টুকরো খবর |
হুমকিতে অভিযুক্ত শ্রমিক নেতা ধৃত
নিজস্ব সংবাদদাতা • পাণ্ডবেশ্বর |
হাজিরা খাতায় অসঙ্গতি দেখে সংশ্লিষ্ট বিভাগের দায়িত্বপ্রাপ্ত কর্মীর কাছে বিষয়টি জানতে চেয়েছিলেন আধিকারিক। অভিযোগ, শুক্রবার বাঁকোলা এরিয়ার কুমারডি-বি কোলিয়ারির ওই আধিকারিক দিব্যেন্দু ঘোষের মাথায় পিস্তল ঠেকিয়ে হুমকি দেন দায়িত্বপ্রাপ্ত কর্মী বাপ্পাদিত্য মুখোপাধ্যায়। রবিবার বিকেলে বাপ্পাদিত্যবাবুকে গ্রেফতার করা হয়েছে। |
|
কুমারডি কোলিয়ারি।—নিজস্ব চিত্র। |
কোলিয়ারি সূত্রের খবর, শনিবার বাপ্পাদিত্যবাবুকে এরিয়ার জিএম বাঁকোলা কোলিয়ারিতে বদলি করে দেন। এর প্রতিবাদে তিনি জিএম কার্যালয়ে গিয়ে জিএমকে না পেয়ে তাঁর উদ্দেশ্যে দেখে নেওয়ার হুমকি দিয়ে ফিরে যান। রবিবার কুমারডি বি কোলিয়ারিতে ‘সাসপেনশন অফ ওয়ার্কের’ নোটিস ঝুলিয়ে দেয় কর্তৃপক্ষ। ওই বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, যারা অন্যত্র কাজ করতে চান তাঁদের পছন্দ মতো কোলিয়ারিতে বদলি করা হবে।
পুরনো খবর: কেন ছুটি, প্রশ্ন করতেই কপালে ঠেকল পিস্তল
|
সালানপুর পঞ্চায়েত সমিতি বামফ্রন্টের
নিজস্ব সংবাদদাতা • আসানসোল |
সালানপুর পঞ্চায়েত সমিতির বোর্ড গঠন করল বামফ্রন্ট। ত্রিশঙ্কু হয়ে থাকা এই পঞ্চায়েত সমিতির বোর্ড গঠন ছিল শনিবার। পঞ্চায়েত সমিতির মোট ২৩টি আসনের মধ্যে বামফ্রন্ট পায় ১১টি, তৃণমূল আটটি ও কংগ্রেস চারটি। এ দিন কংগ্রেসের কোনও সদস্য উপস্থিত ছিলেন না। তৃণমূল সদস্যেরা শপথের পরেই সভাকক্ষ ত্যাগ করেন। তৃণমূলের তরফে বিডিওকে জানিয়ে দেওয়া হয়, তাঁরা সভাপতি ও সহ-সভাপতি পদে প্রতিদ্বন্দ্বিতা করবেন না। শনিবার দুপুর ২টোর সময় এই পঞ্চায়েত সমিতির বোর্ড গঠন প্রক্রিয়ার সময় ঠিক করা হয়। এ দিন দুপুর একটা নাগাদ প্রায় হাজার খানেক সদস্য সমর্থকদের একটি মিছিলের ঘেরাটোপে বামফ্রন্টের ১১ জন নির্বাচিত সদস্য ব্লক কার্যালয়ে আসেন। দুপুর ২টোর কিছু আগে কার্যালয়ে আসেন তৃণমূলের নির্বাচিত সদস্যরা। প্রশাসনিক প্রক্রিয়ার পরে বিডিও উপস্থিত নির্বাচিত সদস্যদের শপথবাক্য পাঠ করান। এরপর তৃণমূল সভাকক্ষ ত্যাগ করে চলে যায়। বিডিও প্রশান্ত মাইতি এরপরে সভাপতি ও সহ সভাপতি নির্বাচনের প্রক্রিয়া শুরু করেন। নির্বাচিত সদস্যদের মধ্যে থেকে