স্ট্যামফোর্ড ব্রিজের ডাগআউটে আবার সেই ঔদ্ধত্য। পুরো স্টেডিয়াম জুড়ে ব্যানার - “ওয়েলকাম ব্যাক দ্য স্পেশ্যাল ওয়ান।” আর প্রিমিয়ার লিগে ফিরেই ফের ‘হিট’ হোসে মোরিনহো। ক্লাবের সঙ্গে দীর্ঘ ছ’ বছর পর রিইউনিয়নে হাল সিটিকে ২-০ হারিয়েই নতুন মরসুম শুরু করল মোরিনহোর চেলসি।
প্রথমার্ধের শুরুতেই ব্রাজিলের তরুণ তারকা অস্কারের গোলের সৌজন্যে ১-০ এগিয়ে যায় চেলসি। নিজের পুরনো ভঙ্গিতে ডাগআউটের ধারে দেখা যায় মোরিনহোকে সেলিব্রেট করতে। দ্বিতীয় গোল আসতেও বেশি সময় লাগে না। চেলসির চোখের মণি ফ্র্যাঙ্ক ল্যাম্পার্ডের বিশ্বমানের ফ্রি কিক থেকে বিরতির আগে ব্যবধান বাড়ায় চেলসি। দ্বিতীয়ার্ধে মোরিনহোর দল অনেক সুযোগ তৈরি করলেও আর গোল হয়নি। ম্যাচ শেষে মোরিনহোর প্রশংসা করে ল্যাম্পার্ড বলেন, “মোরিনহোর জন্য চেলসি কী, আর সমর্থকদের জন্য মোরিনহো কী তার প্রমাণ আবার পাওয়া গেল আজ। মোরিনহো মতো বিশ্বমানের কোচ খুব কম আছে ফুটবলে।” |
|
|
জেতার পরে চেলসি
কোচের উল্লাস।
রবিবার। |
রুনির পাশে
দাঁড়াচ্ছেন মোয়েস। |
|
ম্যাচ শুরু হওয়ার আগে ইংল্যান্ডের প্রাক্তন ক্রিকেটার অ্যান্ড্রু ফ্লিন্টফ টুইটারে ভবিষ্যদ্বাণী করেছিলেন যে মোরিনহোর দল ৬-০ জিতবে। আরও চার গোল না আসলেও ছ বছর পরেও স্ট্যামফোর্ড ব্রিজে অপরাজিত থাকার রেকর্ড কিন্তু অক্ষুণ্ণ রাখলেন মোরিনহো।
এক দিকে যখন জয় দিয়ে মোরিনহোর ইপিএলের দ্বিতীয় ইনিংস শুরু হল, তখন দলবদলের বাজারে এখনও রুনি-চর্চা চলছেই। যদিও এটা ক্রমে পরিষ্কার হয়ে যাচ্ছে যে ম্যাঞ্চেস্টার ইউনাইটেড ছাড়ার আর উপায় নেই রুনির। এবং সেটা তিনি এক প্রকার মেনেই নিয়েছেন। এমনকী ক্লাবে আরও অন্তত এক বছর থাকতে রাজি আছেন রুনি।
চেলসির নতুন কোচ হোসে মোরিনহো তাঁকে সই করাতে চাইলেও, ক্লাবের তরফ থেকে জানিয়ে দেওয়া হয় যে কোনওমতেই রুনিকে বিক্রি করা হবে না। শনিবার সোয়ানসি সিটির সঙ্গে ম্যাচে রুনি খেলার পরেও, জল্পনা জন্ম নেয় যে ক্লাবের তারকা স্ট্রাইকারকে সই করানোর জন্য চার কোটি পাউন্ডের প্রস্তাব দেওয়ার কথা ভাবছে চেলসি। যেই জল্পনা তীব্র থেকে তীব্রতর হয় যখন ফান পার্সির গোলের পর টিম সেলিব্রেশনে যোগ না দিয়ে দূরে দাঁড়িয়ে থাকেন রুনি।
কিন্তু রুনির ক্লাব ছাড়ার জল্পনা উড়িয়ে এক ম্যান ইউ সূত্র জানায়, “রুনি বুঝতে পেরেছে যে কোনওমতেই ওকে বিক্রি করা হচ্ছে না। তাই ও এখন যেটা করছে, সেটা যে কোনও পেশাদার ফুটবলার করবে। সেটা হচ্ছে দলের জন্য সেরাটা দেওয়া।”
|