ইস্টবেঙ্গল, মোহনবাগান-সহ আই লিগের ১২ ক্লাবকে ফের পরীক্ষায় বসার সুযোগ দিল ফেডারেশন। এক বছর পর তাদের লাইসেন্সিংয়ের জন্য পরীক্ষা দিতে হবে। ফলে এ বছর আই লিগে খেলতে ক্লাব গুলির অসুবিধা থাকল না।
ফেল করার পর এএফসি-র শর্ত পূরণের জন্য আরও এক বছর সময় চেয়ে আবেদন করেছিল ক্লাবেরা। নির্ধারিত এক লাখ টাকা ফি দিয়ে। ফেডারেশনের লাইসেন্সিং কমিটি সেই আবেদন মঞ্জুর করে দিল মঙ্গলবার। গতবারের আই লিগের ক্লাবগুলির মধ্যে পুণে ছাড়া কেউ-ই পাস করেনি।
|
হাসছি মোরা, হাসছি দেখ...। বৃষ্টি ভেজা যুবভারতীতে লাল-হলুদের তিন সৈনিক গুরবিন্দর, চিডি ও বলজিৎ।
চোটের কারণে এ দিন অনুশীলনে আসেননি মোগা। আর সুয়োকা কিন্তু এ দিন অনুশীলনে নেমেই উঠে যান।
বাড়ি যাওয়ার আগে জাপানি ফুটবলারটি বলেন, “এখনও চোটমুক্ত নই।” ইস্টবেঙ্গল কোচ মার্কোস ফালোপাও
বলছেন, “ডাক্তার এখনও সবুজ-সঙ্কেত না দেওয়ায় অনুশীলনে নেই সুয়োকা।” ছবি: উৎপল সরকার। |
পুণে ছাড়া এ বছর আই লিগে নথিভুক্ত দু’টি ফ্রাঞ্জাইজি ক্লাবও ছাড় পাচ্ছে। পৈলান অ্যারোজ-সহ আই লিগের ১২টি ক্লাবকে এক বছরের মধ্যে সব শর্ত পূরণ করতে হবে।
মঙ্গলবার দিল্লির ফুটবল হাউসে লাইসেন্সিং কমিটি আলোচনার পর কমিটির চেয়ারম্যান গিরিজা শঙ্কর বলেন, “এক বছরের মধ্যে ক্লাব লাইসেন্সিংয়ের ‘এ’ গ্রেডের শর্তগুলি পূরণ করতে হবে। যারা শর্ত পূরণ করতে ব্যর্থ হবে তারা বাতিল হয়ে যাবে।”
এ দিন দেশের একমাত্র ফুটবলার সাংসদ প্রসূন বন্দ্যোপাধ্যায়কে সংবর্ধনা দিল ফেডারেশন। প্রেসিডেন্ট প্রফুল্ল পটেল প্রসূনকে সংবর্ধিত করেন।
|