পাশে থাকুন বিল পাশে, আবেদন মনমোহনের
কোনও না-কোনও বিষয় নিয়ে বিরোধীদের প্রতিবাদে রোজই অচল সংসদ। পাশ হতে পারছে না বহু প্রয়োজনীয় বিল। বকেয়া সেই বিলগুলি পাশ করাতে এ বার বিজেপি নেতাদের দ্বারস্থ হলেন প্রধানমন্ত্রী মনমোহন সিংহ।
মঙ্গলবার রাতে বিজেপির তিন শীর্ষ নেতা লালকৃষ্ণ আডবাণী, সুষমা স্বরাজ ও অরুণ জেটলিকে নিজের বাসভবনে ডেকে পাঠান প্রধানমন্ত্রী। আগামী কালই জি-২০ সম্মেলনে যোগ দিতে বিদেশে পাড়ি দিচ্ছেন মনমোহন। সনিয়া গাঁধীও চিকিৎসার জন্য বিদেশে। সরকারের দুই প্রধানের অনুপস্থিতিতে কয়লা কেলেঙ্কারি নিয়ে বিরোধ মিটিয়ে বিরোধীরা যাতে জমি বিল, জনপ্রতিনিধিত্ব আইন, পেনশন ও বিমা বিল পাশ করাতে সাহায্য করেন, সে জন্য বিজেপি নেতাদের কাছে আর্জি জানান প্রধানমন্ত্রী।
বিজেপি নেতাদের মতে, সরকার যে ভাবে বিরোধীদের উপেক্ষা করে নানা বিষয়ে একতরফা সিদ্ধান্ত নিয়ে চলেছে, তাতে খুব বেশি সহযোগিতা তাদের প্রাপ্য নয়। তার ওপর দলের ভেতরেই প্রশ্ন উঠছে রাজ্যসভায় বিজেপি সরকারের বিরুদ্ধে খুব বেশি আক্রমণাত্মক নয়। এই পরিস্থিতিতে খাদ্য সুরক্ষা বা জমি বিলের মতো জনমুখী বিলগুলিকে পাশ করানোর বিষয়ে বিজেপি আপত্তি না তুললেও পেনশন বা বিমার মতো বিলগুলিতে সরকারের পাশে থেকে কর্মচারীদের বিরাগভাজন হতে নারাজ। সংসদের এর পরের অধিবেশন এ বছরের শেষে। সেই সময় ভোটও আরও এগিয়ে আসবে। তাই চলতি অধিবেশনেই বিলগুলি পাশ করিয়ে নিতে চান মনমোহন। কিন্তু অধিবেশনের মেয়াদ এক সপ্তাহ বাড়িয়েও তা করা যাচ্ছে না।
বিরোধীদের চাপে আজ প্রধানমন্ত্রী সংসদে বিবৃতি দিয়ে কয়লা কেলেঙ্কারির ফাইল লোপাটের বিষয়ে সরকারের অবস্থান ব্যাখ্যা করেন। কয়লামন্ত্রী শ্রীপ্রকাশ জায়সবাল এর আগে বলেছিলেন, সত্যিই ফাইল গায়েব হয়েছে। কিন্তু প্রধানমন্ত্রী আজ বোঝানোর চেষ্টা করেন, আদালতের নির্দেশে ইতিমধ্যেই প্রায় দেড় লক্ষ নথি সিবিআইয়ের কাছে দেওয়া হয়েছে। তার পরেও যদি কিছু ফাইল পাওয়া না যায়, সেগুলি খোঁজা হচ্ছে। সেই ফাইল যে সত্যিই উধাও, এখনই তা বলা সম্ভব নয়। ফলে বিরোধীদেরও তড়িঘড়ি কোনও সিদ্ধান্তে পৌঁছনো উচিত নয়। প্রধানমন্ত্রী আশ্বাস দেন, সত্যিই ফাইল লোপাট হয়ে থাকলে দোষীদের ছাড়া হবে না।
কিন্তু বিরোধীরা প্রধানমন্ত্রীর এই বক্তব্যে সন্তুষ্ট নয়। আডবাণী থেকে জেটলি সকলেই এই বক্তব্যের পরে প্রধানমন্ত্রীকে প্রশ্ন করতে চেয়েছিলেন। কিন্তু দুই কক্ষেই প্রধানমন্ত্রী বিবৃতিটি পড়ে দিয়ে চলে যান। বিজেপির বক্তব্য, কয়লামন্ত্রীই বলছেন, ফাইল গায়েব হয়েছে, কিন্তু প্রধানমন্ত্রী তা বলছেন না কেন? এই ফাইল খুঁজতে সরকার কী পদক্ষেপ করছে, তারও কোনও জবাব দেননি প্রধানমন্ত্রী। ফলে বিজেপি এই বিষয়টি থেকে সরে আসছে না।

পুরনো খবর:


First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.