ভেজাল কাণ্ডে ধৃত অভিযুক্ত
নিজস্ব সংবাদদাতা • শিলিগুড়ি |
নিউ জলপাইগুড়ির ঠাকুরনগর এলাকায় তেলে ভেজাল মেশানোর ঘটনায় মূল অভিযুক্ত কাজল সরকারকে গ্রেফতার করল পুলিশ। বৃহস্পতিবার দুপুরে বাগডোগরা বিমানবন্দর থেকে তাঁকে গ্রেফতার করে শিলিগুড়ি পুলিশ কমিশনারেটের গোয়েন্দা বিভাগ। পুলিশের দাবি, “অভিযুক্ত কাজলবাবু বিমানে কলকাতা যাওয়ার চেষ্টা করছিলেন। খবর পেয়ে সেখান থেকে তাঁকে ধরা হয়।” তাঁর বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির ৭ নম্বর ধারায় ‘এসেনশিয়াল কমোডিটি অ্যাক্ট’-এ মামলা করা হয়েছে। কমিশনারেটের ভক্তিনগর থানার মামলা হওয়ায় আজ, শুক্রবার কাজলবাবুকে জলপাইগুড়ি জেলা আদালতে তোলা হবে। গত ১২ দিন ধরে ওই ভেজাল তেলের মামলায় পুলিশ তাঁকে খুঁজছিল।
শিলিগুড়ির পুলিশ কমিশনার কারলিয়াপ্পন জয়রামন বলেন, “কাজল সরকারকে গ্রেফতার করা হয়েছে। তাঁর বিরুদ্ধে আইন অনুসারে ব্যবস্থা নেওয়া হচ্ছে।” কাজলবাবুর আইনজীবী সমীর ঘোষ বলেন, “কাজলবাবু গ্রেফতার হয়েছেন বলে শুনেছি। রাত পর্যন্ত তাঁর পরিবারের লোকজন কিছু জানাননি। বিষয়টি দেখা হচ্ছে।”
গত ১ সে প্টেম্বর শিলিগুড়ির ইস্টার্ন বাইপাস সংলগ্ন ঠাকুরনগরে একটি গুদামে হানা দিয়ে প্রায় দেড় লক্ষ লিটার ডিজেল তেল এবং তেলে ভেজাল মেশানোর সামগ্রী উদ্ধার করে পুলিশ। ঘটনায় জড়িত মোট ৬ জনকে গ্রেফতারও করা হয়। ওই গুদামটি কাজলবাবুর বলে পুলিশ জানায়। তার পরে ‘নানা মহলে’ প্রভাব খাঁটিয়ে তিনি পুলিশের গ্রেফতারি এড়িয়ে ছিলেন বলে অভিযোগ ওঠে। গত বুধবারও উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী গৌতম দেব জানিয়ে দেন, গোটা ঘটনাটি দেখার জন্য পুলিশ কমিশনারকে বলা হয়েছে। তিনি আইন মেনে ব্যবস্থা নেবেন। গোয়েন্দা দফতর প্রাথমিক তদন্তের পর দাবি করেছে, শিলিগুড়ি-সহ গোটা উত্তরবঙ্গের নানা প্রান্তে তাঁর প্রচুর সম্পত্তির কথা জানা গিয়েছে। সব কিছুর সত্যতা তদন্তকারী অফিসারেরা দেখা শুরু করেছেন।
|