দ্রুত সার্কিট বেঞ্চ উদ্বোধন চেয়ে শুক্রবার জলপাইগুড়ি জেলা আদালতে কর্মবিরতি পালন করলেন আইনজীবীরা। এ দিন জেলা আদালতে কোনও শুনানি হয়নি। গত বছরের সেপ্টেম্বর মাসে হাইকোর্টের সার্কিট বেঞ্চ স্থায়ী ভবন শিলান্যাসের পরে, চলতি বছরের এপ্রিল মাসে ভবন নির্মাণের কাজ শুরু হয়। নকশা নিয়ে হাইকোর্ট আপত্তি জানানোয়, নির্মাণ কাজ বন্ধ হয়ে রয়েছে। বৃহস্পতিবার বার অ্যাসোসিয়েশনের জরুরি বৈঠকে অস্থায়ী ভবনে সার্কিট বেঞ্চের দ্রুত কাজ শুরু এবং স্থায়ী ভবন নির্মাণের দাবিতে আন্দোলন শুরু করার সিদ্ধান্ত নেওয়া হয়।
পুরনো খবর: সার্কিট বেঞ্চ কত দ্রুত হবে, কেন্দ্রের কোর্টে বল মন্ত্রীর
|
ই-টেন্ডার প্রক্রিয়ায় নকল নথি তৈরি করে ঠিকাদার সংস্থাকে কাজ পাইয়ে দেওয়ার অভিযোগে দুটি মামলায় ধরা হল কলকাতার ঠিকাদার সংস্থা ইউরেকা ট্রেডার্স ব্যুরোর কর্ণধার অজিত বন্দ্যোপাধ্যায় এবং তার ছেলে দেবব্রত বন্দ্যোপাধ্যায়কে। শিলিগুড়ি জলপাইগুড়ি উন্নয়ন কর্তৃপক্ষের ৪টি প্রকল্পে আর্থিক দুর্নীতির মামলায় আগেই গ্রেফতার করা হয়েছে দুই জনকে। এ দিনও জামিনের আবেদন খারিজ করে দিয়েছে আদালত। ৯ জুলাই প্রধাননগর থানায় এসজেডিএ সুপারিনটেন্ডেন্ট ইঞ্জিনিয়র ই-টেন্ডার প্রক্রিয়ায় ইউরেকা ট্রেডার্স ব্যুরোকে কাজের বরাত দেওয়ার প্রক্রিয়া নিয়ে দু’টি অভিযোগ দায়ের করেন। এই মামলায় প্রাক্তন সিইও মালদহের জেলাশাসক গোদালা কিরণ কুমারের ভূমিকা নিয়েও প্রশ্ন উঠেছে। গোদালা কিরণ কুমার প্রথম থেকেই এ নিয়ে কথা বলবেন না বলে জানিয়েছেন।
|
জ্বালানিতে ভেজাল মেশানোয় ধৃত কাজল সরকারকে ৭ দিনের পুলিশি হাজতে রাখার নির্দেশ দিল আদালত। শুক্রবার পুলিশের তরফে ১০ দিনের হেফাজত চাওয়া হলেও আদালত ৭ দিন মঞ্জুর করে। ধৃতের নামে পুলিশ ‘কমোডিটি অ্যাক্ট’ এ মামলা করেছে। গত ১ সেপ্টেম্বর ঠাকুরনগরের একটি গুদামে হানা দিয়ে দেড় লক্ষ লিটার ভেজাল মেশানো জ্বালানি তেল এবং তেলে মেশানোর জন্য প্রচুর ভেজাল সামগ্রী উদ্ধার করা হয়। সেখান থেকে ৬ জনকে গ্রেফতার করা হয়। ধৃতদের জেরা করে কিছু তথ্য এসেছে। তার ভিত্তিতে কাজলবাবুকে জিজ্ঞাসাবাদ করতে চাইছে পুলিশ। বিভিন্ন জায়গায় ভেজাল তেলের কারবারের সঙ্গে তাঁর কোনও না কোনও যোগাযোগ রয়েছে বলে পুলিশ অভিযোগ পেয়েছে।
পুরনো খবর: ভেজাল কাণ্ডে ধৃত অভিযুক্ত
|
অগ্রিম নিয়েও জমি বিক্রি করছেন না বলে অভিযোগ উঠেছে তরাই ইন্ডিয়া প্ল্যান্টার্স অ্যাসোসিয়েশন-এর প্রাক্তন সভাপতি মোহিনী রঞ্জন দাসের নামে। শুক্রবার একটি নির্মাণ সংস্থার কর্ণধার জীতেন্দ্রনাথ দাবি করেন, মোহিনীবাবু, তাঁর স্ত্রী এবং দুই ছেলের নামে থাকা দাগাপুর এলাকায় ৫২ বিঘা জমির জন্য মোহিনীবাবুকে তিনি বায়নার ৬ লক্ষ টাকা দেন। মোহিনীবাবু বলেছেন, “জমি কিনতে চেয়েও নির্ধারিত সময়ে টাকা দিতে পারেননি জীতেন্দ্রনাথবাবু। তা ছাড়া মাঝে এক দফায় চেকে ২২ লক্ষ টাকা দিলেও তা বাউন্স করে।”
|
আলিপুরদুয়ার বোমা বিস্ফোরণ কাণ্ডে অভিযুক্ত দু’জনের ১৪ দিন জেল হাজতের নির্দেশ দিল আদালত। শুক্রবার মেনকা ও গৌরাঙ্গ রায়কে তোলা হলে বিচারক ওই আদেশ দেন।
পুরনো খবর: আলিপুরদুয়ারের বিস্ফোরণে হাত রয়েছে টমের, নিশ্চিত গোয়েন্দারা
|