ফুটবলবিশ্বে ক্রিশ্চিয়ানো রোনাল্ডো ও লিওনেল মেসির প্রতিদ্বন্দ্বিতা এখন রীতিমতো গবেষণার বিষয়। তাঁদের মধ্যে ‘কে সেরা’ প্রমাণ করতে ব্যস্ত ফুটবলের তাবড় তাবড় পরিসংখ্যানবিদ। গত চার বছরে ‘ব্যালন ডি অর’ সম্মানের প্রধান দুই দাবিদার তাঁরা হলেও, স্বয়ং মেসির বক্তব্য, “রোনাল্ডোর সঙ্গে কোনও রকম প্রতিদ্বন্দ্বিতা নেই আমার।”
এর আগে রোনাল্ডোর সঙ্গে ঝামেলায় জড়িয়ে পড়লেও, সুর বদলে এখন সিআর সেভেনের প্রশংসায় পঞ্চুমুখ মেসি। তিনি বলছেন, “রোনাল্ডো খুব ভাল ফুটবলার। যে কোনও খেলা ঘুরিয়ে দেওয়ার ক্ষমতা রাখে।” দুই ফুটবলারের লক্ষ্য আলাদা, সেই কথা জানিয়ে মেসি যোগ করেন, “রোনাল্ডো নিজের দলের জন্য ভাল খেলে আর আমার লক্ষ্য বার্সেলোনার হয়ে আরও খেতাব জেতা।”
গত দু’বছর চ্যাম্পিয়ন্স লিগ সেমিফাইনাল থেকে ছিটকে গেলেও, এই মরসুমে বার্সেলোনা ইউরোপ সেরা হওয়ার ক্ষমতা রাখে বলে মনে করেন মেসি। “চ্যাম্পিয়ন্স লিগ জেতার মতো দল আমাদের আছে। সঙ্গে লা লিগাতেও ভাল ফল করতে চাই,” এ দিন বলেছেন এলএম টেন।
এ দিন আবার মেসি আর রোনাল্ডোকে চ্যালেঞ্জ জানালেন ফ্র্যাঙ্ক রিবেরি। ব্যালন ডি অর জেতার দৌড়ে নিজেকে ‘ফেভারিট’ বলে দিলেন বায়ার্ন মিউনিখ ত্রিমুকুট জয়ী দলের অন্যতম অস্ত্র। “রোনাল্ডো আর মেসি বেশি গোল করেছে কিন্তু খেতাব আমি ওদের থেকে বেশি জিতেছি। যা ব্যালন ডি অর জিততে খুব কাজে লাগে।” সঙ্গে তিনি যোগ করেন, “পুরো মরসুম আমার ফর্ম খুব ভাল ছিল। এই কারণেই সব ট্রফি জিততে সাহায্য করতে পেরেছি বায়ার্নকে।”
পাশাপাশি শনিবার রাতে নতুন রেকর্ড করল রিবেরির দল। মারিও মান্ডজুকিচের গোলে আইনট্র্যাক্ট ফ্রাঙ্কফুর্টকে ১-০ হারিয়ে টানা সাতাশ ম্যাচ অপরাজিত থাকার নতুন ক্লাব রেকর্ড গড়ল পেপ গুয়ার্দিওলার দল। “আমরা খুব ভাল খেলেছি। তিন পয়েন্ট পাওয়ার যোগ্য দল আমরাই ছিলাম,” ম্যাচের পরে বলেন বায়ার্ন কোচ গুয়ার্দিওলা। সঙ্গে যোগ করেন, “আন্তর্জাতিক ম্যাচ খেলে আসার পরে সবার ফিটনেস নিয়ে সমস্যা থাকে। তবে আজ তিন পয়েন্ট পেয়ে আমি খুব খুশি।” |