গৃহঋণের শর্ত কড়া করল আরবিআই
সংবাদসংস্থা • মুম্বই |
গৃহঋণ দেওয়ার শর্ত আরও কড়া করল রিজার্ভ ব্যাঙ্ক। আবাসন বা বাড়ি নির্মাণের প্রতিটি পর্বের সঙ্গে তাল মিলিয়ে ধাপে ধাপে গৃহঋণ দিতে ব্যাঙ্কগুলিকে নির্দেশ দিল আর বি আই। শীর্ষ ব্যাঙ্ক বিবৃতিতে জানিয়েছে, বাড়ি যাঁরা কিনছেন, তাঁদের স্বার্থ সুরক্ষিত রাখতেই তারা এই ব্যবস্থার পক্ষে। পাশাপাশি, অনুমোদিত বড় অঙ্কের গৃহঋণ থোক হিসেবে দিলে ঋণদানের ঝুঁকি অনেক বেড়ে যায়। বিশেষ করে অসমাপ্ত বা নির্মীয়মাণ নতুন প্রকল্পের ক্ষেত্রে থোক টাকা হিসেবে গৃহঋণ দিতে নিষেধ করেছে রিজার্ভ ব্যাঙ্ক। কিছু ব্যাঙ্ক প্রোমোটারদের সঙ্গে চুক্তি করে নির্মাণ কতটা হয়েছে, তা না-দেখেই এ ধরনের ঋণ হিসেবে থোক টাকা দিচ্ছে বলে সংশ্লিষ্ট সূত্রের খবর। সেই কারণেই রিজার্ভ ব্যাঙ্কের এই নির্দেশ।
|
ভারত-আবু ধাবি বিমান চুক্তিতে সায়
সংবাদসংস্থা • নয়াদিল্লি |
কেন্দ্রীয় মন্ত্রিসভার সায় পেল ভারত-আবু ধাবি দ্বিপাক্ষিক বিমান পরিষেবা চুক্তি। এর ফলে যে বিমানগুলি ভারত ও আবু ধাবি যাতায়াত করবে, এ বার থেকে তারা সপ্তাহে ৫০ হাজার পর্যন্ত যাত্রী বহন করতে পারবে। এত দিন ওই সংখ্যা ছিল ১৩,৭০০। তবে আসন বাড়ানো যাবে তিন বছর ধরে ধাপে ধাপে। প্রসঙ্গত, এর আগে এই চুক্তি চূড়ান্ত হওয়ার পর পরই ভারতের জেট এয়ার ও আবু ধাবির এতিহাদকে যৌথ উদ্যোগ গড়তে কেন্দ্র সায় দেওয়ায়, দেশ জুড়ে সমালোচনার ঝড় ওঠে। বিরোধীরা অভিযোগ তোলে, দ্বিপাক্ষিক চুক্তি অনুযায়ী যাত্রী বহনের সংখ্যা বাড়াতেই বেসরকারি জেট-এর প্রতি পক্ষপাতিত্ব করছে কেন্দ্র।
|
সিরিয়া, রেটিং নিয়ে দুশ্চিন্তায় বড় পতন সূচক, টাকার
সংবাদসংস্থা • মুম্বই |
গত চার দিনের লেনদেনে একটানা বেড়ে সেনসেক্স উঠেছিল ৯১৮ পয়েন্ট। কিন্তু মঙ্গলবারই তা এক ধাক্কায় পড়ে গেল ৬৫১ পয়েন্ট। যা গত ১৬ অগস্টের পর সবচেয়ে বড় পতন। সে দিন সেনসেক্স পড়েছিল ৭৬৯ পয়েন্ট। বাজারের অনিশ্চয়তায় আরও বেড়েছে সোনাও। সেনসেক্সের পতনের পিছনে বিশেষজ্ঞরা যে-সমস্ত কারণ চিহ্নিত করেছেন, তার মধ্যে রয়েছে:
• সিরিয়ায় হানার আশঙ্কা। বিশেষ করে রাশিয়ার সংবাদমাধ্যম দু’টি ক্ষেপণাস্ত্র হানার কথা ঘোষণা করার পর থেকেই লগ্নিকারীদের মধ্যে শেয়ার বিক্রির হিড়িক পড়ে যায়। তারা জানায়, ভূমধ্যসাগরের মধ্যাংশ থেকে ওই ক্ষেপণাস্ত্র চিহ্নিত করা গিয়েছে।
• সিরিয়া থেকে তেল সরবরাহ ব্যাহত হলে তেলের দাম আকাশছোঁয়া হবে, এই আশঙ্কাই টেনে নামায় টাকাকে। ডলারে তা পড়ে যায় ১৬৩ পয়সা। দিনের শেষে প্রতি ডলার দাঁড়ায় ৬৭.৬৩ টাকা।
• মূল্যায়ন সংস্থা স্ট্যান্ডার্ড অ্যান্ড পুওর্স-এর হুমকি এই পতনে ইন্ধন জোগায়। তারা জানায়, ইন্দোনেশিয়ার থেকেও ভারতের মূল্যায়ন কমানোর সম্ভাবনা বেশি।
• সেনসেক্স এ দিন ৬৫১ পয়েন্ট বা প্রায় ৪% পড়ে বন্ধ হয় ১৮,২৩৪.৬৬ পয়েন্টে।
|
লাভে চলা সুতোকলের সম্প্রসারণ |
তাম্রলিপ্ত স্পিনিং মিলের সম্প্রসারণ করা হবে। মঙ্গলবার এ কথা জানিয়েছেন ক্ষুদ্র ও মাঝারি শিল্প দফতরের সচিব রাজীব সিংহ। রাজ্যে সরকার-নিয়ন্ত্রিত ৬টি সুতোকলের মধ্যে শুধু এটিই গত বেশ কয়েক বছর ধরে লাভে চলছে। যদিও তার আগেকার লোকসানের বোঝা থেকে এখনও পুরোপুরি মুক্ত হতে পারেনি সংস্থাটি। রাজীববাবু জানিয়েছেন, মিলটির কিছু পুঞ্জীভূত লোকসান (অ্যাকিউমুলেটেড লস) থাকলেও গত বেশ কয়েক বছর ধরে এখানে কার্যকরী লাভ হচ্ছে। তাই সদ্যগঠিত ‘স্পিনফেড’-এর আওতায় ওই সুতোকলের সম্প্রসারণ করা হবে। সংস্থার ম্যানেজিং ডিরেক্টর সি আর মহাপাত্রও জানান, তাঁদের স্পিনিং মিল রুগ্ণ নয়। গত দশ বছর ধরে ‘নিট’ লাভে চলছে। |