টুকরো খবর
জঙ্গি প্রশিক্ষণ শিবিরে মৃত্যু হল বালকের
লাতেহারের জঙ্গলে মাওবাদীদের অস্ত্র-প্রশিক্ষণ শিবিরে বিস্ফোরণে মৃত্যু হল এক বালকের। বুধবার সকালে ছেলেটির দেহ পরিজনদের হাতে তুলে দেয় জঙ্গিরা। পুলিশকে কোনও কথা না-জানানোর হুমকিও দিয়ে যায় তারা। মাওবাদী ‘নির্দেশ’ মেনে দেহটি কবর দেওয়া হয়েছিল। খবর পেয়ে বুধবার সন্ধ্যায় কবর খুঁড়ে দেহটি উদ্ধার করে পুলিশ। আজ সেটির ময়না তদন্ত করা হয়। পুলিশ জানিয়েছে, নিহত বালকের নাম পরদেশি লোহরা (১০)। হেরহঞ্জ থানা এলাকার বন্দুয়া গ্রামে তার বাড়ি। গ্রামবাসীরা পুলিশকে জানিয়েছেন, গত শুক্রবার ওই গ্রাম থেকে মোট ১০ জন যুবক, বালককে জঙ্গলে নিয়ে যায় মাওবাদীরা। সশস্ত্র জঙ্গিদলের হয়ে কাজে নামাতেই সকলকে নিয়ে যাওয়া হয়েছিল। জঙ্গলে অস্ত্র প্রশিক্ষণ দেওয়া হচ্ছিল তাদের। বোমা তৈরিও শেখানো হচ্ছিল। ওই সময়ই বিস্ফোরণে বালকটির মৃত্যু হয়। জেলার পুলিশ সুপার জানান, বিস্ফোরণের পর জঙ্গিদের চোখে ধুলো দিয়ে অপহৃতদের পাঁচজন পালিয়ে গিয়েছে। তবে এখনও তাঁরা গ্রামে ফিরতে পারেনি। একজন যুবক এবং তিনটি বাচ্চা জঙ্গিদের ডেরায় আটক রয়েছে। তাদের খোঁজে তল্লাশি শুরু করেছে পুলিশ। ঘটনায় আশঙ্কা ছড়িয়েছে বন্দুয়া গ্রামে। গ্রামবাসীদের বক্তব্য, দল গড়তে এভাবেই ছেলেমেয়েদের নিয়ে যায় জঙ্গিরা। নগদ টাকা, মোবাইল ফোন, বাইকের লোভ দেখানো হয়।

পারিবারিক বিবাদে বাঁকায় খুন চারজন
পারিবারিক বিবাদের জেরে খুন হলেন দু’টি পরিবারের চারজন। আজ সকালে বাঁকা জেলার শম্ভুগঞ্জ থানার মাঝগাঁও গ্রামে ঘটনাটি ঘটে। পুলিশ জানিয়েছে, জমি দখলেকে কেন্দ্র করে দু’টি পরিবারের মধ্যে বিবাদ চলছিল। তার জেরে এক দশক আগে খুন হন রবীন্দ্র যাদবের ছেলে। অভিযোগ উঠেছিল নিহতের আত্মীয় শঙ্কর এবং পঙ্কজ যাদবের দিকে। অভিযুক্তরা ঘটনার পরই ফেরার হয়ে যায়। কিছুদিন পর রবীন্দ্রবাবুর এক ভাইও খুন হন। এরপর গ্রেফতার করা হয় শঙ্কর এবং পঙ্কজ যাদবকে। পুলিশ সূত্রের খবর, কয়েকদিন আগে শঙ্কর এবং তার ভাই পঙ্কজ জেল থেকে ছাড়া পায়। আজ সকালে রবীন্দ্রবাবুর ছেলে আমন কুমারকে তারা খুন করে বলে অভিযোগ। এই ঘটনার পরই শঙ্করদের বাড়িতে হামলা চালায় রবীন্দ্রবাবুরা। অভিযোগ, গুলিতে ওই পরিবারের এক বৃদ্ধা, ২৮ বছরের এক মহিলা এবং বছরখানেকের একটি শিশুর মৃত্যু হয়। বাঁকার এসডিপিও শশীশঙ্কর কুমার বলেন, “এখনও কেউ গ্রেফতার হয়নি। পুরনো বিবাদের জেরেই ওই ঘটনা ঘটেছে। অভিযুক্তদের খোঁজ চলছে।”

