টুকরো খবর
ক্রাইস্ট চার্চে বৈঠক
ক্রাইস্ট চার্চ স্কুল খোলা নিয়ে আজ, বৃহস্পতিবার স্কুলের পরিচালন সমিতির সঙ্গে শিক্ষিকাদের বৈঠক। বুধবার চার্চ অফ নর্থ ইন্ডিয়ার কলকাতা ডায়োসেসের সাম্মানিক সচিব আবির অধিকারী বলেন, “বৃহস্পতিবার সকালে স্কুলে বৈঠক হবে। সেখানেই স্কুল খোলার দিন ঠিক হবে।” বুধবার সারা দিন চলেছে স্কুল সাফাই ও আসবাব মেরামতি। আবিরবাবু জানান, যুদ্ধকালীন তৎপরতায় কাজ হচ্ছে। ভাঙচুরের ঘটনার ১৩ দিন পরে মঙ্গলবার থেকে কাজ শুরু হয়। পুলিশি ও ফরেন্সিক তদন্ত শেষ হওয়ার পরে পুলিশের অনুমতি নিয়েই কাজ শুরু করেন স্কুল কর্তৃপক্ষ।

পুরনো খবর:
সম্প্রীতির লক্ষ্যে বইমেলা
তিস্তার জল চুক্তি ও স্থলসীমান্ত চুক্তি না হওয়ায় বাংলাদেশের মানুষ হতাশ। কিন্তু তার ধাক্কায় দুই বাংলার সম্প্রীতিতে যেন টোল না পড়ে। সেই উদ্দেশ্যেই আরও এক বইমেলা। কলকাতার গগণেন্দ্র শিল্প প্রদর্শশালায় এই মেলায় ২৫ শতাংশ ছাড়ে মিলবে ২৮টি প্রকাশনার শুধুই বাংলাদেশের বই। বৃহস্পতিবার রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু মেলার সূচনা করবেন। থাকছেন দুই বাংলার শিল্পী-সাহিত্যিকরা। বাংলাদেশের ডেপুটি হাই কমিশনার আবিদা ইসলাম জানান, আগের দু’বছর কলকাতার মানুষ বাংলাদেশের বই কেনায় উপচে পড়া আগ্রহ দেখিয়েছেন। এ বারেও যে তার অন্যথা হবে না, সে বিষয়ে তিনি নিশ্চিত। বাংলাদেশের প্রকাশক সমিতির সভাপতি ওসমান গণি জানান, তাঁদের সাম্প্রতিক প্রকাশিত বইগুলিই থাকছে এই মেলায়। এ বাংলায় বইয়ের রফতানি বাড়াতে কলকাতার বই-ব্যবসায়ীদের সঙ্গেও তাঁরা আলোচনায় বসছেন। মেলা চলবে ২ অক্টোবর পর্যন্ত।

ফাইলের স্তূপে পুরনো শংসাপত্র
মহাকরণ থেকে পরিবহণ দফতরের স্থান বদলের সময় ফাইলের স্তূপের তলা থেকে উদ্ধার হয়েছে জাহাজ মন্ত্রকের অন্তর্গত ‘মার্কেন্টাইল মেরিন ডিপার্টমেন্ট, কলকাতা’ (এমএমডি)-র দেওয়া ৪৪টি শংসাপত্র। জাহাজ মন্ত্রকের পরীক্ষায় সফল প্রার্থীদের এই শংসাপত্র দেওয়া হয়। ওই শংসাপত্রগুলি ১০-১১ বছরের পুরনো। কিন্তু সেগুলি তখনকার সফল প্রার্থীদের হাতে পৌঁছয়নি। উধাও হয়ে গিয়েছিল। এত বছর পরে খুঁজে পাওয়া সেই সব শংসাপত্র এমএমডি-র প্রিন্সিপাল অফিসার তথা জয়েন্ট ডিজি (শিপিং) ক্যাপ্টেন সুভাষচন্দ্র মণ্ডলের হাতে তুলে দিয়েছেন পরিবহণমন্ত্রী মদন মিত্র। মন্ত্রী বুধবার বলেন, “এমএমডি অনেক বার এই শংসাপত্রগুলির কথা বলেছে। কিন্তু এত কাগজের মধ্যে তা খুঁজে পাওয়া যায়নি। শেষ পর্যন্ত বাড়ি বদলের জেরে খুঁজে পেলাম।”