সভাপতির পক্ষে জগদীশ মালাকারের নাম প্রস্তাব করেন তপনকুমার চন্দ। সমর্থন করেন অশোক বাউড়ি। বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী হন জগদীশবাবু। সহ-সভাপতির পদে ইন্দ্রানী ধীবরের নাম প্রস্তাব করেন জগদীশ মালাকার। সমর্থন করেন পূর্ণেন্দু বন্দ্যোপাধ্যায়। বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী হন ইন্দ্রানীদেবী।
|
মেয়র পারিষদকে ফেরাতে আর্জির সিদ্ধান্ত কংগ্রেসে
নিজস্ব সংবাদদাতা • আসানসোল |
কংগ্রেস মেয়র পারিষদকে অপসারণের ঘটনা নিয়ে শনিবার কলকাতায় দলের প্রদেশ নেতৃত্ব বৈঠক করলেন আসানসোল পুরসভার ১২ জন কংগ্রেস কাউন্সিলরের সঙ্গে। আসানসোল পুরসভার ওই মেয়র পারিষদ গোলাম সরওয়ারকে দিন সাতেক আগে পদ থেকে সরানো হয়। অভিযোগ, পুর বোর্ডের প্রশাসনিক পদে থেকে মেয়রের বিরুদ্ধে আদালতে মামলা এবং পুরসভার বিরুদ্ধে মুখ খুলেছিলেন তিনি। কংগ্রেস সূত্রে খবর, শনিবার বৈঠকে ঠিক হয়, কাউন্সিলররা পুরসভার মেয়র তাপস বন্দ্যোপাধ্যায়কে চিঠি দিয়ে গোলাম সরওয়ারকে অপসারণের সিদ্ধান্ত প্রত্যাহারের জন্য অনুরোধ করবেন। সাত দিনের মধ্যে সিদ্ধান্ত প্রত্যাহার করা না হলে আবার বৈঠক ডেকে কাউন্সিলররা পরবর্তী পদক্ষেপ ঠিক করবেন। পুরসভার ডেপুটি মেয়র অমরনাথ চট্টোপাধ্যায় বলেন, “আমরা সোমবারই মেয়রকে চিঠি পাঠানোর ব্যবস্থা করব।” পুরো প্রক্রিয়াটি শেষ করতে তাঁকেই দায়িত্ব দেওয়া হয়েছে বলে জানান তিনি।
পুরনো খবর: পদচ্যুত মেয়র পারিষদের দফতর বণ্টন নিয়ে বিতণ্ডা
|
গুলিবিদ্ধ দেহ উদ্ধার
নিজস্ব সংবাদদাতা • অন্ডাল |
গুলিবিদ্ধ অবস্থায় এক যুবকের দেহ উদ্ধার করল পুলিশ। শনিবার অন্ডালের সফিক নগরের ঘটনা। মৃতের নাম শেখ বাবলু (২২)। পুলিশ জানায়, শেখ বাবলুর দাদা শেখ ফহিন পুলিশের কাছে লিখিত অভিযোগে জানান, পুরনো রাগ থেকেই শেখ ফিয়াজুল, মহম্মদ লাল ও কালু বাউড়ি তাঁর ভাইকে খুন করেছে। তবে অভিযোগ অস্বীকার করেন শেখ ফিয়াজুল। তাঁর দাবি, শেখ বাবলুর সঙ্গে তাঁদের পরিবারিক সম্পর্ক ছিল। দুপুরে বাবলু তাঁদের বাড়িতে এসে মোবাইলে কারও সঙ্গে কথা বলতে থাকেন। হঠাৎ আগ্নেয়াস্ত্র বের করে নিজের মাথার ডান দিকে চোখের উপরে গুলি চালিয়ে দেন তিনি। তাঁর আরও দাবি, বাড়িতে শুধু তাঁদের দুই ভাইয়ের স্ত্রীরা ছিলেন। এ সি পি (পূর্ব) এস সিলভা মুরুগান বলেন, “ঘটনার তদন্ত চলছে। ময়নাতদন্তের রিপোর্ট না পাওয়া পর্যন্ত পুলিশ নিশ্চিত নয় এটা খুন না আত্মহত্যা।”
