পেট্রোপণ্যের মূল্যবৃদ্ধির প্রতিবাদে কাল তাঁরা রাজ্যসভায় প্রতিবাদ করেছেন নীরবে। আর আজ মুখর হলেন লোকসভায়। সংসদের চলতি অধিবেশন শেষ হলে আর এক দফায় বাড়তে পারে রান্নার গ্যাস ও ডিজেলের দাম এই প্রচারকে হাতিয়ার করে তৃণমূল সাংসদরা এ দিন একাধিক বার অচল করে দিলেন লোকসভা। তাপস পাল, শতাব্দী রায়, প্রসূন বন্দ্যোপাধ্যায়, কল্যাণ বন্দ্যোপাধ্যায়রা বারবার ওয়েলে নেমে দাবি তুললেন, অবিলম্বে কমাতে হবে পেট্রোপণ্যের দাম।
লোকসভায় সুদীপ বন্দ্যোপাধ্যায় বলেন, “আমাদের কাছে সুনির্দিষ্ট খবর আছে যে সংসদের চলতি অধিবেশন শেষ হলেই ডিজেলের দাম লিটারে ২ টাকা ও রান্নার গ্যাসের সিলিন্ডার-পিছু দাম ৫০ টাকা বাড়বে। আমরা সর্বশক্তি দিয়ে তা প্রতিরোধের চেষ্টা করব।” কেন্দ্রের বিরুদ্ধে প্রতি দিন আক্রমণের ঝাঁঝ বাড়াচ্ছে তৃণমূল। ‘টাকা বাঁচাও দেশ বাঁচাও’ স্লোগান দিয়ে
সংসদ চত্বরে গাঁধী মূর্তির পাদদেশ ধর্না থেকে শুরু করে অধিবেশন কক্ষে বিক্ষোভ প্রায় প্রতি দিনই চলছে সরকার বিরোধী কর্মসূচি।
গত কাল রাজ্যসভায় খাদ্যবিলের বিরুদ্ধেই ভোট দিয়েছে তৃণমূল। আজ কেন্দ্রকে সরাসরি আক্রমণ করে সুদীপবাবু বলেন, “দেশের অর্থনৈতিক সঙ্কট কাটাতে উদ্যোগী হওয়ার চেয়ে বিরোধীদের রাজনৈতিক ভাবে আক্রমণ করার দিকেই বেশি আগ্রহ বর্তমান সরকারের। এই সরকার বেসামাল ও দিশাহীন। প্রধানমন্ত্রীও রাজনৈতিক বক্তব্যই পেশ করছেন। তাঁর কথায় জট ছাড়ানোর সমাধানসূত্র পাওয়া যাচ্ছে না।”
|