বাংলার নির্বাচকদের নিয়ে ‘ড্যামেজ কন্ট্রোলে’ শেষ পর্যন্ত নামতে হল সিএবিকে। এবং নামলেন স্বয়ং প্রেসিডেন্ট জগমোহন ডালমিয়া।
পরের পর নির্বাচনী বৈঠকে নির্বাচকদের ‘ব্রাত্য’ করে রাখা নিয়ে উত্তরোত্তর নির্বাচকদের অসন্তোষ বৃদ্ধি পাচ্ছিল। পুরোটাই সিএবি যুগ্ম সচিব সুজন মুখোপাধ্যায়কে ঘিরে। সর্বশেষ সংযোজন, ঘরোয়া চ্যালেঞ্জার ট্রফির দল নির্বাচনের আগেই নির্বাচকদের কেউ কেউ ঠারেঠোরে বলে দিয়েছিলেন যে, এটা তাঁদের টিম হবে না। এক নির্বাচক আবার ইস্তফা দেওয়ার ইঙ্গিতও ছেড়ে রাখেন। পরিস্থিতি ঘোরালো হচ্ছে দেখে, সচিব সুজন মুখোপাধ্যায়ের সঙ্গে বৈঠকে বসেন ডালমিয়া। নরমে-গরমে সচিবকে বোঝানো হয় যে, মরসুম শুরুর আগে নির্বাচকদের নিয়ে যে রকম অসন্তোষ তৈরি হচ্ছে, সেটা অনভিপ্রেত। বলা হয়, কোনও নির্বাচকের সঙ্গে সমস্যা থাকলে তাঁকে ডেকে মিটিয়ে নিতে। কিন্তু এ ভাবে চলতে থাকলে সিএবি-রই সম্মান নষ্ট হবে। জানা গিয়েছে, নির্বাচক মণ্ডলী এবং সচিব—দু’পক্ষকে নিয়ে আগমী ৩ সেপ্টেম্বর বৈঠকে বসবেন সিএবি প্রেসিডেন্ট। যেখানে নির্বাচকদের সমস্যার শুনে দু’পক্ষের ঝামেলা মিটিয়ে ফেলা হবে। বৈঠকে থাকবেন বাংলার কোচ অশোক মলহোত্রও। চ্যালেঞ্জারের টিমও বৈঠকের পরই সরকারি ভাবে ঘোষণা করা হবে বলে শোনা যাচ্ছে। যদিও জানা গেল, মোটামুটি টিম একটা হয়েছে (সুজন যদিও সেটা বলতে চাইছেন না)। কিন্তু নির্বাচকদের সঙ্গে কথা বলে তবে তাতে সিলমোহর পড়বে।
এ দিকে, ভারতীয় দলের দক্ষিণ আফ্রিকা সফর পিছিয়ে যেতে পারে বলে খবর। নভেম্বরের মাঝামাঝির বদলে ডিসেম্বরে হতে পারে সফর। দক্ষিণ আফ্রিকা বোর্ডের প্রস্তাবিত সূচি মানা হচ্ছে না। বরং কাটছাঁট করে চূড়ান্ত ঘোষণা হতে পারে নভেম্বরের শেষে।
|