চ্যাম্পিয়ন সৌম্যজিৎ, শামিনী
সংবাদসংস্থা • ধারওয়াড় |
আন্তঃ প্রাতিষ্ঠানিক টেবল টেনিস চ্যাম্পিয়নশিপের আসরে পুরুষদের সিঙ্গলসে অ্যান্থনি অমলরাজকে হারিয়ে চ্যাম্পিয়ন হলেন সৌম্যজিৎ ঘোষ। ডাবলস খেতাব গেল সৌরভ সাহা-জি সত্যেনের দখলে। মহিলাদের জাতীয় চ্যাম্পিয়ন কে শামিনী খেতাব জিতলেন সিঙ্গলস এবং ডাবলস - দুই বিভাগেই। মহিলাদের সিঙ্গলসে একপেশে ফাইনালে শামিনী এ দিন পৌলমী ঘটককে ৪-০ উড়িয়ে দেন। ম্যাচের ফল ১১-৭, ১১-১, ১১-৮, ১১-২। এই ম্যাচের আগেই ডাবলসে শামিনী-মধুরিকা পাটকর জুটি অঙ্কিতা দাস-রীত রিশওয়াকে হারান ৩-০ (১১-৯, ১১-৫, ১১-৫)। জোড়া খেতাবজয়ী শামিনী বলেন, “শুরু থেকেই আক্রমণাত্মক খেলার পরিকল্পনা করেছিলাম। তা ঠিকঠাক খেটে যাওয়ায় ভাল লাগছে।” অন্য দিকে, পুরুষদের সিঙ্গলসে সৌম্যজিতের জয় এল বেশ লড়াই করে। অ্যান্থনি অমলরাজকে তিনি হারালেন ৪-১ (১১-৯, ৫-১১, ১১-৯, ১১-৯, ১১-৬)। জেতার পর সৌম্যজিৎ বলেন, “শুরুর দিকে যে ছন্দটা ছিল তা এক সময় হারিয়ে গিয়েছিল। কিন্তু তৃতীয় গেমে এগিয়ে যাওয়ার পরই প্রয়োজনীয় আত্মবিশ্বাসটা পেয়ে যাই।”
|
সাব জুনিয়র ফুটবলে জয়ী উত্তর ২৪ পরগনা
নিজস্ব সংবাদদাতা • শ্রীরামপুর |
বৃষ্টি ভেজা মাঠে উপভোগ্য লড়াই হল। শেষ পর্যন্ত দক্ষিণ ২৪ পরগনাকে হারিয়ে চ্যাম্পিয়ন হল উত্তর ২৪ পরগনা। মঙ্গলবার গুপ্তিপাড়ার পঙ্কজ উদ্যানে (সেগুনতলা মাঠ) রাজ্য স্পোর্টস ফেডারেশন পরিচালিত আন্তঃজেলা সাব-জুনিয়র ফুটবল প্রতিযোগিতায় ফাইনাল দেখতে বৃষ্টি উপেক্ষা করেও ভিড় ভেঙে পড়ল মাঠের চারদিকে। ইন্ডিয়ান ফুটবল অ্যাসোসিয়েশনের (আইএফএ) পৃষ্ঠপোষকতায় গত ১৮ তারিখ থেকে ওই প্রতিযোগিতার আয়োজন করে গুপ্তিপাড়া ফুটবল ক্লাব। দু’টি ভাগে এই প্রতিযোগিতা চলছে। গুপ্তিপাড়া এবং কোচবিহারে খেলাগুলি হয়। দু’জায়গাতেই ১০টি করে ফুটবল জেলা অংশগ্রহণ করে। আগামী ১ সেপ্টেম্বর কোচবিহারে দু’টি বিভাগের জয়ী দলের মধ্যে চূড়ান্ত পর্বের খেলা হওয়ার কথা। মঙ্গলবার গুপ্তিপাড়ায় ফাইনালে দুই ২৪ পরগনা মুখোমুখি হয়। উত্তরের ছেলেরা ২-০ গোলে জেতে। দু’টি গোলই হয় খেলার দ্বিতীয়ার্ধে। কর্নার থেকে প্রথম গোল করেন রানা পাণ্ডে। দ্বিতীয় গোল তমাল দাসের।
|
ঋদ্ধিমান-রাহানে জুটির ১৬০ রানের পার্টনারশিপও জেতাতে পারল না ভারত ‘এ’-কে। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে দ্বিতীয় ইনিংসে জয়ের জন্য ৩০৭ টার্গেট নিয়ে ব্যাট করতে নামা ভারত ‘এ’ শেষ হয়ে গেল ১৮৫-তেই। সিরিজের দ্বিতীয় ম্যাচে ১২১ রানে হেরে দক্ষিণ আফ্রিকা ‘এ’-র বিরুদ্ধে বেসরকারি টেস্ট সিরিজ ১-১ করল ভারত। ঋদ্ধিমান সাহা অপরাজিত ৭৭। ১৮-৫ হয়ে যাওয়ার পর দলের হাল ধরেন রাহানে (৮৬) ও ঋদ্ধি। ৫০.৪ ওভারে ১৬০ করে এই জুটি ভেঙে যাওয়ার পর মাত্র সাত রানের মধ্যে অল আউট হয়ে যায় ভারত ‘এ’।
|
সাফ কাপ খেলতে কাঠমান্ডু পৌঁছে গেল ভারত। এই মুহূর্তে নেপালের রাজধানীর আবহাওয়া বেশ ভাল। ২২ ডিগ্রির আশেপাশে তাপমাত্রা ঘোরাফেরা করছে। তবে মাঝে মাঝে বৃষ্টি হচ্ছে। এটুকুই যা সমস্যা। এ দিন কাঠমান্ডু পৌঁছে সুনীল ছেত্রী-রহিম নবিরা বিশ্রাম নিলেন। অধিনায়ক সুনীল ছেত্রী বললেন, “আমরা গত বছরের চ্যাম্পিয়ন ঠিকই, তবে অতীত নিয়ে ভাবতে চাই না। নতুন বছর, নতুন লড়াই। আমরা ম্যাচ ধরে ধরে এগোতে চাই।”
|
ধ্যানচাঁদের জন্মদিনে ২৯ অগস্ট ক্রীড়া দিবসে রাজ্যের অলিম্পিয়ান ও বিভিন্ন খেলার সফল মানুষদের নিয়ে বিশাল পদযাত্রার আয়োজন করেছে বেঙ্গল অলিম্পিক অ্যাসোসিয়েশন। নেতাজি ইন্ডোর থেকে শুরু হয়ে যা শেষ হবে নজরুল মঞ্চে। সেখানে হবে নানা অনুষ্ঠান। গ্রামীণ হারিয়ে যাওয়া নাচ ও গান। |