাকা ও পায়রাডাঙা থেকে ধরা হয় তাদের। ধৃতদের নাম নমিতা বিশ্বাস ও অখিল সরকার। মার্চ মাসে এক নাবালিকার অপহরণ হয়েছে বলে পরিবারের পক্ষ থেকে অভিযোগ দায়ের হয়। তদন্তে পুলিশ জানতে পারে, পাড়ার এক বাসনওয়ালির সঙ্গে তাকে শেষ দেখা গিয়েছিল। দু’দিনের মধ্যে ওই নাবালিকাকে পায়রাডাঙা থেকে উদ্ধার করা হয়। তার পরই অভিযুক্তের খোঁজে তল্লাশি চালিয়ে ধরা হয় নমিতাকে। তাকে জেরা করে নদিয়ার পায়রাডাঙা থেকে ধরা হয় অখিলকে। পুলিশের অনুমান, অভিযুক্তেরা পাচার চক্রের সঙ্গে জড়িত।

কর্মীকে মেরে লুঠ টাকা, ফোন
একটি বিদেশি মুদ্রা বিনিময় সংস্থার কর্মীকে মারধর করে কয়েক লক্ষ টাকা, মোবাইল ও মোটরবাইক ছিনতাইয়ের অভিযোগ উঠল। পুলিশ জানায়, বৃহস্পতিবার এক ব্যক্তি ঠাকুরপুকুরের ওই সংস্থায় ফোন করে ইউরো বদলাতে চেয়ে কাউকে পাঠাতে বলেন। কথা মতো ওই সংস্থার মালিকের ভাই প্রান্ত কুণ্ডু কয়েক লক্ষ টাকা নিয়ে বাগবাজারে নির্দিষ্ট স্থানে পৌঁছলে এই ঘটনা ঘটে বলে অভিযোগ। প্রান্তবাবুর অভিযোগ, বাগবাজারে পৌঁছলে এক যুবক তাঁকে শান্তি ঘোষ স্ট্রিটে চা খেতে নিয়ে যায়। তার পরে সে ও তার সঙ্গীরা তাঁর মাথায় আগ্নেয়াস্ত্র ঠেকিয়ে টাকা, মোবাইল ও বাইক ছিনিয়ে পালায়। গোয়েন্দাদের অনুমান, দুষ্কৃতীরা জানত এক জন কর্মী টাকা নিয়ে আসবেন। তাই লুঠের জন্য অপেক্ষাকৃত নির্জন শান্তি ঘোষ স্ট্রিট বেছে নেয়। পুলিশ জানায়, যে নম্বর থেকে ফোন এসেছিল, সেটি খতিয়ে দেখা হচ্ছে। দুষ্কৃতীদের স্কেচ আঁকা হচ্ছে।

ছুরিতেই মৃত্যু, বলছেন তদন্তকারীরা
বন্ধুর ছুরির কোপেই পাটুলির শ্রীকলোনির বাসিন্দা মীনাক্ষী দত্ত চৌধুরীর মৃত্যু হয়েছে। তদন্তকারীদের বক্তব্য, মীনাক্ষীকে মারার পরে তাঁর বন্ধু সরোজ কীটনাশক খেয়ে আত্মহত্যার চেষ্টা করেন। ময়না-তদন্তের প্রাথমিক রিপোর্ট অনুযায়ী, মীনাক্ষীর দেহে একাধিক ধারালো অস্ত্রের চিহ্ন রয়েছে। তদন্তকারীরা জানান, তাঁর হাতের কব্জি থেকে কনুই পর্যন্ত একাধিক কালশিটের দাগ ও ক্ষতচিহ্ন মিলেছে। পুলিশের অনুমান, সরোজের হাত থেকে বাঁচার চেষ্টা করেছিলেন মীনাক্ষী। হাসপাতালে চিকিৎসাধীন সরোজের অবস্থার কিছুটা উন্নতি হয়েছে বলে চিকিৎসকেরা জানিয়েছেন। তদন্তকারীরা তাঁকে জিজ্ঞাসাবাদও করেছেন।

পুরনো খবর:

ফাটল বিমানের চাকা
রানওয়েতে গিয়ে ফেটে গেল চাকা। শব্দ শুনে পাইলট ভেবেছিলেন, পাখির সঙ্গে ধাক্কা লেগেছে। ৯২ জন যাত্রীকে নিয়ে গো এয়ারের কলকাতা-গুয়াহাটি রুটের বিমানটি ফিরে এলে দেখা যায় পিছনের চাকা ফেটেছে। নামিয়ে আনা হয় যাত্রীদের। প্রায় চার ঘণ্টা বিমানবন্দরে অপেক্ষা করার পরে চাকা সারিয়ে বিমানটি ফের উড়ে যায়।

অস্ত্র-সহ ধৃত ৫
অস্ত্র-সহ গ্রেফতার হল পাঁচ দুষ্কৃতী। বৃহস্পতিবার রাতে হরিশ পার্কের সামনে থেকে ধরা হয় তাদের। ধৃতদের সকলেরই বাড়ি দক্ষিণ ২৪ পরগনায়। তাদের কাছে মিলেছে ভোজালি, লোহার রড। প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান, স্থানীয় একটি সোনার দোকানে ডাকাতির উদ্দেশ্যে ওই দুষ্কৃতীরা হরিশ পার্কে জড়ো হয়েছিল।
 
 
 


First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.