|
|
|
|
সঙ্গে সদ্যোজাত, লালগড় ছাড়তে গড়িমসি হাতিদের |
|
নিজস্ব সংবাদদাতা, ঝাড়গ্রাম: টানা পনেরো দিন ধরে লালগড় ব্লকের বিস্তীর্ণ এলাকা দাপিয়ে বেড়াচ্ছে দলমার পালের প্রায় একশোটি হাতি। ইতিমধ্যে লালগড়ের নেতাই, বীরকাঁড়, বড়পেলিয়া, জামশোল, খয়রাশুলি, আমলিয়া, আমডাঙা, বাঁধগোড়া, পডিহা, ভাঙাডালি ও সাঁওতাল ধানশোলা গ্রামের কয়েকশো হেক্টর জমির ধান ও সব্জি চাষের ব্যাপক ক্ষতি করেছে হাতিরা। |
|
দেরিতে আসে পুলিশ, নালিশ বন দফতরের |
নিজস্ব সংবাদদাতা, ফালাকাটা: সকাল ৮টার সময়ে ফালাকাটা থানায় খবর দিলেও, পুলিশ এসে পৌঁছয় দুপুর বারোটায়। ৪ ঘণ্টা সময়ের মধ্যে জনতা চিতাবাঘকে পিটিয়ে মেরে, দাঁত ভেঙে, লেজ ও কান কেটে নিয়েছে। পুলিশ না থাকায় জনতাকে সামাল দেওয়া যায়নি। এমনই অভিযোগ বন দফতরের। |
|
|
টুকরো খবর |
|
চিত্র সংবাদ |
|
|
|
|
|
|
|