টুকরো খবর
সময়সীমা শেষ, দেখা নেই লটারিতে কোটিপতির
ঘড়ির কাঁটা যতই এগোচ্ছে, সময় ফুরোচ্ছে। ২৫ অগস্ট রাত ১২টা পেরোলেই তার মৃত্যু। অর্থাৎ পাঠকরা যতক্ষণে খবরটা পড়ছেন, ইহলোকে তার সময় ফুরিয়েছে। মিলিয়নেয়ার মালিকের খোঁজ নেই এখনও। ১-৬-৭-২০-৪৯। গত বছর আজকের দিনটিতে নিউ ইয়র্কের প্লেল্যান্ড মার্কেট থেকে এই লটারির টিকিটটাই কিনেছিলেন কোনও এক ব্যক্তি। সৌভাগ্যের কথা, জিতেও যান তিনিই। কিন্তু সৌভাগ্য এই পর্যন্তই। লটারির পুরস্কারমূল্য ১০ লক্ষ ডলার (ভারতীয় মুদ্রায় ৪ কোটি টাকা) দাবি করার জন্য এক বছরের সময়সীমা ছিল। আজ রাত ফুরোলেই সময় শেষ। রহস্যময় সেই কোটিপতির দেখা নেই এখনও। লটারি অফিস থেকে অনুরোধ করা হচ্ছে সকলকে, “আমাদের থেকে যদি টিকিট কেটে থাকেন, দয়া করে এক বার নম্বরটা মিলিয়ে দেখুন।” তাদের চেষ্টার অন্ত নেই। রহস্যময় কোটিপতিকে খুঁজে বার করতে প্রচার করা হচ্ছে সংবাদমাধ্যমে। নিখোঁজ মালিককে খুঁজে বার করতে ‘নিরুদ্দেশ সম্পর্কে ঘোষণা’ করা হচ্ছে সোশ্যাল নেটওয়ার্কিং সাইটেও। চিন্তা একটাই সোমবার কেউ যদি এসে দাবি করে, কী ভাবে পরিস্থিতি সামলাবে তারা। তবে এ ধরনের ঘটনা নতুন নয় মার্কিন মুলুকে। ২০০১-এ ব্রুকলিনে ৬ কোটি ৮০ লক্ষ ডলারের লটারির পুরস্কারমূল্য নিতে আসেননি কেউই। পরিসংখ্যান বলে, সেটাই ছিল সবচেয়ে বড় মূল্যের দাবিহীন জ্যাকপট।

কোর্টে মুবারক, পিছোল শুনানি
শুনানি পিছোল মিশরের পাক্তন প্রেসিডেন্ট হোসনি মুবারকের বিরুদ্ধে চলা একটি মামলার। সেপ্টেম্বরের মাঝামাঝি ফের শুনানি হবে। বৃহস্পতিবার জেল থেকে ছাড়া পাওয়ার পরে রবিবারই প্রথম আদালতে হাজির হলেন মুবারক। অন্য দিকে শুনানি পিছিয়ে গেল মুরসি-সমর্থক মুসলিম ব্রাদারহুডের তিন নেতার বিরুদ্ধে চলা মামলারও। তাঁরা আদালতে উপস্থিত না থাকায় শুনানি পিছিয়ে দিল মিশরের একটি আদালত। ২৯ অক্টোবরে ফের ওই মামলার শুনানি হবে। তবে সেনার তরফে জানানো হয়েছে, নিরাপত্তার কারণেই তাঁদের আদালতে হাজির করা যায়নি।

পুরনো খবর:

