|
|
|
|
আজ খুলছে ক্রাইস্ট চার্চ স্কুল |
নিজস্ব সংবাদদাতা |
তাণ্ডবের দু’সপ্তাহ পরে আজ, শুক্রবার খুলছে দমদমের ক্রাইস্ট চার্চ স্কুল।
চার্চ অফ নর্থ ইন্ডিয়ার (সিএনআই) কলকাতার বিশপ অশোক বিশ্বাস বৃহস্পতিবার বলেন, “শুক্রবার সকাল ১০টায় স্কুল খুলবে। প্রধান শিক্ষিকা হেলেন সরকার ছুটিতে থাকায় দায়িত্বে থাকবেন সহকারী প্রধান শিক্ষিকা সীমন্তী গঞ্জালভেস।” এ দিন স্কুল-কর্তৃপক্ষের সঙ্গে এক বৈঠকে এই সিদ্ধান্ত হয়। স্কুলের প্রধান ফটকে এই নোটিস ঝুলিয়ে দেওয়া হয়েছে। |
|
সীমন্তীদেবী জানান, স্কুল চালু হলেও হস্টেল খুলবে রবিবার। সোমবার থেকে হস্টেলের আবাসিকেরাও ক্লাস করতে পারবে। এ দিন বৈঠকের শুরুতেই ঐন্দ্রিলা দাসের অকাল মৃত্যুতে শোকপ্রকাশ করেন কলকাতার বিশপ। তিনি বলেন, “প্রধান শিক্ষিকা ছুটিতে আছেন। ফিরে এসে দায়িত্ব নেবেন।” চার্চ অফ নর্থ ইন্ডিয়ার কলকাতা ডায়োসেসের সাম্মানিক সচিব আবির অধিকারী বলেন, “স্কুল খুললেও কিছু দিন পুলিশ পিকেট থাকবে। স্কুলের নিজস্ব নিরাপত্তা ব্যবস্থাও ঢেলে সাজার পরিকল্পনা হচ্ছে।” এ দিন স্কুলে গিয়ে দেখা যায়, সর্বত্র ছড়িয়ে থাকা ভাঙা কাচের টুকরো সরিয়ে ফেলা হয়েছে। ভাঙা চেয়ার-টেবিল সারানোর কাজ চলছে।
স্কুল খোলার খবরে খুশি ঐন্দ্রিলার বাবা শান্তনু দাস। এ দিন স্কুলের সামনে দাঁড়িয়ে এক অভিভাবক সমীর ধর বলেন, “ঘটনার পরে কয়েক জন অভিভাবক মিলে একটা ফোরাম তৈরি করেছি। আমরা চাই স্কুলের বিরুদ্ধে কোনও ক্ষোভ থাকলে ফোরামই তা পরিচালন সমিতির সঙ্গে আলোচনা করবে। এতে সমস্যা গভীরে যাওয়ার আগেই সমাধান হতে পারে।” স্কুল খোলার খবরে একাদশ শ্রেণির বাণিজ্য বিভাগের ছাত্রী অন্তরা বন্দ্যোপাধ্যায় বলে, “একটা দুশ্চিন্তা ছিল। কাল থেকে স্কুলে আসতে পারব জেনে ভাল লাগছে। তবে ঐন্দ্রিলার জন্য মনটা খুব খারাপ।”
|
পুরনো খবর:
• ক্রাইস্ট চার্চে বৈঠক
• স্কুল খুলবে পুজোর আগেই, শুরু হল মেরামতি |
|
|
|
|
|