কয়লার ফাইল নিয়ে তদন্ত শুরু
কয়লা কেলেঙ্কারির উধাও ফাইল নিয়ে তদন্ত শুরু করবে সিবিআই। বৃহস্পতিবার কয়লা মন্ত্রকের অফিসারদের সঙ্গে সিবিআই কর্তাদের বৈঠকের পরে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। কয়েক দিনের মধ্যেই আনুষ্ঠানিক ভাবে প্রাথমিক তদন্ত শুরু হবে। ২০০৬ থেকে ২০০৯ সালের মধ্যে কয়লাখনি বণ্টনে অনিয়মের অভিযোগ উঠেছে। সুপ্রিম কোর্টের নজরদারিতে তা নিয়ে তদন্ত করছে সিবিআই। ওই কেলেঙ্কারি সংক্রান্ত কয়েকটি ফাইল কয়লা মন্ত্রক থেকে উধাও হয়ে যাওয়ার খবর সংবাদমাধ্যমে প্রকাশিত হওয়ায় চাঞ্চল্য দেখা দেয়। বৃহস্পতিবারের বৈঠকে স্থির হয়েছে, ১৬ থেকে ১৮টি ফাইলের কোনও খোঁজ পাওয়া যাচ্ছে না। সেগুলি নিয়েই তদন্ত হবে।

পুরনো খবর:
প্রধানমন্ত্রী পদপ্রার্থী ঘোষণায় বিজেপির চাপ
শেষ পর্যন্ত প্রধানমন্ত্রী পদপ্রার্থী ঘোষণা করার জন্য কংগ্রেসের উপর চাপ তৈরি করল বিজেপি। আজ গুয়াহাটিতে এক সাংবাদিক সম্মেলনে বিজেপি সভাপতি রাজনাথ সিংহ কংগ্রেসের দিকে এই চ্যালেঞ্জ ছুড়ে দিয়ে বলেন, “ক্ষমতায় এলে কে তাঁদের প্রধানমন্ত্রী হবেন কংগ্রেস অবিলম্বে তা ঘোষণা করুক।” তাঁর বক্তব্য, প্রধানমন্ত্রী পদপ্রার্থী নিয়ে বিরোধ-বিতর্ক বা লুকোছাপা আসলে বিজেপিতে নেই, কংগ্রেসেই রয়েছে। অসমের মুখ্যমন্ত্রী সম্প্রতি মন্তব্য করেন, “অসমে মোদি ম্যাজিক মোটেই কাজ করবে না।” সে প্রসঙ্গে রাজনাথ বলেন, “ভোটে ম্যাজিক করে কংগ্রেস। মোদি কাজ করে দেখান। আমাদের প্রধানমন্ত্রী কে হবে তা তো ঘোষণা হয়ে গিয়েছে। কংগ্রেসই তা করে দেখাতে পারছে না।” বিজেপি সভাপতি বলেন, “আমরা মনে করি, প্রধানমন্ত্রী পদপ্রার্থীর নাম ভোটের ছয় থেকে আট মাস আগে ঘোষণা করা কর্তব্য। মানুষকে প্রয়োজনী মূল্যায়ন করার জন্য সময় দেওয়া উচিত। কংগ্রেসের উচিত এখনই তাদের প্রার্থীর নাম ঘোষণা করা।”

