টুকরো খবর
শিলচরে আগুনে পুড়ে মৃত এক
আগুনে পুড়ে মৃত্যু হল অবসরপ্রাপ্ত এক শিক্ষিকার। গত রাতে শিলচর সেন্ট্রাল রোডের একটি বাড়িতে ঘটনাটি ঘটে। তদন্ত শুরু করেছে পুলিশ। প্রাথমিক তদন্তে অনুমান, বৈদ্যুতিক শর্ট-সার্কিট থেকে আগুন লেগেছিল। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বাড়িটির দো’তলার ঘরে একা থাকতেন ওই প্রৌঢ়া। আগুন লাগার পর আশপাশের লোকজন তাঁকে ডাকাডাকি করলেও সাড়া মেলেনি। খবর দেওয়া হয় দমকল, পুলিশে। আজ সকালে তাঁর অর্ধদগ্ধ দেহ উদ্ধার করা হয়। বাড়ির কয়েকটি ঘরের জিনিস পুড়ে গিয়েছে। পুড়েছে ৬টি দোকান। পুলিশ জানিয়েছে, মৃতের নাম মায়া লালা। তাঁর আইনজীবী দেবব্রত দাসের অভিযোগ, অগ্নিকাণ্ডের পিছনে চক্রান্ত রয়েছে। সম্পত্তি দখলের জন্য তা করা হয়েছে। তাঁর বক্তব্য, এ নিয়ে আত্মীয়দের মধ্যে মামলা চলছে। কয়েক কোটি টাকার ওই সম্পত্তির উপর নজর রয়েছে জমি-মাফিয়াদের।

আলফা-দুর্গে ঘাঁটি গড়ছে মাওবাদীরা
আলফা-দুর্গে ঘাঁটি গড়ছে মাওবাদীরা। আলফা-র ‘শূন্যস্থান’ সশস্ত্র সংগ্রাম দিয়ে ভরাট করাই তাদের লক্ষ্য---এমনই গোয়েন্দা-রিপোর্ট পেয়ে উদ্বিগ্ন তিনিসুকিয়া পুলিশ। মাও-দমনে বিশেষ অভিযানে দু’জনকে ধরা হয়েছে। পুলিশ সূত্রের খবর, অসম-অরুণাচলের সীমানা বরাবরই পছন্দ জঙ্গিদের। সে কারণে শোণিতপুর-তিনিসুকিয়া এবং লোহিত-চাংলাং সীমানার চা বাগান এবং জঙ্গলে সেনা-পুলিশের কড়া নজরদারি থাকে। কয়েক বছর ধরে ওই এলাকার ‘দায়িত্বে’ থাকা আলফা-র ২৮ নম্বর ব্যাটালিয়ন এখন শান্তি আলোচনায় এগিয়েছে। ভেঙে গিয়েছে এনডিএফবি। পুলিশের ধারনা, তিনিসুকিয়ায় এখন আলফা-র পরেশপন্থী জঙ্গিদের যাতায়াত, এনডিএফবি-র সংবিজিৎ গোষ্ঠীর তোলাবাজি ছাড়া জঙ্গি কার্যকলাপ কার্যত কিছুই নেই। সেই সুযোগই নিতে চাইছে মাওবাদীরা। চা শ্রমিকদের মধ্যে মাও-মতাদর্শ প্রচার করছে তারা। দেখানো হচ্ছে ‘বিপ্লবী’ চলচ্চিত্র। অরুণাচলের জঙ্গলকে ঘাঁটি করে কাকোপথারেও সশস্ত্র সংগ্রামের প্রস্তুতি নিচ্ছে মাও-জঙ্গিরা।

গ্রেফতার জওয়ান
ধর্ষণের দায়ে গ্রেফতার হল ইন্দো তিব্বত সীমান্ত পুলিশের (আইটিবিপি) এক জওয়ান। পুলিশ সূত্রে খবর, ওই জওয়ানের বাড়িতেই মেয়েটি ভাড়া থাকতেন। মেয়েটি এফআইআরে জানিয়েছেন, জওয়ানটি মোবাইলে ধর্ষণের একটি ভিডিও বানিয়ে মেয়েটিকে ভয় দেখাত। তাই তরুণী ধর্ষণের কথা কাউকে বলতে পারেননি। এই অভিযোগের ভিত্তিতে পাওরি থেকে ওই জওয়ানকে গ্রেফতার করা হয়েছে।