|
পাণ্ডবেশ্বরে মার, অভিযুক্ত তৃণমূল
নিজস্ব সংবাদদাতা • পাণ্ডবেশ্বর |
এক সিপিআই (এমএল) কর্মীর বাড়ি চড়াও হয়ে তাঁকে মারধরের অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে শনিবার পাণ্ডবেশ্বরের রামনগর ২ নম্বর ভুঁইয়া পাড়া এলাকায়। তবে অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল। ওই সিপিআই (এমএল) কর্মী পরদেশী ভুঁইয়ার অভিযোগ, রাত ১১টা নাগাদ তৃণমূল কর্মী গব্বর মিঞাঁ, প্রহ্লাদ সাউ-সহ ১৫ জন তাঁর বাড়ি চড়াও হয়ে তাঁকে মারধর করে। রবিবার সকালে তিনি পাণ্ডবেশ্বর থানায় অভিযোগ করতে যাওয়ার পথেও মারধর করা হয় তাঁকে। পরদেশীবাবুর দাবি, তিনি কোনও রকমে তাঁদের উখড়া কার্যালয়ে আশ্রয় নেন। বিকেলে দলীয় নেতৃত্বের সাহায্যে অভিযোগ দায়ের করেন তিনি। পুলিশ ঘটনার তদন্ত করছে।
|
নতুন অতিথি নিবাস
নিজস্ব সংবাদদাতা • আসানসোল |
কয়লা সংস্থা ইসিএলের উদ্যোগে সম্প্রতি কুনস্তরিয়ায় একটি অতিথি নিবাসের উদ্বোধন করেন ইসিএলের ডিরেক্টর (পার্সোনেল) সুশীল শ্রীবাস্তব। ঝাড়খণ্ডের রাজমহল কয়লাখনি সংলগ্ন শালমাটিয়া এলাকায় একটি আইটিআই কলেজের প্রশাসনিক ভবন গড়তে ইসিএল প্রায় আড়াই কোটি টাকার আর্থিক সহায়তা করেছে। সম্প্রতি ধানবাদের জেলাশাসক কে রবিকুমারের হাতে তা তুলে দেন সুশীলকুমারবাবু।
|
কারখানা পরিদর্শন
নিজস্ব সংবাদদাতা • আসানসোল |
বার্নপুরের ইস্কো স্টিল প্ল্যান্টে শনিবার এলেন সেলের চেয়ারম্যান চন্দ্রশেখর বর্মা। ছিলেন সেলের ডিরেক্টর (টেকনিক্যাল) এসএস মহান্তি।
|
প্রশিক্ষণ শিবির
নিজস্ব সংবাদদাতা • আসানসোল |
চিত্তরঞ্জন রেল ইঞ্জিন কারখানার অন্যতম সাংস্কৃতিক পীঠভূমি বাসন্তী ইনস্টিটিউটের সাঁতার প্রশিক্ষণ শিবির শেষ হল শনিবার। ১৫ দিনের এই শিবির শুরু হয় ১৬ অগস্ট থেকে।
|
কোথায় কী |
দুর্গাপুর
বনমহোৎসব। ওয়েলফেয়ার সেন্টার। সকাল ১০টা। উদ্যোগ: ডিটিপিএস, ডিভিসি।
ফুটবল প্রতিযোগিতা। এএসপি মাঠ। বিকাল সাড়ে তিনটে।
ফুটবল। নেহেরু স্টেডিয়াম। বিকাল সাড়ে তিনটে।
আসানসোল
ফুটবল। টিএমসি মাঠ। বিকাল ৪টা।
চিত্তরঞ্জন
ফুটবল প্রতিযোগিতা। এইচসিএল মাঠ ও শ্রীলতা মাঠ। বিকাল ৪টা। |
|