টুকরো খবর
কমিউনিস্ট নেতার বিচার চিনে
স্ত্রীর আনা অভিযোগকে বললেন হাস্যকর, জনৈক সাক্ষীকে বললেন পাগলা কুকুর। চিনে সাম্প্রতিক কালে সবচেয়ে সাড়া জাগানো দুর্নীতি মামলায় প্রাক্তন কমিউনিস্ট নেতা বো জিলাইয়ের বিচার শুরু হল। ৬৪ বছরের বো বছর দুয়েক আগেও পলিটব্যুরো স্ট্যান্ডিং কমিটিতে যাওয়ার অন্যতম দাবিদার ছিলেন। কিন্তু ক্ষমতার অপব্যবহার এবং ঘুষ নেওয়ার অভিযোগে তাঁর পদ যায়। গত বছর মার্চ থেকে হেফাজতে ছিলেন। বৃহস্পতিবারের প্রকাশ্য শুনানিতে এই প্রথম জনসমক্ষে দেখা গেল বো-কে।

নেপালে প্রচণ্ডর হুমকি
গৃহযুদ্ধের সময়কার মামলা যদি ফের খুঁচিয়ে তোলা হয়, তাহলে নেপালের মাওবাদীরাও ফের বিদ্রোহের পথে হাঁটবেন। হুমকি দিয়েছেন নেপালের মাওবাদী প্রধান, খোদ প্রচণ্ড। তাঁর দাবি, গৃহযুদ্ধের সময়কার ঘটনার তদন্তে বিশেষ কমিশন গঠন করার কথা। তার আগে এই সব মামলা শুরু করা উচিত নয়। কিন্তু ১৬ বছরের ছেলের মৃত্যুর বিচার চেয়ে অনশনে বসেছেন এক দম্পতি। সেই চাপে তদন্ত শুরুর তোড়জোড় করছিল সরকার।

ক্ষমা চাইবেন ম্যানিং
বারাক ওবামার কাছে ক্ষমাভিক্ষা চাইবেন সেনাকর্মী ব্র্যাডলি ম্যানিং। বুধবার এই কথা জানিয়েছেন তাঁর আইনজীবী ডেভিড কুম্বস। উইকিলিকসকে গোপন মার্কিন নথি সরবরাহের দায়ে ম্যানিংকে ৩৫ বছরের কারাদণ্ড দিয়েছে মার্কিন সেনা আদালত। বিচার চলার সময় আদালতেও ক্ষমাভিক্ষা চেয়েছিলেন ম্যানিং।

হোসনি মুবারকের মুক্তি
ছবি: এপি।
বুধবারই নির্দেশ দিয়েছিল আদালত। সেই মতো প্রায় দু’বছর পরে বৃহস্পতিবার জেল থেকে ছাড়া পেলেন মিশরের প্রাক্তন প্রেসিডেন্ট হোসনি মুবারক। তবে তাঁর বিরুদ্ধে মামলাগুলি চলবে। ৮৫ বছরের প্রাক্তন প্রেসিডেন্টকে গৃহবন্দি করে রাখা হবে। এ দিন কায়রোর তোরা জেল থেকে হেলিকপ্টারে করে প্রথমে তাঁকে নিয়ে যাওয়া হয় শহরতলি মাদির সেনা হাসপাতালে। ছবিতে কপ্টার থেকে নামিয়ে অ্যাম্বুল্যান্সে করে মুবারককে নিয়ে যাওয়া হচ্ছে সেনা হাসপাতালে। প্রাক্তন প্রেসিডেন্ট জেল থেকে ছাড়া পাওয়ায় খুশি তাঁর সমর্থকরা।



First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.