এক ছাদের নীচে বয়স্কদের চিকিৎসা ও সঞ্চয়-সংক্রান্ত পরামর্শ। মজাদার সব কর্মশালার মোড়কে প্রবীণদের শরীরে-মন সচল রাখার রকমারি দাওয়াই। বেড়ানোর জন্য বা অতিবৃদ্ধদের পরিচর্যায় দরকারি সরঞ্জাম কিনতেও ছাড়ের সুবিধা থাকছে। এই প্রবীণ-মেলার পোশাকি নাম ‘রিটায়ারমেন্ট ইন্ডিয়া এক্সপো’। সোমবার, ১ অক্টোবর আন্তর্জাতিক প্রবীণ দিবস। তার প্রাক্কালে শুক্র, শনিবার দু’দিন ধরে মেফেয়ার রোডের পঞ্জাব বেরাদরি ভবনে বসছে এই এক্সপো। কিছু বৃদ্ধাবাস, রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্ক, বীমা সংস্থা, ভ্রমণ সংস্থা থেকে শুরু করে বয়স্কদের চিকিৎসার সরঞ্জাম বিক্রয়কারী বিভিন্ন সংস্থাও সেখানে থাকবে। এমন আসর কলকাতায় এই প্রথম।
|
প্রাক্তন প্রেমিকা খুনে যাবজ্জীবন |
কেরোসিন ঢেলে প্রাক্তন প্রেমিকাকে পুড়িয়ে মারার অপরাধে এক যুবককে যাবজ্জীবন কারাদণ্ড দিল আলিপুর আদালত। বৃহস্পতিবার ফাস্ট ট্র্যাক কোর্ট (সপ্তম)-এর বিচারক অনির্বাণ রায় এই রায় ঘোষণা করেন। সরকারি আইনজীবী সোমনাথ বসু জানান, অভিযুক্ত কৌশিক ওরফে সানি দেবনাথের সঙ্গে পিঙ্কি নামে ওই তরুণীর সম্পর্ক ছিল। পরে তা ভেঙে যায়। অন্যত্র বিয়েও হয় পিঙ্কির। অভিযোগ, সানি ক্রমাগত হুমকি দিত পিঙ্কিকে। এক দিন সানি তাঁকে তুলে নিয়ে গিয়ে গায়ে কেরোসিন ঢেলে আগুন ধরিয়ে দেয়। ঘটনাটি ২০০৬ সালের। মৃত্যুকালীন জবানবন্দিতে পিঙ্কি সব জানিয়েছিলেন। |
বেলেঘাটার লি কলিন্স বয়েজ হোম থেকে নিখোঁজ নবম শ্রেণির ছাত্র শান্তনু মণ্ডলের মা-বাবা অবশেষে রাজ্য মানবাধিকার কমিশনের দ্বারস্থ হলেন। ১৮ দিন কেটে গেলেও হোম কর্তৃপক্ষ বা পুলিশের তরফে শান্তনুকে খুঁজে বার করার ব্যাপারে সাহায্য করা হয়নি বলে অভিযোগ করেন তাঁরা। রেজিস্ট্রার রবীন্দ্রনাথ সামন্ত জানিয়েছেন, কমিশনের চেয়ারম্যান, অবসরপ্রাপ্ত বিচারপতি অশোককুমার গঙ্গোপাধ্যায় বিষয়টি তদন্ত করে কমিশনের এডিজি এল এল ডঙ্গলকে দু’সপ্তাহে রিপোর্ট দিতে বলেছেন। |