দুটো ম্যাচে দুটো জয়। ইংলিশ প্রিমিয়ার লিগের শীর্ষে। তবুও বিতর্ক পিছু ছাড়ল না চেলসি কোচ হোসে মোরিনহোর।
ব্র্যানিস্ল্যাভ ইভানোভিচের গোলের সৌজন্যে ম্যাচ ২-১ জেতে চেলসি। ম্যাচ চলাকালীন মাঠে হাড্ডাহাড্ডি লড়াই ছাড়াও ডাগআউটের ধারে চলছিল দুই কোচের বাগযুদ্ধও। অ্যাস্টন ভিলা স্ট্রাইকার ক্রিশ্চিয়ান বেনটেকের ওপরে ইভানোভিচের ট্যাকেলের পরেই ঝামেলার সূত্রপাত। রেফারির প্রতিটা সিদ্ধান্তেই প্রতিবাদ জানাতে শুরু করেন ল্যাম্বার্ট ও মোরিনহো। ম্যাচের মধ্যেই চতুর্থ রেফারির সামনে দুই কোচের মধ্যে প্রায় হাতাহাতি লেগে যায়। ঝামেলার রেশ ছড়িয়ে পড়ে ম্যাচ শেষেও। |
ল্যাম্বার্টের উদ্দেশ্যে সাংবাদিক সম্মেলনে মোরিনহো বলেন, “ল্যাম্বার্টকে দেখে আমার নিজের কথা মনে পড়ে যাচ্ছিল। দশ বছর আগে আমিও এ রকম ছিলাম। আসলে অনভিজ্ঞ হলে যা হয়। কিন্তু ল্যাম্বার্ট লোকটা খারাপ নয়।’’ ‘দ্য স্পেশ্যাল ওয়ানের’ জন্য ল্যাম্বার্টের পাল্টা জবাব, “অনেক সিদ্ধান্ত আমাদের বিরুদ্ধে গিয়েছে। আমি ঝামেলা করলেও মোরিনহো চুপচাপ দাঁড়িয়ে ছিল না।” এ দিন আবার দলবদলের বাজারে ওয়েন রুনি-কে নিয়ে নাটক অব্যাহত থাকল। সোমবার ম্যাঞ্চেস্টার ইউনাইটেডের সঙ্গে ম্যাচের পর ফের রুনির জন্য প্রস্তাব দেবে চেলসি, সেই ইঙ্গিতই দিলেন মোরিনহো। “আমরা অপেক্ষা করব সোমবারের ম্যাচ অবধি। তার পরেই রুনির জন্য আবার প্রস্তাব দেব।”
|