সরতে চান অফিসার
পুলিশের কাজে রাজনৈতিক হস্তক্ষেপের অভিযোগ তুলে কেন্দ্রীয় ডেপুটেশনে চলে যেতে চাইলেন উত্তরপ্রদেশ পুলিশের (এডিজিপি) অরুণ কুমার। বৃহস্পতিবার এ কথা জানিয়েছেন তিনি। গোষ্ঠী সংঘর্ষে বিধ্বস্ত মুজফ্ফরনগরের দায়িত্বে ছিলেন তিনিই। অরুণ কুমারের এই সিদ্ধান্তে অস্বস্তিতে পড়েছে অখিলেশ যাদব সরকার। এ দিনই মুজফ্ফরনগরে সংঘর্ষ সংক্রান্ত সব মামলা ইলাহাবাদ হাইকোর্ট থেকে সুপ্রিম কোর্টে সরিয়ে নিয়ে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে প্রধান বিচারপতি পি সদাশিবমের নেতৃত্বাধীন বেঞ্চ। শুনানির সময়ে একে অপরকে সাহায্য করেছে কেন্দ্র ও উত্তরপ্রদেশ সরকার। কেন্দ্র জানিয়েছে, আইন-শৃঙ্খলা রাজ্যের দায়িত্ব। তাতে তারা হস্তক্ষেপ করবে না। মুজফ্ফরনগরে গোষ্ঠী সংঘর্ষে ক্ষতিগ্রস্তদের ‘বিশেষ অবসরভাতা’ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে অখিলেশ যাদব সরকার। নিহতদের পরিবার ও আহতদের ৪০০ থেকে ৫০০ টাকা হিসেবে রানি লক্ষ্মীবাই অবসরভাতা প্রকল্পের অধীনে ভাতা দেওয়া হবে বলে সরকারি সূত্রে খবর।

ত্রিপুরা বিধানসভার সুবর্ণ জয়ন্তীতে মীরা কুমার
ত্রিপুরা বিধানসভার সুবর্ণ জয়ন্তী উৎসবের দ্বিতীয় পর্যায়ের সূচনা করলেন লোকসভার অধ্যক্ষ মীরা কুমার। বুধবার আগরতলার টাউনহলে ‘ত্রিপুরায় রাজতন্ত্র থেকে গণতন্ত্র’ শীর্ষক এক আলোচনাতেও তিনি যোগ দেন। রাজ-শাসিত ত্রিপুরায় গণতন্ত্রের উত্তরণে রাজ্যবাসীর আগ্রহ এবং উৎসাহের ঐতিহাসিক প্রেক্ষাপটের প্রশংসা করে মীরা কুমার বলেন, ‘‘ত্রিপুরায় লোকতান্ত্রিক শাসন ব্যবস্থা আজ সুদৃঢ়। লোকতান্ত্রিক আদর্শের প্রতি রাজ্যবাসীর দায়বদ্ধতাই ছোট্ট, সবুজ, পাহাড় ঘেরা অঞ্চলটিকে পূর্ণ রাজ্যের মর্যাদায় উন্নীত করেছে।”

জওয়ানের মৃত্যু নিয়ে উত্তেজনা
জম্মুতে এক সিআরপি জওয়ানের মৃত্যুর কারণ জানতে চেয়ে বিক্ষোভ দেখালেন তাঁর পরিজনরা। গতকাল বিকেলে অসমের বাসিন্দা ওই জওয়ানের শেষকৃত্যের সময় উত্তেজনা ছড়ায়। সোমবার জম্মু পুলিশ জানিয়েছিল, পুলিশের কন্ট্রোল-রুমে অনিচ্ছাকৃত একটি দুর্ঘটনায় গুলির আঘাতে মৃত্যু হয় অসমের কামরূপের রৌমারির বাসিন্দা আকবর আলির। তাঁর পরিবারের অভিযোগ, সিআরপি কর্তৃপক্ষ এ বিষয়ে স্পষ্টভাবে কিছু জানায়নি। তাঁদের সন্দেহ, আকবরের মৃত্যুর পিছনে কোনও রহস্য রয়েছে।