মৃত্যু শিশুর
রান্নার গ্যাস সিলিন্ডার ফেটে মৃত্যু হল তিন শিশুর। শনিবার রাতে দেবা পাসিয়া গ্রামের ঘটনা। পুলিশ জানিয়েছে, সত্যম, হিমাংশু এবং রুবির মা গুড়িয়াদেবী যখন রাতের খাবার বানাচ্ছিলেন তখন গ্যাস সিলিন্ডারটি ফাটে। গুরুতর আহত হয় চার জনই। হাসপাতালে নিয়ে গেলে সেখানেই মৃত্যু হয় তিন শিশুর। গুড়িয়াদেবী প্রাণে বাঁচলেও অবস্থা আশঙ্কাজনক।

বালিকাকে ধর্ষণ, গ্রেফতার যুবক
ধর্ষণের পর এক বালিকাকে মৃত ভেবে আখখেতে ফেলে গিয়েছিল মেয়েটির প্রতিবেশি যুবক। ৬ সেপ্টেম্বর খেরোনি এলাকায় ঘটনাটি ঘটে। পুলিশ জানায়, গুরুতর জখম বছর এগারোর ওই বালিকাকে স্থানীয় একটি আখখেত থেকে উদ্ধার করা হয়। অভিযুক্ত টিঙ্কু সাউকে গ্রেফতার করা হয়েছে।

মায়ার পাশেই মোদী
সুপ্রিম কোর্ট নিযুক্ত বিশেষ তদন্তকারী দলের (সিট) আবেদন রবিবার খারিজ করল গুজরাত সরকার। গুজরাতের প্রাক্তন মন্ত্রী মায়া কোডনানির জন্য মৃত্যুদণ্ডের আবেদন জানিয়ে সুপ্রিম কোর্টে যাওয়ার জন্য রাজ্য সরকারের অনুমতি চেয়েছিল ওই বিশেষ দল। অ্যাডভোকেট জেনারেল কমল ত্রিবেদীর যুক্তি, মায়া কোডনানির বিরুদ্ধে প্রত্যক্ষ প্রমাণ মেলেনি। ২০০২ সালে গোধরা পরবর্তী নারোডা পাটিয়া দাঙ্গায় মদত দেওয়ার অপরাধে ইতিমধ্যেই যাবজ্জীবন কারাদণ্ড হয়েছে মায়া কোডনানি এবং বজরং দলের বাবু বজরঙ্গির।

নতুন ফতোয়া
সরকারি কর্মীদের জামাকাপড়ে ফতোয়া জারি করল কর্নাটক সরকার। ছেলেদের জন্য প্যান্ট, শার্ট। আর মেয়েদের জন্য বেঁধে দেওয়া হয়েছে শাড়ি এবং সালোয়ার কামিজ। সরকারি সূত্রে খবর, ইদানীং যারা কাজে ঢুকেছেন তাঁরা এমন কিছু পোশাক পড়ছেন যা কর্মক্ষেত্রে একেবারেই মেনে নেওয়া যায় না। তাই কর্নাটক সরকার এই সিদ্ধান্ত নিয়েছে। কর্মিবর্গ ও প্রশাসনিক দফতরের তরফ থেকে জানানো হয়েছে, সরকারের ডি-গ্রুপ কর্মীদের আগে থেকেই উর্দি ছিল।

গান শুনলেন মান্না
আইসিইউ-তে ভর্তি হওয়ার ঠিক চার মাস বাদে রবিবার অনেকটাই পুরনো মেজাজে ফিরলেন মান্না দে। ৯৪ বছরের প্রবীণ শিল্পীর জামাই জ্ঞানরঞ্জন দেব বলেন, “ড্যাডি (মান্না) এ দিন অনেক ক্ষণ গান শুনেছেন, গল্পও করেছেন।” জ্ঞানবাবু জানান, লতা মঙ্গেশকর, আমজাদ আলি খানের মতো শিল্পী এবং রাজনৈতিক নেতারা নিয়মিত খোঁজখবর নিচ্ছেন। হাসপাতাল সূত্রের খবর, শারীরিক অবস্থা এমনই থাকলে সপ্তাহখানেক বাদে তাঁকে আইসিইউ থেকে সরানো হতে পারে।

