অশোক ঘোষ ও চাঁপাপ্রভা দত্ত স্মৃতি ফুটবলে শনিবার আমরা ক’জন বয়েজ ক্লাব টাইব্রেকারে ৫-৪ গোলে নবারুণ এসিকে হারায়। গ্যামন ব্রিজ মাঠে এই খেলা নির্ধারিত সময়ে গোলশূন্য ছিল। রবিবার এই মাঠে বীরভানপুর বিধান স্পোর্টিং ক্লাব ২-১ গোলে শ্যামপুর উদয় সঙ্ঘকে হারায়। বীরভানপুরের হয়ে গোল করেন অমিত মাজি ও চিরঞ্জিত আঁকুড়ে। শ্যামপুরের হয়ে গোল করেন সুরজিৎ বাউড়ি। আয়োজক সংস্থা জানায়, ৮ সেপ্টেম্বর ফাইনালে এ দিনের বিজয়ী দল আমরা ক’জন বয়েজ ক্লাবের সঙ্গে খেলবে।
|
এনআর দত্ত এবং জেসি ঘোষ স্মৃতি আন্তঃবিদ্যালয় ফুটবল প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হল এমসিটিআই, হিরাপুর। বিইউসি মাঠে তারা পূর্ব রেল বয়েজ হাইস্কুলকে ১-০ গোলে হারায়।
|
অনূর্ধ্ব ১৬ বিশ্বজিৎ তা স্মৃতি ফুটবল প্রতিযোগিতার ফাইনালে জিতল বিনোদীমাধব সামন্ত কোচিং ক্লাব।
রসুলপুর অতনু ফুটবল অ্যাকাডেমিকে রবিবার ২-১ গোলে হারায় তারা। ছবি তুলেছেন উদিত সিংহ। |
আসানসোল গ্রাম সব পেয়েছির আসর আয়োজিত আন্তঃবিদ্যালয় ফুটবল প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হল শান্তিনগর বিদ্যামন্দির। রামসায়ের মাঠে তারা এমসিটিআইকে ৩-০ গোলে হারায়।
|
মহকুমা ক্রীড়া সংস্থা আয়োজিত অনূর্ধ্ব ১৬ ফুটবল প্রতিযোগিতায় শনিবার লাল ময়দানে শান্তি স্পোর্টিং ক্লাব ও সুভাষচন্দ্র বয়েজ ক্লাবের খেলা গোলশূন্য রইল। এই মাঠে রবিবার আইএন দিশারী সঙ্ঘ ২-১ গোলে দুর্গাপুর হিরোজকে হারায়।
|
দুর্গাপুর মহকুমা ক্রীড়া সংস্থার সুপার ডিভিশন ফুটবলে শনিবার এবিএলের মাঠে ফ্রেন্ডস রেজিমেন্ট ২-১ গোলে শ্যামপুর উদয় সঙ্ঘকে হারায়।
|
দুর্গাপুরে গণেশচন্দ্র বাউড়ি ও মানিকচন্দ্র ঘোষ স্মৃতি ফুটবলের
চূড়ান্ত পর্বের খেলার একটি মুহূর্ত। রবিবারের নিজস্ব চিত্র। |