কবিতা উৎসব
নিজস্ব সংবাদদাতা • মেদিনীপুর |
কবিতা উৎসব হল দাঁতনে। শনিবার ‘প্রতিকথা’ পত্রিকার উদ্যোগে দাঁতন শিশু উদ্যানের ওই অনুষ্ঠানে প্রায় ৫০ জন কবি উপস্থিত ছিলেন। কবিদের মধ্যে মতের আদানপ্রদানের সঙ্গেই চারটি কাব্যগ্রন্থেরও আনুষ্ঠানিক প্রকাশ হল ওই দিন। কবি মানসকুমার চিনির ‘স্বপ্ন লেখার কবিতা’, বীরূপাক্ষ পণ্ডার ‘গাজন গানের শিখা’, বান্ধবী আদকের ‘আশ্রয়ী উত্তাপের কাছে’-র সঙ্গেই বেশ কয়েকজন কবির কবিতা নিয়ে ‘হাটের আটচালা’ কাব্যগ্রন্থ প্রকাশিত হয়েছে। ১৯৬৮ সাল থেকে দাঁতনে খবরের কাগজ বিক্রি করে আসা গোবিন্দপ্রসাদ মাইতিকে সংবর্ধনা দেওয়া হয়।
|
দিলীপ কুমারের অবস্থা স্থিতিশীল, জানালেন স্ত্রী |
প্রবীণ অভিনেতা দিলীপ কুমারের শারীরিক অবস্থা এখন কিছুটা স্থিতিশীল। রবিবার বুকে যন্ত্রণা নিয়ে লীলাবতী হাসপাতালে ভর্তি করানো হয় তাঁকে। স্ত্রী সায়রা বানু বলেন, “এখন ওঁর অবস্থা স্থিতিশীল। দ্রুত আরোগ্য কামনা করি। এ মাসের ১৩ তারিখ জ্বর হয়েছিল। এক দিনই জ্বর ছিল। কিন্তু এ দিন আবার অসুস্থ হওয়ায়, হাসপাতালে ভর্তির কথা ঠিক করি। এখন উনি ভাল আছেন, জ্ঞানও রয়েছে।” বছর চোদ্দো বছর আগে ওপেন হার্ট সার্জারি হয়েছিল ৯০ বছর বয়সী এই অভিনেতার। বুকে ব্যথা হওয়ায় তাই হৃদ্রোগ বিশেষজ্ঞরা নজর রাখছেন তাঁর শরীর-স্বাস্থ্যের উপর। হাসপাতালের তরফে জানানো হয়েছে, “শ্বাসকষ্ট রয়েছে। তবে তেমন ভয়ের কিছু নেই। ভাল ভাবে নজর রাখার জন্যই শুধুমাত্র আইসিইউ-এ রাখা হয়েছে।”
পুরনো খবর: হাসপাতালে দিলীপ কুমার
|
মাধুরী দীক্ষিতের বাবার স্মরণসভায় ঐশ্বর্যা। ছবি: পিটিআই। |