নীতীশকে হুমকির অভিযোগ, আটক
‘জনতা দরবারে’ খুন হবে নীতীশ কুমার গলায় ঝোলানো পোস্টারে এমনই হুমকি লিখে ঘুরছিলেন এক ব্যক্তি। শনিবার বীরচাঁদ পথ এলাকায় জেডিইউ অফিসের সামনে। তাঁকে আটক করে থানায় নিয়ে যাওয়া হয়। পুলিশ জানায়, প্রাথমিক জেরায় বোঝা যায়, মানসিক সমস্যা রয়েছে ভীমসেন মিশ্রের। তাঁকে নিয়ে যাওয়া হয় হাসপাতালে। আজ পটনার এসপি (নগর) জয়ন্ত কান্ত জানান, এর আগেও ক’বার মুখ্যমন্ত্রীর ‘জনতা দরবারে’ গিয়েছেন ভীমসেন। কেন এ কাজ করেছেন, তার কোনও সূত্র মেলেনি।

মায়ার পাশেই মোদী সরকার
সুপ্রিম কোর্ট নিযুক্ত বিশেষ তদন্তকারী দলের (সিট) আবেদন রবিবার খারিজ করল গুজরাত সরকার। গুজরাতের প্রাক্তন মন্ত্রী মায়া কোডনানির জন্য মৃত্যুদণ্ডের আবেদন জানিয়ে সুপ্রিম কোর্টে যাওয়ার জন্য রাজ্য সরকারের অনুমতি চেয়েছিল ওই বিশেষ দল। অ্যাডভোকেট জেনারেল কমল ত্রিবেদীর যুক্তি, মায়া কোডনানির বিরুদ্ধে প্রত্যক্ষ প্রমাণ মেলেনি। ২০০২ সালে গোধরা পরবর্তী নারোডা পাটিয়া দাঙ্গায় মদত দেওয়ার অপরাধে ইতিমধ্যেই যাবজ্জীবন কারাদণ্ড হয়েছে মায়া কোডনানি এবং বজরং দলের বাবু বজরঙ্গির।

ছাত্রের মৃত্যু
বন্ধুদের সঙ্গে পার্টি করতে গিয়ে, তাদের হাতেই খুন হল এক ছাত্র। পুলিশ জানিয়েছে, আনমোল সামা ওই ছাত্র নিউ ইয়র্ক থেকে পড়তে এসেছিল ভারতে। এখানে এসে উত্তর দিল্লিতে থাকতেন তিনি। আনমোলের পরিবার এখনও আমেরিকাতেই থাকে।

হাসপাতালে দিলীপ কুমার
বুকে ব্যথা হওয়ায় রবিবার লীলাবতী হাসপাতালে ভর্তি করানো হল দিলীপ কুমারকে। ৯০ বছর বয়স হয়েছে তাঁর। হাসপাতালের মুখপাত্র নরেশ ত্রিবেদী বলেন, “দিলীপ কুমার আইসিইউ-এ আছেন। তাঁর অবস্থা স্থিতিশীল।”

ধৃত আরও এক
মুম্বই চিত্রসাংবাদিক গণধর্ষণ কাণ্ডে জড়িত আরও এক অভিযুক্তকে গ্রেফতার করল মুম্বই পুলিশ। সূত্রের খবর, মহম্মদ আসফাক শেখ নামে পঞ্চম অভিযুক্তকে গিরগাঁও চোপাটি থেকে গ্রেফতার করা হয়েছে। এর আগে রাজ্য পুলিশ চার জনকে গ্রেফতার করেছে। তাদের মধ্যে এক জন নাবালক। তাদের বিরুদ্ধে অভিযোগ, গত ২২ অগস্ট মুম্বইয়ের শক্তি মিল এলাকায় এক চিত্র-সাংবাদিককে ধর্ষণ করেছিল ওই পাঁচ জন।

ধ্বংসস্তূপে টাকা
৮৭ দিনের মাথায় গত বুধবার কেদারনাথ মন্দিরের দরজা খুলতেই শুরু হয়েছিল মন্দির পরিষ্কারের কাজ। মেঘ ভাঙা বৃষ্টিই ভেঙে-গুঁড়িয়ে ধুয়ে দিয়েছিল সব। ধ্বংসস্তূপের মধ্যে একটি লকার থেকে উদ্ধার হল নগদ প্রায় দু’কোটি টাকা। রুদ্রপ্রয়াগের এসপি বরীন্দ্রজিৎ সিংহ জানিয়েছেন, টাকা পাওয়ার পর পরই স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ায় খবর দেওয়া হয়েছিল। ব্যাঙ্ক কর্তৃপক্ষের সামনেই লকার খোলা হয়। উদ্ধার হওয়া টাকা ব্যাঙ্কের হাতে দেওয়া হয়েছে।


First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.