|
|
|
|
এনআইটি হস্টেলে ছাত্রের অপমৃত্যু
নিজস্ব সংবাদদাতা • দুর্গাপুর |
দ্বিতীয় বর্ষের এক ছাত্রের দেহ মিলল দুর্গাপুরের ন্যাশনাল ইনস্টিটিউট অফ টেকনোলজি-র (এনআইটি) ক্যাম্পাস থেকে। শুক্রবার সকালে বিজয় রায় (২১) নামে ওই পড়ুয়ার দেহ উদ্ধার করে ময়নাতদন্ত ও ফরেন্সিক পরীক্ষার জন্য পাঠিয়েছে পুলিশ। ওই ছাত্রের বাড়ি, উত্তরপ্রদেশের ফতেপুরে খবর পাঠানো হয়েছে বলে জানিয়েছেন এনআইটি কর্তৃপক্ষ।
পুলিশ ও এনআইটি সূত্রে জানা গিয়েছে, বায়ো-টেকনোলজি বিভাগের দ্বিতীয় বর্ষের ওই পড়ুয়া থাকতেন এনআইটি-র এক নম্বর ছাত্রাবাস বা নেতাজি সুভাষ হলে। তাঁর ঘরের আনন্দ কুমার, রবি কুমারেরা জানান, গান খুব প্রিয় ছিল বিজয়ের। মাঝে মধ্যেই এনআইটি মিউজিক ক্লাবে যেত। বৃহস্পতিবার রাতেও সেখানে গিয়েছিল সে। রাত বাড়লেও বিজয় ঘরে না ফেরায় তার রুমমেটরা মনে করে, অন্য কারও ঘরে হয়তো ঘুমিয়ে পড়েছে সে। পরে শুক্রবার সকালে এক ও দুই নম্বর ছাত্রাবাসের মাঝে তাঁর দেহ পড়ে থাকতে দেখে অন্যান্য ছাত্ররা। পুলিশের প্রাথমিক অনুমান, কোনও ভাবে ছাত্রবাসের উপর থেকে নীচে পড়ে মৃত্যু হয়েছে হয়েছে ওই যুবকের। দেহটি দুর্গাপুর মহকুমা হাসপাতালে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। ফরেন্সিক পরীক্ষা হবে বর্ধমানে। আসানসোল-দুর্গাপুর কমিশনারেটের এডিসিপি (পূর্ব) সুনীল যাদব জানান, দেহের কোথাও আঘাতের চিহ্ন নেই। প্রাথমিক ভাবে খুনের ঘটনা নয় বলেই মনে হচ্ছে। তিনি বলেন, “ময়নাতদন্ত ও ফরেন্সিক পরীক্ষার রিপোর্ট না পেলে মৃত্যুর কারণ জানা সম্ভব নয়। এখনও এনআইটি কর্তৃপক্ষ বা মৃতের পরিবারের তরফে কোনও অভিযোগ জমা পড়েনি।” এনআইটির রেজিস্ট্রার পিএস সাঁধু জানিয়েছেন, ইতিমধ্যেই ওই পড়ুয়ার বাড়িতে খবর পাঠানো হয়েছে। বৃহস্পতিবার রাতে ছাত্রাবাসে মারপিট বা অশান্তি হয়েছিল কিনা তা খোঁজ নিয়ে দেখা হচ্ছে।
তবে প্রথম ও দ্বিতীয় বর্ষের একাংশ পড়ুয়া ঘটনার সঙ্গে র্যাগিংয়ের যোগ ছিল কিনা তা দেখার দাবি জানিয়েছে। তারা জানায়, ২২ অগস্ট র্যাগিংয়ের বিরোধীতা করায় এই হস্টেলেরই দ্বিতীয় বর্ষের এক ছাত্রকে সহপাঠীরা এতটা উত্যক্ত করে যে ওই সহপাঠীর উপর ছুরি নিয়ে হামলা করে ছেলেটি। হাসপাতালে ভর্তিও করতে হয় ওই ছাত্রকে। এ দিনও সেরকম ঘটেছিল কি না তা খতিয়ে দেখার দাবি জানায় তারা। |
|
|
|
|
|