মারধর, প্রধান শিক্ষকের নামে মামলা শামুকতলায়
নিজস্ব সংবাদদাতা • শামুকতলা |
একাদশ শ্রেণির ছাত্রীকে মারধর করার অভিযোগে শামুকতলা থানায় স্কুলের প্রধান শিক্ষকের বিরুদ্ধে মামলা দায়ের হয়েছে। কুমারগ্রাম ব্লকের রহিমাবাদ ওয়ার্কাস হাইস্কুলে ঘটনাটি ঘটেছে। স্কুলের বেঞ্চি অপরিষ্কার থাকায় ছাত্রীটি বসতে আপত্তি করে বলে অভিযোগ। এর পরেই প্রধান শিক্ষক ছাত্রীর চুলের মুঠি ধরে মারধর করে বলে অভিযোগ। এদিন রাতে প্রধান শিক্ষক ওম প্রকাশ সিংহের বিরুদ্ধে শামুকতলা থানায় অভিযোগ দায়ের করে ছাত্রীর পরিবার। ছাত্রীর বাড়ি রহিমাবাদ চা বাগানে। ঘটনার পরে চা বাগানের হাসপাতালে প্রাথমিক চিকিৎসা করানোর পর ছাত্রীকে বাড়িতে নিয়ে যাওয়া হয়েছে।
আলিপুরদুয়ারের অতিরিক্ত পুলিশ সুপার আকাশ মেঘারিয়া বলেন, “তদন্ত শুরু করা হয়েছে।” অভিযুক্ত প্রধান শিক্ষক ওম প্রকাশ সিংহ বলেন, “অভিযোগ ভিত্তিহীন।” অভিযোগ, এদিন স্কুল শুরু হওয়ার পরে বেঞ্চি অপরিষ্কার রয়েছে বলে বসতে চাইনি ওই ছাত্রী। সে সময়ে শ্রেণি শিক্ষকের নির্দেশে ছাত্রীটি প্রধান শিক্ষককের ঘরে গিয়ে অভিযোগ জানায়। এর পরে প্রধান শিক্ষক ক্লাসে এসে বেঞ্চিতেই বসতে বলায় ছাত্রীটি ফের অস্বীকার করলে, তাকে মারধর করা হয় বলে অভিযোগ। পেশায় চা বাগানের চৌকিদার স্কুল ছাত্রীর বাবা উইলিয়াম টপ্নো বলেন, “এই ঘটনা মানা যায় না। এর সুবিচার চাই।” এদিকে ওই ঘটনার প্রতিবাদে অভিযুক্ত প্রধান শিক্ষককে গ্রেফতারের দাবিতে আন্দোলনে নামার হুমকি দিয়েছে আদিবাসী বিকাশ পরিষদ। পরিষদের ব্লক সভাপতি বিনয় মিনজ বলেন, “এই ঘটনার তীব্র নিন্দা করছি। অভিযুক্ত প্রধান শিক্ষকের গ্রেফতারের দাবিতে শুক্রবার সকাল থেকে স্কুলে বিক্ষোভ দেখানো হবে।”
|