ছেলের জন্ম দিতে যুবতী কিনে ধৃত পাক নাগরিক
ছেলে না হওয়ায় দ্বিতীয় বার বিয়ে করেছিলেন পাকিস্তানের মহম্মদ আলি। কিন্তু সন্তানের জন্মই দিতে পারেননি দ্বিতীয়া স্ত্রী। তৃতীয় বার তাই অভিনব পন্থা। বিয়ে না করে কুড়ি বছর বয়সী এক যুবতীকে কিনে আনেন তিনি। উদ্দেশ্য ছিল, তাঁর ছেলের জন্ম দেবেন ওই যুবতী। কিন্তু তার আগেই পঞ্জাব প্রদেশের পুলিশ গ্রেফতার করল পঞ্চান্ন বছরের মহম্মদকে। ধরা পড়ে মহম্মদের স্বীকারোক্তি, “আমি দ্বিতীয়া স্ত্রীকে ভালবাসি এবং তাঁকে প্রতিশ্রুতিও দিয়েছিলাম, ছেলের জন্মের পর ওই মেয়েটিকে ছেড়ে দেব। ছেলেকে দ্বিতীয়া স্ত্রীর হাতেই তুলে দেব।” সে জন্য ১ লক্ষ ২০ হাজার টাকা দিয়ে বেগম বিবি নামে ওই যুবতীকে কেনেন তিনি। ভাড়া বাড়িতে দু’জনে এক সঙ্গে থাকতেও শুরু করেছিলেন। তার পর হঠাৎই আপৎকালীন নম্বরে ফোন করে বেগম বিবি জানান, বিয়ের প্রতিশ্রুতি দিয়ে তাঁকে একটি বাড়িতে আটক করে রেখেছেন মহম্মদ আলি। শারীরিক ও যৌন হেনস্থাও করেছেন। তার পরেই পুলিশ মহম্মদকে গ্রেফতার করে।

দেখভাল করতে আসছেন দিদিমা
রাজকুমার জর্জের জন্য কোনও ন্যানি রাখছেন না উইলিয়াম-কেট। আপাতত কেটের মা ক্যারোল মিডলটনই সেই দায়িত্বটা কাঁধে তুলে নিচ্ছেন। কেট-উইলিয়ামের নতুন বাসা কেনসিংটন প্যালেসেই বিশেষ ঝাঁ-চকচকে সুইট তৈরি হচ্ছে ক্যারোল আর তাঁর স্বামী মাইকেলের জন্য, যাতে জর্জের মা হাত বাড়ালেই পান নিজের মা-কে। ছেলের জন্মের পর থেকেই একের পর এক ছক ভাঙছেন উইলিয়াম-কেট। যেমন, যুবরাজ চার্লস আর ক্যামিলার আগেই নাতিকে হাসপাতালে দেখে এসেছিলেন জর্জের দাদু-দিদিমা। জর্জকে নিয়ে উইলিয়াম-কেটের প্রথম ছবিটাও তুলেছিলেন কেটের বাবা, রাজপরিবারের কোনও চিত্রগ্রাহক নন। আপাতত ছোট্ট জর্জের দেখভাল নিয়েও ফের চর্চার কেন্দ্রে উইলিয়ামের শ্বশুরবাড়ি। প্রায় ১০ লক্ষ পাউন্ড খরচ করে ঢেলে সুপ্রাচীন কেনসিংটন প্যালেসকে ঢেলে সাজা হচ্ছে। মিডলটন পরিবারের বাড়ি সেখান থেকে মাইলদুয়েকের মধ্যেই। এখন অবশ্য কেট রয়েছেন বাকলবেরিতে, তাঁদের অন্য একটি বাড়িতে। মাসখানেকের মধ্যেই জর্জ আর মা-কে নিয়ে তিনি উঠে আসবেন কেনসিংটনে।

পুরনো খবর:
বিয়ে করতে পারেন হ্যারি
দাদার পর তাঁরই পালা ছিল। এবং সে প্রত্যাশা মেনেই শীঘ্র বিয়ে করতে চলেছেন ব্রিটেনের রাজকুমার হ্যারি। এ নিয়ে অবশ্য সরকারি ভাবে এখনও কিছু ঘোষণা করেনি বাকিংহাম প্যালেস। যা খবর মিলেছে পুরোটাই কানাঘুষো। সে সূত্রেই জানা গিয়েছে, এ বছরই প্রেমিকা ক্রেসিডা বোনাসকে বিয়ের প্রস্তাব দিতে পারেন হ্যারি। সব কিছু ঠিক ঠাক চললে চলতি বছরেই বাগ্দান অনুষ্ঠান হবে। আর তার পরেই বিয়ে। তবে সূত্রের দাবি, আগামী বছরের গোড়ার দিকে অর্থাৎ বসন্তে বিয়ে করতে পারেন হ্যারি-ক্রেসিডা। গত বছর অবশ্য হ্যারির নগ্ন ছবি প্রকাশের পর সম্পর্ক প্রায় ভেঙে গিয়েছিল দু’জনের। কিন্তু ফের জোড়ে তা। সম্প্রতি তাঁদের বিভিন্ন নাইটক্লাবে এক সঙ্গে দেখাও গিয়েছে। সব মিলিয়ে বিয়ের সম্ভাবনা তাই জোরদার।



First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.