সংশোধকের ভূমিকায় এ বার কারাগারের বন্দিরাই। এত দিন জেলে বসে যাঁরা আঁকা শিখেছেন,
তাঁরাই
এ বার রাজ্যের বিভিন্ন জেলে গিয়ে অন্য বন্দিদের আঁকতে উৎসাহ দেবেন। এই লক্ষ্যে
বৃহস্পতিবার আলিপুর
সেন্ট্রাল জেল থেকে রওনা হল বিশেষ বাস। উত্তরবঙ্গের ছ’টি জেল ঘুরে
‘শিল্পী বন্দিদের’ নিয়ে আলিপুর
জেলে বাসটি ফিরবে ৯ জুন। এ দিন বাসটি উদ্বোধন করেন কারামন্ত্রী হায়দার
আজিজ সফি।
ছিলেন
আই জি (কারা) রণবীর কুমার, জেলের আঁকার শিক্ষক চিত্ত দে প্রমুখ। ছবি: শুভাশিস ভট্টাচার্য |