টুকরো খবর |
মানবিক কমিশন
নিজস্ব সংবাদদাতা • শিলিগুড়ি |
|
গণশুনানি। শিলিগুড়িতে বিশ্বরূপ বসাকের তোলা ছবি। |
শিলিগুড়ির বিধাননগরের ভীমভার স্নেহাশ্রম দৃষ্টিহীন আবাসিক বিদ্যালয়ের পরিকাঠামোর উন্নতিতে সাহায্য করতে দার্জিলিঙের জেলাশাসকের কাছে ‘প্রস্তাব’ করেছেন জন শুনানিতে বসা রাজ্য মানবাধিকার কমিশনের সদস্য নারায়ণ চন্দ্র শীল। গত ৯ সেপ্টেম্বর থেকে দুদিনের জন্য কোচবিহারের জন শুনানির পরে, গত বুধবার থেকে শিলিগুড়িতে জন শুনানি শুরু করেছে কমিশন। বৃহস্পতিবার ওই আবাসিক বিদ্যালয়ের এক দৃষ্টিহীন শিক্ষক আশিস দাসকে সঙ্গে নিয়ে কমিশনের শুনানিতে উপস্থিত হয়েছিলেন সমাজকর্মী সোমনাথ চট্টোপাধ্যায়। তাঁরা কমিশনকে জানায়, নিজেদের চেষ্টায় আর অনুদানের ভিত্তিতে স্কুলের কাজ চলে। ওই স্কুলে ৫২ জন আবাসিক রয়েছে বলে স্কুলের তরফে জানানো হয়। সরকারি কোনও সাহায্য তাঁরা পাননি বলে কমিশনে অনুযোগ জানানো হয় স্কুলের তরফে। বিষয়টি নিয়ে ‘আইনত’ কিছু করার নেই বলে জানিয়ে, মানবিকতার স্বার্থেই জেলাশাসকের দফতরে কমিশনের সাহায্যের প্রস্তাব পাঠানো হয়। কমিশনের সদস্য নারায়ণবাবু বলেন, “জেলা প্রশাসন যদি কোনও সদর্থক ভূমিকা নিতে পারেন তাঁর জন্য অনুরোধ পাঠানো হল।” কমিশনের ওই প্রস্তাবে সন্তোষ প্রকাশ করে স্কুলের শিক্ষক আশিসবাবু বলেন, “কমিশনের তরফে এমন প্রস্তাব পাঠানোয় আনন্দিত।” সমাজকর্মী সোমনাথবাবু বলেন, “কমিশন সময় দিয়ে আমাদের কথা শুনেছেন, সাহায্যের উদ্যোগ নিয়েছে, এটাই প্রেরণা।” এদিন মোট ১৫টি আবেদন জমা পড়ে বলে কমিশন জানিয়েছে। |
ভবন নিয়ে জটিলতা
নিজস্ব সংবাদদাতা • মালবাজার |
মালবাজারের মহকুমা শাসকের দফতর-সহ প্রশাসনিক দফতর তৈরি নিয়ে তরজা শুরু হয়েছে। মালবাজার পুরসভা এলাকার মধ্যেই যেমন দফতর গঠনের দাবি উঠেছে তেমনিই মহকুমা দফতরের জন্য চিহ্নিত মেটেলি ব্লকের বিধাননগর পঞ্চায়েত এলাকাতেই তা গড়ার দাবি উঠেছে। ৪ সেপ্টেম্বর মালবাজারের মহকুমাশাসক জ্যোতির্ময় তাঁতি এলাকার সংগঠন, ব্যবসায়ী ও সমস্ত রাজনৈতিক দলকে নিয়ে বৈঠক করেন। সেখানে মালবাজার পুর এলাকার মধ্যে থাকা ডাকবাংলো ময়দানে মহকুমা শাসকের দফতর-সহ অন্যান্য গুরুত্বপূর্ণ দফতর তৈরি করার প্রস্তাব দেন। মেটেলি ব্লকের চিহ্নিত জমিতে সার্কিট হাউস, সংশোধনাগার, আধিকারিকদের আবাস তৈরির বিষয়ে