অপহৃতের দেহ উদ্ধার
অপহৃত টাংখুল নাগা নেতার মৃতদেহ উদ্ধার হল। মণিপুরের উখরুল জেলায়। পুলিশ জানিয়েছে, টাংখুল নাগা গোষ্ঠীর আসন্ন প্রধান নির্বাচনে প্রার্থী ছিলেন জোনাথন কাসুং। ১৩ সেপ্টেম্বর ফুংগ্রেইটাং এলাকা থেকে অজ্ঞাতপরিচয় দুষ্কৃতীরা তাঁকে অপহরণ করে। গতকাল উখরুলের বাইরে টোল্লোই-খাইসাট এলাকার এক জঙ্গল থেকে জোনাথনের দেহ উদ্ধার করা হয়। মৃতদেহের কপাল ও বুকে গুলি করা হয়েছে। অভিযোগের আঙুল এনএসসিএন (আইএম)-এর দিকে।

মুম্বই গণধর্ষণ মামলায় চার্জশিট
মুম্বইয়ে চিত্রসাংবাদিকের গণধর্ষণের মামলায় চার্জশিট দিল পুলিশ। বৃহস্পতিবার মুম্বইয়ের ম্যাজিস্ট্রেটের কোর্টে সালিম আনসারি, বিজয় যাদব, মহম্মদ কাসিম হাফিজ শেখ, সিরাজ রহমান খানের বিরুদ্ধে চার্জশিট দেওয়া হয়। পঞ্চম অভিযুক্ত নাবালক। তার বিরুদ্ধেও এ দিনই জুভেনাইল আদালতে চার্জশিট দেওয়া হয়েছে। গত মাসে মুম্বইয়ের একটি পরিত্যক্ত মিলে ওই চিত্রসাংবাদিককে অভিযুক্তরা ধর্ষণ করে বলে অভিযোগ।

পুরনো খবর:
শ্লীলতাহানিতে অভিযুক্ত জওয়ান
বালিকার শ্লীলতাহানির অভিযোগ উঠল এক জওয়ানের বিরুদ্ধে। মণিপুরের তামেংলং জেলার ঘটনা। মেয়েটির পরিবারের অভিযোগ, আধাসেনার এক জওয়ান স্কুল থেকে ফেরার পথে বছর সাতেকের ওই বালিকার শ্লীলতাহানি করে। অভিযুক্তের নাম ইবোয়ামা সিংহ। আধাসেনার একটি গাড়ির চালক ইবোয়ামা। গ্রামের ছাত্রছাত্রীদের স্কুলে পৌঁছে দিত সে। পুলিশ অভিযুক্তকে গ্রেফতার করেছে।

সেরে উঠছেন দিলীপকুমার
দিলীপকুমার সেরে উঠছেন বলে জানিয়েছেন তাঁর স্ত্রী সায়রা বানু। বৃহস্পতিবার বিছানা ছেড়ে উঠতে পেরেছেন ৯০ বছরের অভিনেতা। তবে দিলীপকুমারের বিশ্রামের প্রয়োজন বলে জানিয়েছেন সায়রা বানু। রবিবার হৃদরোগে আক্রান্ত হওয়ার পরে দিলীপকুমারকে হাসপাতালে ভর্তি করা হয়।

পুরনো খবর:
নির্দেশ প্রত্যাহার
মক্কা মসজিদ বিস্ফোরণ মামলায় ক্ষতিপূরণ নিয়ে নির্দেশ প্রত্যাহার করল অন্ধ্রপ্রদেশ হাইকোর্ট। ভুল করে গ্রেফতার হওয়া মুসলিম যুবকদের ক্ষতিপূরণ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছিল অন্ধ্র সরকার। কিন্তু, হাইকোর্ট জানিয়ে দেয়, কেবল ভুল করে গ্রেফতার হলে ক্ষতিপূরণ দেওয়ার কোনও আইনি ভিত্তি নেই।

শিন্দেকে ছাড়
আদর্শ আবাসন কেলেঙ্কারিতে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী সুশীলকুমার শিন্দের বিরুদ্ধে কোনও প্রমাণ নেই বলে জানাল সিবিআই। প্রাক্তন মুখ্যমন্ত্রী শিন্দে তাঁর পদের অপব্যবহার করে ঘনিষ্ঠ ব্যক্তির নাম আদর্শ আবাসনের অন্তর্ভুক্ত করার সুপারিশ করেছিলেন বলে অভিযোগ। তারই শুনানিতে এ কথা জানিয়েছে সিবিআই।


First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.