পাশাপাশি শব্দছক ৫২৫১ উপর নীচে
কদম ফুল বা তার গাছ।
উত্তরবঙ্গের এক নদী।
বজ্রের মতো দৃঢ় ও কঠিন মুঠো।
১০ দমন, অত্যাচার বা পীড়ন।
১১ যে কবি ট্রামে চাপা পড়ে মারা যান।
১২ এ কচুতে সাধারণত গলা ধরে না।
১৩ মধুকর যেমন ফুলে ফুলে মধু
সংগ্রহ করে তেমনই দ্বারে দ্বারে ভিক্ষা।
১৫ কবিকঙ্কণ মুকুন্দরাম
বর্ণিত দুর্গাদেবীর এক রূপ।
১৮ মৃদুমন্দ বাতাস।
২১ সারা দিনরাতে একবার মাত্র ভোজন।
২২ যারা নতুনকে পাত্তা দিতে চায় না।
২৪ চোরে চোরেভাই।
২৫ অমাবস্যার রাত্রি।
২৭ এর কোমলাঙ্গ সামান্য তাপেই
গলে যায় যেন আদুরে দুলাল।
৩১ মুমূর্ষু, মরণাপন্ন।
৩২ এই শব্দটি মনে হলেই
অমৃতলাল বসু এসে যান।
৩৪ এ ঘর ঝড়ে নয় সামান্য
হাওয়ায় এলোমেলো হয়ে যায়।
৩৭ পয়ঃপ্রণালী
৩৮ ছিন্ন পাতার সাজাই
তরণী, করি খেলা’।
৩৯ আলজিভ।
৪০ মৃত্যুকাল।
হার, পরাজয়।
সম্পূর্ণরূপে দলন বা পেষণ।
অবলম্বন, আশ্রয়।
জলের মধ্যে হাবুডুবু খাওয়ার অবস্থা।
চিরপ্রচলিত, ‘কাল ধরেই চলছে’।
সম্যক উৎকর্ষ।
১১ সাপুড়ে, ভিক্ষুক।
১৪ ঈশ্বরহীন, অনীশ।
১৬ মহাকাল-এর স্ত্রীশব্দ।
১৭ কবির এটা কাব্যরসিক
উপলব্ধি করতে পারে।
১৮ মৃত্যুর তুল্য অবস্থা।
১৯ খবর।
২০ দেহের স্পর্শকাতর স্থানে
হাত দিয়ে সুড়সুড়ি।
২৩ লজ্জায় মাথা নিচু।
২৬ বাগ্ধারায় অতি শান্ত মানুষ।
২৮ ঢেউ।
২৯ খুব সকাল।
৩০ এ কাঠি ছোঁয়ালে মৃতব্যক্তি জেগে ওঠে।
৩৩ দাদার পরিচয়ে ভরত, লক্ষ্মণ ও শত্রুঘ্ন।
৩৫ বৈষ্ণব সন্ন্যাসীর দাসী বা উপপত্নী।
৩৮ ঘটকের কাজ।
সমাধান ৫২৫০
 
First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem
অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.