মত দেন। বৃহস্পতিবার মালবাজারে দফতর তৈরির সমর্থনে মালবাজার মার্চেন্ট ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন, জনতা দল ইউনাইটেড এবং স্থানীয় ১০০ ছাত্রছাত্রীর সই সংবলিত স্মারকলিপি মহকুমাশাসককে জমা দেন। অন্য দিকে নাগরাকাটার আদিবাসী বিকাশ পরিষদ নেতা রাজেশ লাকড়া, নাগরাকাটা ব্লক তৃণমূল সভাপতি অসিতাভ বসুও মেটেলিতে প্রশাসনিক ভবন তৈরির দাবি জানিয়েছেন। তবে বিকাশ পরিষদের রাজ্য কমিটির নেতা তেজকুমার টোপ্পো, ক্রান্তি এলাকার তৃণমূল কংগ্রেস নেতা অনিমেষ বিশ্বাস মালবাজার ডাকবাংলো ময়দানের পক্ষে মত দিয়েছে। এই পরিস্থিতিতে দ্রুত মালবাজারের মহকুমা শাসকের সঙ্গে কথা বলে সিদ্ধান্ত হবে বলে জলপাইগুড়ির জেলাশাসক পৃথা সরকার জানিয়েছেন। |
সমীক্ষা করাবে এসজেডিএ
নিজস্ব সংবাদদাতা • শিলিগুড়ি |
শিলিগুড়ি থানার সমানে মহাবীর স্থান উড়াল পুলের যে শাখা তৈরি করা হয়েছে তার জন্য এলাকার বাজার, দোকানে যাতায়াতে সমস্যার কথা জানিয়ে ব্যবসায়ীরা অভিযোগ তুলেছিলেন। সে ব্যাপারে ব্যবস্থা নিতে উড়াল পুলের ওই অংশ সমীক্ষা করে দেখা হচ্ছে। বুধবার ফ্লাইওভারের বিভিন্ন অংশ ঘুরে দেখেন রাইটস-এর একদল প্রতিনিধি। জেনারেল ম্যানেজার-সহ কয়েক জন বাস্তুকার ৫ দিন সমীক্ষা করবেন। শিলিগুড়ি জলপাইগুড়ি উন্নয়ন কর্তৃপক্ষের উদ্যোগে তা হচ্ছে। বৃহস্পতিবার এসজেডিএ’র চেয়ারম্যান তথা উত্তরবঙ্গ উন্নয়নমন্ত্রী গৌতম দেবও তাদের সঙ্গে ঘুরে দেখেন। উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী বলেন, “কোনও রকম পরিকল্পনা ছাড়াই তৈরি হয়েছে উড়ালরপুলের অংশ। তৎকালীন এসজেডিএ’র চেয়ারম্যান তথা প্রাক্তন মন্ত্রী তড়িঘড়ি কাজ করতে গিয়ে সাধারণ মানুষকে অসুবিধায় ফেলেছেন।” উত্তরবঙ্গ উন্নয়নমন্ত্রীর অভিযোগ মানতে নারাজ প্রাক্তন পুরমন্ত্রী অশোক ভট্টাচার্য। তিনি বলেন, “বর্তমান মন্ত্রী তো এই বিষয়ে বিশেষজ্ঞ নন, বিশেষজ্ঞদের রিপোর্ট পাওয়ার পরেই দেখা যাবে। রাজনৈতিক কারণেই এই সমস্ত কথা বলছেন তিনি।” |
হয়রানির নালিশ
নিজস্ব সংবাদদাতা • জলপাইগুড়ি |
