সংগঠকদের দাবি রেপ্লিকা নয়, এ বার আসল
বড়দিনের আবহে শহরে আসছে ফিফা বিশ্বকাপ
পেলে-গ্যারিঞ্চাদের দেশ থেকে টিভির পর্দায় ভেসে ওঠার আগেই কলকাতার ফুটবলপ্রেমীরা দেখে ফেলবেন বিশ্বকাপ।
এবং সংগঠকদের দাবি মানলে এ বার আর বিশ্বকাপের রেপ্লিকা দেখে দুধের স্বাদ ঘোলে মেটানোর ব্যাপার থাকছে না। আগামী বছর ব্রাজিলে যে টিমই শেষ পর্যন্ত কাপ তুলুক, কলকাতার ফুটবলপ্রেমীরা তা আগেভাগেই দেখে ফেলতে চলেছেন। তবে যুবভারতী নয়, থাকবে ময়দানে। পুলিশ মাঠে।
ফেডারেশন এবং আইএফএ-র সহযোগিতায় ফিফার সঙ্গে জড়িত বিশ্বজনীন এক ঠান্ডা পানীয় প্রস্তুতকারী সংস্থার সৌজন্যে বড়দিনের আবহে বিশ্বকাপ আসছে কলকাতায়। আসছে ২২ ডিসেম্বর। কিন্তু ভারতীয় ফুটবলের মক্কায় কাপ উন্মোচন কা’র হাত ধরে হচ্ছে? গত বার জার্মানির প্রাক্তন বিশ্বচ্যাম্পিয়ন অধিনায়ক লোথার ম্যাথেউস কাপ-উন্মোচনে এসেছিলেন। এ বার কে? তিনটে নাম জানা যাচ্ছে। কাফু, বেবেতো কিংবা অলিভার কান। শেষ দু’জন আবার অতীতে কলকাতা ঘুরে গিয়েছেন।

পেলের দেশে যাওয়ার আগে কলকাতার রোড শোয়ে
যে পানীয় সংস্থার উদ্যোগে বিশ্বকাপ আসছে, তাদের অন্যতম প্রধান কর্তা কপিল চানানা দিল্লি থেকে আনন্দবাজারকে ফোনে বলছিলেন, “বাইশে ডিসেম্বর কলকাতায় শুভেচ্ছা সফরে যাচ্ছে বিশ্বকাপ ফুটবল ট্রফি। ফেডারেশনের সঙ্গে কথাবার্তা চূড়ান্ত। এই মুহূর্তে এর বেশি কিছু বলা যাবে না।” ফলে সার্কাস, পিকনিক, কেক, কমলালেবু, পিঠে-পায়েসের সঙ্গে এ বারের শীতে কলকাতার আকর্ষণ-তালিকায় যে নতুন সংযোজন হতে চলেছে, বলার অপেক্ষা রাখে না।
নির্ঘণ্টও মোটামুটি ঠিক। ২২ ডিসেম্বর কাঠমান্ডু থেকে কলকাতায় ঢুকবে। ২৪ ডিসেম্বর চলে যাবে মায়ানমার। জানা যাচ্ছে, পুলিশ মাঠে সে দিন বিশ্বকাপ নিয়ে ‘রোড শো’ হবে। পরের দিনও নানা রকম বিনোদনমূলক অনুষ্ঠান থাকছে শহরে বিশ্বকাপের আগমনকে ঘিরে। সর্বভারতীয় ফুটবল ফেডারেশন সচিব কুশল দাস ফোনে বলছিলেন, “একটা কথা আগেই বলে রাখি। এ বার কিন্তু আর রেপ্লিকার ব্যাপার থাকছে না। একেবারে আসল ট্রফিটাই আসছে।’’ যেহেতু বিশ্বকাপ ফুটবলের ট্রফি দেশের প্রেসিডেন্ট ছাড়া কেউ স্পর্শ করতে পারেন না, তাই কলকাতায় থাকাকালীন বিশ্বকাপ ট্রফির প্রয়োজনীয় নিরাপত্তা ব্যবস্থা নিয়ে ইতিমধ্যেই চিঠি চলে এসেছে কলকাতার আইএফএ অফিসে। ঠিক হয়েছে, রাতে বিশ্বকাপ সরিয়ে নেওয়া হবে শহরের কোনও অভিজাত হোটেলের নিরাপত্তা ঘেরাটোপে। যেখানে মাছিও গলতে পারবে না। সিঙ্গাপুর থেকে সেই চিঠির প্রাপ্তি স্বীকার করে আইএফএ সচিব উৎপল গঙ্গোপাধ্যায় বললেন, “ফেডারেশনের চিঠি সদ্য পেয়েছি। কলকাতায় ফিরে প্রয়োজনীয় আলোচনা হবে।”
কাপের সাথে আসতে পারেন
কাফু
১৯৯৪ এবং ২০০২ বিশ্বজয়ী ব্রাজিলের সদস্য।
বেবেতো
১৯৯৪ বিশ্বজয়ী ব্রাজিল দলের সদস্য।
কান
২০০২ বিশ্বকাপে গোল্ডেন বল জয়ী কিপার।




First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.