৭ ‘আমি তব মালঞ্চের হব—’।
৮ তারপর, অতঃপর।
১০ লিপিকর, শ্রুতিলেখক।
১১ স্নিগ্ধ, কোমল ও মধুর।
১২ বার্ষিক বিবরণ বা হিসাবনিকাশ।
১৩ মহাদেব।
১৪ ঐন্দ্রজালিক।
১৫ ঠাট্টা, ব্যঙ্গবিদ্রুপ।
১৭ কার্যসিদ্ধি হওয়া।
১৯ যে-মাসে রোজা পালন করা হয়।
২১ বাবুগিরি, শৌখিনতা।
২২ জায়গিরপ্রাপ্ত সেনাপতির
উপাধিবিশেষ।
২৪ সদ্ভাব, মনের মিল।
২৬ নানা ধরনের, বিচিত্র।
২৮ জাহাজের খালাশি, সৈন্য।
৩০ ভূতপ্রেতাদি উপদেবতা।
৩২ শপথ, দিব্যি।
৩৩ অস্বাভাবিক রকমের
কাজের নেশাযুক্ত।
৩৫ মুখের ভিতরের যে-অংশে
দাঁতের পাটি সংলগ্ন থাকে।
৩৬ বোবা বা মুখচোরা ও বোকা।
৩৭ সুবিচার করতে সমর্থ।
৩৮ সেবা, শুশ্রূষা, পূজা। |
|
১ পরস্পর কথোপকথন।
২ সরল ভাব।
৩ তোতলার অবস্থা বা তোতলানো।
৪ জগদীশ্বর, ভগবান।
৫ ভৃত্যবর্গ, দাসদাসী।
৬ অত্যন্ত, ঢের বেশি।
৯ সমগ্র আকাশ বা আকাশপট।।
১৬ ঘোড়ার তত্ত্বাবধায়ক ও রক্ষক।
১৭ সকলের অনুমোদিত।
১৮ অতি বৃহত্ নগর।
২০ প্রকাশিত, প্রচারিত।
২১ (সাধারণত সমুদ্রবেলায় পরিধেয়)
স্ত্রীলোকের অতিহ্রস্ব পোশাকবিশেষ।
২৩ বজায়, বলবত্, নিযুক্ত।
২৫ জলের মধ্যে হাবুডুবু
খাওয়ার অবস্থা।
২৭ প্রকৃত মালিকের পরিবর্তে
যার নাম ব্যবহৃত হয়েছে।
২৯ পদ্মের মতো চক্ষু।
৩১ শক্তিশালী, ক্ষমতাবান।
৩২ চড়াইপাখি, চটক।
৩৩ সুন্দর, দীপ্তিমান।
৩৪ বিবাহের পূর্বে পাত্রপক্ষ
বা কন্যাপক্ষের দ্বারা বিবাহের
কথা পাকা করার অনুষ্ঠানবিশেষ। |