সরকারি টাকা জমা না দেওয়ায় অভিযুক্ত রাজগঞ্জের রেজিস্ট্রি অফিসের প্রধান করণিককে গ্রেফতার করেছে পুলিশ। বৃহস্পতিবার তাঁকে গ্রেফতার করা হয়েছে। দলিল ‘স্ক্যান’ করার ফি বাবদ আদায় হওয়া ১ লক্ষ ১৭ হাজার টাকার মধ্যে প্রায় ২৪ হাজার টাকা তিনি জমা না দেওয়ায় গত মাসে পুলক ভদ্র নামে ময়নাগুড়ির বাসিন্দা প্রধান করণিককে শোকজ করা হয়। চলতি বছরের অগস্ট মাসের সংগ্রহ করা ওই টাকা তিনি সরকারি কোষাগারে জমা দেননি বলে অভিযোগ। সরকারি টাকা আত্মসাতের অভিযোগে তাঁর বিরুদ্ধে অভিযোগও দায়ের করা হয়। দফতর সূত্রে জানা গিয়েছে, এর পরে তিনি ওই টাকা জমা দিলেও দফতরকে সে বিষয়ে তথ্য জমা দেননি। রাজগঞ্জের অতিরিক্ত সাব রেজিস্ট্রার নারায়ণ চন্দ্র সাহা বলেন, “চলতি বছরেই সরকারি টাকা আত্মসাতের অভিযোগ ওঠে। তার ভিত্তিতেই অভিযোগ করা হয়েছিল।” যদিও ওই কর্মীর তরফে এ দিন দাবি করা হয়েছে, তিনি নির্দোষ। সরকারি নির্দেশ মেনে তিনি টাকা জমা দিয়েছেন। |
কমিশনে কংগ্রেস
নিজস্ব সংবাদদাতা • হলদিবাড়ি |
তৃণমূলের সন্ত্রাস বন্ধ এবং পুলিশের নিরপেক্ষ ভূমিকার দাবিতে রাজ্য নির্বাচন কমিশনের দ্বারস্থ হল কংগ্রেস। মঙ্গলবার হলদিবাড়ি থানায় স্মারকলিপি দেওয়ার পাশাপাশি রাজ্যের মুখ্য নির্বাচন কমিশনার মীরা পাণ্ডে র কাছে কংগ্রেসের তরফে ফ্যাক্স পাঠানো হয়েছে। স্মারকলিপিতে ভোটের প্রচারের জন্য বাঁশের মাচাগুলি ভাঙা এবং রাত ১০টার পর ভোট প্রচার বন্ধ করার দাবি জানানো হয়েছে। ব্লক কংগ্রেসের সভাপতি তরুণ দত্ত বলেন, “পুলিশকে ৪৮ ঘণ্টা সময় দেওয়া হয়েছে। দাবি না মানা হলে ১৩ সেপ্টেম্বর থানার সামনে আমরা অবস্থান আন্দোলন করব।” তাঁর অভিযোগ, পুরসভার ৯, ১০, ১১ ওয়ার্ডে কংগ্রেস কর্মীদের মারধর করা হচ্ছে। এই প্রসঙ্গে ব্লক তৃণমূল সভাপতি গোপাল রায় বলেন, “তৃণমূল কর্মীদের নামে মিথ্যা অভিযোগ করা হচ্ছে।” |
নদী থেকে দেহ উদ্ধার
নিজস্ব সংবাদদাতা • ধূপগুড়ি |
ধূপগুড়ির গধেয়ার কুঠি পঞ্চায়েতে নির্বাহী সহায়কের অস্বাভাবিক মৃত্যু হল। বৃহস্পতিবার বেলা ১১টা নাগাদ ৩১ নম্বর জাতীয় সড়ক লাগোয়া ময়নাগুড়ি থানা এলাকার জলঢাকা থেকে অলোক গুহ মজুমদারের (৫২) দেহ উদ্ধার হয়। ময়নাগুড়ি থানার আইসি অভিজিৎ সরকার বলেন, “ওঁর পরিবার সূত্রে জানা গিয়েছে, বেশ কয়েক বছর ধরে তিনি মানসিক অবসাদে ভুগছিলেন।” এদিন সকালে জলঢাকা সেতু লাগোয়া এলাকায় বাস থেকে নেমে বাড়ি থেকে আনা খাবার খেয়ে সিঁড়ি বেয়ে নদীতে গিয়ে মুখ ধুতে নামেন। সে সময় হঠাৎই তিনি নদীতে ঝাপ দেন বলে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন। |