শক্তিরূপেণ
— নিজস্ব চিত্র।
নারী শক্তির আধার। তবে শক্তি প্রকাশে প্রয়োজন সচেতনতা। পুজোর মরসুমে সচেতনতা প্রচারে কর্মসূচি নিয়েছে ‘আনন্দবাজার পত্রিকা’ এবং ‘অম্বুজা সিমেন্ট’। নাম ‘শক্তিরূপেণ’। এতে প্রচার হবে টোল ফ্রি নম্বর ০২২৩৩৫৯৮৫৮৫। উদ্যোক্তারা জানালেন, এই নম্বরে কোনও মহিলা মিসড কল দিলে তাঁর কাছে যাবে এসএমএস। যা দেখালে কলকাতার যে কোনও ‘কাফে কফি ডে’ বা ‘বিগবাজার’ থেকে মিলবে ‘শক্তিরূপেণ ব্যাজ।’ পরে ওই মহিলাদের মধ্যে কয়েক জনকে বেছে নিখরচায় আত্মরক্ষার নানা পদ্ধতি প্রশিক্ষণ এবং নারী অধিকার সংক্রান্ত আইনি পাঠ দেওয়া হবে। কর্মসূচিতে যোগ দিয়েছেন অভিনেত্রী রাইমা সেন। এই উপলক্ষে বুধবার আনন্দবাজার পত্রিকার দফতরে আয়োজিত এক সাংবাদিক বৈঠকে এসেছিলেন তিনি।

মেট্রো লাইনে যাত্রী
শ্যামবাজার মেট্রো স্টেশনে সোমবার দুপুরে এক যুবক আচমকা প্ল্যাটফর্ম থেকে লাইনে পড়ে যান। তখন অবশ্য কোনও ট্রেন ছিল না। এ দিকে, লাইনে এক জনকে পড়ে যেতে দেখে যাত্রীরা চিৎকার শুরু করেন। আরপিএফ ও মেট্রো কর্মীরা ওই যাত্রীকে উদ্ধার করেন। মেট্রো সূত্রে খবর, ওই ব্যক্তি জানিয়েছেন, হঠাৎ তাঁর মাথা ঘুরে গিয়েছিল। পরে ওই ব্যক্তির দমদমের বাড়িতে খবর পাঠানো হয়। বাড়ির লোক এসে তাঁকে নিয়ে যান। লাইনে পড়ে ওই ব্যক্তি সামান্য চোট পেয়েছেন। এই ঘটনায় মেট্রো চলাচলে বিঘ্ন ঘটেনি।

আগ্নেয়াস্ত্র-সহ ধৃত
আগ্নেয়াস্ত্র-সহ ধরা পড়ল দুই দুষ্কৃতী। মঙ্গলবার, কেষ্টপুর খালপাড় থেকে। ধৃতদের নাম সফিকুল হক ওরফে বাবু এবং ইছা মোল্লা। মিলেছে একটি পাইপগান ও কুড়ি হাজার টাকার জাল নোট। বুধবার সল্টলেক এসিজেএম আদালত ধৃতদের পুলিশি হেফাজত দেয়।

চালককে মারধর
একটি ট্রাককে ওভারটেক করার অভিযোগে এক অ্যাম্বুল্যান্স চালককে মারধরের অভিযোগ উঠল এক ট্রাফিক সার্জেন্টের বিরুদ্ধে। বুধবার, লিলুয়া থানার পাকুড়িয়া মোড়ে। আশঙ্কাজনক অবস্থায় ওই চালক হাসপাতালে। প্রতিবাদে আধ ঘণ্টা ৬ নম্বর জাতীয় সড়ক অবরোধ করেন স্থানীয়েরা।
 
 
 


First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.