সঙ্গীতশিল্পী মান্না দে-র ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে টাকা সরানোর অভিযোগ খতিয়ে দেখতে অ্যাকাউন্টের খুঁটিনাটি যাচাই করতে চায় কলকাতা হাইকোর্ট। তাই নথি তলব করেছে তারা।
স্টেট ব্যাঙ্কের বিবেকানন্দ রোড শাখায় মান্নাবাবু ও তাঁর ভাইপো তড়িৎ দে-র নামে একটি জয়েন্ট অ্যাকাউন্টটি ঘিরেই যত গোলমাল। ৯৪ বছরের সঙ্গীতশিল্পী গত চার মাস ধরে বেঙ্গালুরুর একটি হাসপাতালের আইসিইউ-এ আছেন। মান্নাবাবুর ছোট মেয়ে সুমিতা ও জামাই জ্ঞানরঞ্জন দেবের তরফে জুলাইয়ে ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে টাকা সরানো নিয়ে তড়িৎবাবুর বিরুদ্ধে গিরিশ পার্ক থানায় অভিযোগ দায়ের করা হয়।
সেই অভিযোগ হাইকোর্ট পর্যন্ত গড়িয়েছে। মান্নাবাবুর মতো সম্মাননীয় ব্যক্তির পারিবারিক বিষয় নিয়ে প্রকাশ্যে জল ঘোলা করার পক্ষপাতী নয় হাইকোর্ট। সরকারি আইনজীবী অশোক বন্দ্যোপাধ্যায় আরও কিছুটা সময় চান। তাঁরও আশা, আলোচনার মধ্যেই বিষয়টি মিটে যেতে পারে।
মান্নাবাবুর টিপসই সংবলিত একটি অভিযোগপত্র ইতিমধ্যে লালবাজারে জমা পড়েছে। অভিযোগ, সরানো হয় ৩০ লক্ষেরও বেশি টাকা। তড়িৎবাবু মান্নাবাবুকে না-জানিয়ে টাকা সরানোর বিষয়টি অস্বীকার করেন। মান্নাবাবুর মেয়ে-জামাইয়ের দাবি, জ্ঞানরঞ্জনবাবুর মোবাইলে এসএমএস করে ব্যক্তিগত প্রয়োজনে জয়েন্ট অ্যাকাউন্টের টাকা সরানোর বিষয়টি তড়িৎবাবু স্বীকার করেন। তড়িৎবাবু এই অভিযোগ মানতে চাননি। তদন্তে কলকাতা পুলিশ গিয়েছে বেঙ্গালুরুতে। ফের শুনানি হওয়ার কথা সোমবার।
|