কাঠের দোকান ছাই
নিজস্ব সংবাদদাতা • ময়নাগুড়ি |
আগুনে পুড়ে ছাই হল একটি কাঠ বিক্রির দোকান। বৃহস্পতিবার দুপুরে ময়নাগুড়ির আনন্দনগর পাড়ায় ঘটনাটি ঘটে। দমকলের দুটি ইঞ্জিন আগুন নিয়ন্ত্রণে আনে। প্রাথমিক তদন্তের পরে দমকল কর্মীদের সন্দেহ শট সার্কিট থেকে ওই অগ্নিকাণ্ডের ঘটনাটি ঘটে। ক্ষতিগ্রস্ত দোকান মালিক হেমন্ত রায় জানান, লক্ষাধিক টাকার কাঠ আগুনে পুড়ে নষ্ট হয়েছে। খবর দেওয়ার অন্তত ২০ মিনিট পরে দমকলের ইঞ্জিন ঘটনাস্থলে আসে বলে অভিযোগ তুলে বাসিন্দারা ক্ষোভে ফেটে পড়েন। যদিও ময়নাগুড়ি দমকলের আধিকারিক মহেন্দ্র রায় ওই অভিযোগ অস্বীকার করেছেন। |
তিরিশ দশক পরে সভাপতি তৃণমূলের
নিজস্ব সংবাদদাতা • ময়নাগুড়ি |
সাড়ে তিন দশক পরে বৃহস্পতিবার ময়নাগুড়ি পঞ্চায়েত সমিতির অ-বাম সভাপতি হিসাবে কাজ শুরু করলেন তৃণমূলের সুভাষ বসু। এদিন তিনি জানান, ময়নাগুড়ি ব্লক জুড়ে বিভিন্ন সমস্যা আছে। অগ্রাধিকারের ভিত্তিতে সমস্যাগুলি সমাধানের চেষ্টা করা হবে। শহর এলাকায় ডাম্পিং গ্রাউণ্ডের সমস্যা সমাধানের জন্য দ্রুত ভূমি রাজস্ব আধিকারিকদের সঙ্গে কথা বলব। এ বার নির্বাচনে পঞ্চায়েত সমিতির ৪৮ আসনের মধ্যে তৃণমূল ৩৬, সিপিএম ৮ টি এবং আরএসপি ৪ টি আসন দখল করে। বিডিও সংহিতা তলাপাত্র জানান, নির্বাচিত হওয়ার পরে সুভাষবাবু গত ৫ অগস্ট প্রশিক্ষণ নিতে চলে যান। বৃহস্পতিবার থেকে তিনি কাজ শুরু করেছেন। |
জয়ী তৃণমূল
নিজস্ব সংবাদদাতা • শিলিগুড়ি |
ফাঁসিদেওয়া পঞ্চায়েত সমিতির দখল নিল তৃণমূল। বৃহস্পতিবার পঞ্চায়েত সমিতির সহকারি সভাপতি পিসিলা লাকড়ার হাতে দলীয় পতাকা তুলে দেন উত্তরবঙ্গ উন্নয়নমন্ত্রী গৌতম দেব। বর্তমানে ওই পঞ্চায়েত সমিতির ১৯ টি আসনের মধ্যে ১০ টি তৃণমূলের দখলে। ইতিমধ্যেই পঞ্চায়েত সমিতির সভাপতি প্রণবেশ মন্ডল তৃণমূলে যোগদান করেছেন। তবে কংগ্রেস ছেড়ে তৃণমূলে যোগদান করার বিষয়টি সাধারণ মানুষ ভালভাবে মেনে নেবেন না বলে জানান দার্জিলিং জেলা কংগ্রেসের সভাপতি (সমতল) শঙ্কর মালাকার। অন্যদিকে বুধবার রাতে তৃণমূলে যোগদান করেন প্রাক্তন বাম কাউন্সিলর রামানন্দ প্রসাদ। প্রাক্তন পুরমন্ত্রী অশোক ভট্টাচার্য বলেন, “রামানন্দ প্রসাদ অনেকদিন আগে আমাদের দলের কাউন্সিলর ছিলেন, বহুদিন আগে থেকেই দলের সঙ্গে তাঁর কোন যোগাযোগ নেই।” |
|