|
|
|
|
শেষ পর্যন্ত চেলসিতেই ফিরলেন মোরিনহো
নিজস্ব প্রতিবেদন |
ফুলহ্যাম স্টেশনেই বানানো হয়েছে চেলসি-স্কার্ফ ঝোলানো তাঁর মূর্তি। কয়েক দিন আগে বিলবোর্ডের বিজ্ঞাপনেও বেরোয় “দ্য সেকেন্ড কামিং অফ মোরিনহো!” রোমান আব্রামোভিচ-জমানার শুরুতে চেলসিকে ইউরোপের হেভিওয়েট ক্লাবদের সরণিতে তুলে নিয়ে এসেছিলেন তিনি। গত কয়েক মাস ধরেই স্ট্যামফোর্ড ব্রিজে ‘ব্রিং ব্যাক দ্য স্পেশ্যাল ওয়ান’ লেখা অসংখ্য ব্যানার দেখা যাচ্ছিল।
সমর্থকদের আকাঙ্ক্ষা, চাহিদা, ইচ্ছাশক্তির শেষ পর্যন্ত জয় হতে চলেছে। আসন্ন ইউরোপীয় মরসুমে চেলসি-র ডাগআউটে আবার দেখা যাবে সেই কালো লং কোট-এর ঔদ্ধত্য হাঁটাচলা। বৃহস্পতিবার ইংল্যান্ডের ‘দ্য সান’-এর খবর অনুযায়ী চেলসি দলের দায়িত্বে ফিরলেন হোসে মোরিনহো।
টেরি ল্যাম্পার্ডের দলের সঙ্গে চার বছরের (২০১৭ সাল পর্যন্ত) ৪০ মিলিয়ন পাউন্ডের চুক্তিতে “হ্যা” বলে দিয়েছেন মোরিনহো। চেলসির একটি সূত্র জানিয়েছেন, “চেলসি-মোরিনহো সম্পর্কে সরকারি সিলমোহর পড়ে গিয়েছে। মোরিনহো আবার চেলসির কোচ হচ্ছেন। কর্তা থেকে ফুটবলাররা, সবাই খুশি মোরিনহোর সিদ্বান্তে। এখন থেকেই নতুন মরসুমের দিকে তাকিয়ে আমরা। আশা করি আগামী মরসুমগুলো খুব ভাল কাটবে আমাদের।”
গত রবিবার লন্ডনে দু’দিনের জন্য এসেছিলেন মোরিনহো। কেউ কেউ সেটাকে রিয়াল মাদ্রিদ বস-এর নিছক ছুটি কাটানো বলে উড়িয়ে দিলেও, পর্তুগিজ কোচের আসল উদ্দেশ্য ছিল চেলসির সঙ্গে পাকা কথা বলা। সম্ভবত দোসরা জুন স্ট্যামফোর্ড ব্রিজে সাংবাদিক সম্মেলন করে সরকারি ভাবে মোরিনহো জানাবেন চেলসির দায়িত্বে তাঁর প্রত্যাবর্তনের কথা। শোনা যাচ্ছে, ম্যাঞ্চেস্টার ইউনাইটেডে স্যর অ্যালেক্স ফার্গুসনের উত্তরসূরি ডেভিড মোয়েসের মতোই পয়লা জুলাই থেকে চেলসিতেও কোচিং শুরু করবেন মোরিনহো। চেলসিতে তাঁর ‘দ্বিতীয় ইনিংসে’ প্রথম ম্যাচ তাইল্যান্ডে সিংহা অল স্টার্সের বিরুদ্ধে। তার পর আমেরিকায় একটি আন্তর্জাতিক টুর্নামেন্টে নিজের প্রাক্তন দল ইন্টার মিলান এবং সদ্য ছেড়ে আসা রিয়াল মাদ্রিদের বিরুদ্ধেই মোরিনহোর অগ্নিপরীক্ষা।
মোরিনহোর চেলসিতে প্রত্যাবর্তনে যে সবাই খুশি তা অবশ্য নয়। রিয়ালের চিরপ্রতিদ্বন্দ্বী বার্সেলোনার ভাইস প্রেসিডেন্ট ভিলারুবি এটাকে ‘আব্রামোভিচের ভুল’ হিসাবে দেখছেন। “ইংলিশ ফুটবলের জন্য এক দমই ভাল হবে না। অতীতের সাফল্যের জন্য চেলসি সমর্থকরা ভাবছেন এটা খুব ভাল জিনিস হল। কিন্তু এখন মোরিনহো সেই আগের কোচ নেই,” বলেন ভিলারুবি।
এখন দেখার ইউরোপীয় ফুটবলে আবার মোরিনহোর চেলসি-র বিদ্যুৎ চমকাবে? নাকি ‘ভুল’ করলেন আব্রামোভিচ?
|
‘স্পেশ্যাল ওয়ান’ |
|
বয়স ৫০
নাগরিক পর্তুগাল
নিজের নিজেকে দেওয়া নাম স্পেশ্যাল ওয়ান
সহকারী কোচ ববি রবসনের অধীনে বার্সেলোনা ও পোর্তোয় |
কোচ এবং সাফল্যের শতাংশ |
বেনফিকা (২০০০, চার মাসের জন্য), ৫৪.৫৫%
ইউনিয়াও দে লেইরিয়া-পর্তুগাল (২০০১-’০২), ৫১.৭২%
পোর্তো (২০০২-’০৪), ৭২.৫৮%
চেলসি (২০০৪-’০৭), ৬৭.০৩%
ইন্টার মিলান (২০০৮-’১০), ৬২.০৪%
রিয়াল মাদ্রিদ (২০১০-’১৩), ৭১.৭৫% |
ট্রফি |
পোর্তো (৬) পর্তুগিজ লিগ (২), পর্তুগিজ কাপ (১), পর্তুগিজ সুপার কাপ (১),
চ্যাম্পিয়ন্স লিগ (১), উয়েফা কাপ/ইউরোপা লিগ (১)
চেলসি (৬) প্রিমিয়ার লিগ (২), এফএ কাপ (১), কালির্ং/ ক্যাপিটাল ওয়ান কাপ (২),
এফএ কমিউনিটি কাপ (১), ইন্টার মিলান (৫) সেরি এ (২), ইতালিয়ান কাপ (১),
ইতালিয়ান সুপার কাপ (১), চ্যাম্পিয়ন্স লিগ (১)
রিয়াল মাদ্রিদ (৩) লা লিগা (১), কোপা দেল রে (১), স্প্যানিশ সুপার কাপ (১) |
বিশ্বরেকর্ড |
টানা ৯ বছর ২ মাস (২৩ ফেব্রুয়ারি, ২০০২ থেকে ২ এপ্রিল ২০১১)
ঘরের মাঠে অপরাজিত কোচ। মোট ১৫০ ম্যাচ।
পোর্তোয় ৩৮ ম্যাচ (জয় ৩৬, ড্র ২), চেলসিতে ৬০ ম্যাচ (জয় ৪৬, ড্র ১৪),
ইন্টারে ৩৮ ম্যাচ (জয় ২৯, ড্র ৯), রিয়ালে ১৪ (জয় ১৪)।
শেষমেশ স্পোর্টিং গিজনের কাছে বের্নাবৌতে রিয়ালের ০-১ হারের পর বিপক্ষ
ড্রেসিংরুমে ঢুকে অভিনন্দন জানিয়ে এসেছিলেন মোরিনহো। |
বিশ্বের মাত্র ৪ জন কোচের এক জন, যিনি দু’টো পৃথক ক্লাবকে ইউরোপ সেরা করেছেন। |
|
|
|
|
|
|