২১৪৩ কোটির ঋণ মকুব, চিঠি কেন্দ্রের
রাজ্যের দাবি মেনে কেন্দ্রীয় সরকার স্বল্প সঞ্চয়ের সুদে ২০২০ কোটি ৪৬ লক্ষ টাকা মকুব করেছে বলে কেন্দ্রীয় অর্থ প্রতিমন্ত্রী (খরচ ও আর্থিক পরিষেবা) নম নারায়ণ মীনা জানিয়ে দিলেন। গত ৭ মে সংসদে জিরো আওয়ারে তৃণমূল সাংসদ সৌগত রায়ের তোলা প্রশ্নের জবাবে মীনা ২১ মে লিখিত ভাবে এ কথা জানিয়েছেন। কেবল তাই নয়, রাজ্যের দাবি মেনে কেন্দ্র যে ঋণ বাবদ সুদ (মোরেটোরিয়াম) সাময়িক ভাবে স্থগিত রাখা এবং ঋণের টাকা পুনর্বিন্যাস করার কথাও ভাবছে, তা-ও জানিয়েছেন মীনা। সব মিলিয়ে কেন্দ্র ঋণ মকুব করেছে ২১৪৩ কোটি টাকা।
হাওড়া লোকসভা উপনির্বাচনের প্রচারে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কেন্দ্রের ইউপিএ সরকারের কড়া সমালোচনা করছেন। তাঁর অভিযোগ, স্বল্প সঞ্চয়-সহ বিভিন্ন খাতে বাম আমলে নেওয়া ঋণ ও সুদের টাকা দিতেই রাজ্যের ভাঁড়ার শূন্য হয়ে যাচ্ছে। উন্নয়নের জন্য রাজ্যের হাতে কোনও টাকা থাকছে না। গত দু’ বছর ধরে সুদ মকুবের ব্যাপারে রাজ্যের অর্থমন্ত্রী অমিত মিত্র বার বার কেন্দ্রের কাছে দরবার করছেন। কিন্তু কোনও ফল হয়নি বলে মমতার অভিযোগ।
কেন্দ্র কি সত্যিই কিছু করছে না? রাজ্যের আবেদনের ভিত্তিতে কেন্দ্র কোনও কার্যকরী ব্যবস্থা নিয়েছে কি? সংসদে এই প্রশ্নই জিজ্ঞাসা করেন সৌগতবাবু। তাঁর কথায়, “সংসদে প্রশ্ন করলে সরকারকে সত্যি কথা জবাব দিতে হয়। আমি সেটাই করেছিলাম।” প্রশ্নের জবাবে মীনা যা জানিয়েছেন, তার পরিপ্রেক্ষিতে সৌগতবাবু বলেন, “কেন্দ্র কিছুই করেনি, তা নয়। তবে আমাদের আরও দাবি আছে। তা মানতে হবে।”
কেন্দ্রীয় সরকার ২০১১ সালের ফেব্রুয়ারি মাস থেকে স্বল্প সঞ্চয়ে সুদের উপরে ২ হাজার ২০ কোটি টাকা মকুব করার পাশাপাশি বকেয়া টাকার উপরে সুদের হার কমিয়ে ৯% করেছে। এ ছাড়া, কেন্দ্রীয় অর্থ মন্ত্রকের কাছ থেকে ঋণ বাবদ প্রাপ্ত ৮৬৪৪ কোটি ৫০ লক্ষ টাকা ৭.৫% হারে সুদ-সহ আগামী ২০ বছর ধরে শোধ করার সুযোগ দিয়েছে। মীনা আরও জানিয়েছেন, বিভিন্ন কেন্দ্রীয় পরিকল্পনা বাবদ (অর্থ মন্ত্রকের ঋণ ছাড়া) ২০০৯-’১০ পর্যন্ত রাজ্যের কাছে বকেয়া ১১০ কোটি ৫৫ লক্ষ টাকা মকুব করা হয়েছে ২০১২ সালের মার্চ মাসে। এ ছাড়া আরও সাড়ে ১৩ কোটি টাকা পরবর্তী কালে মকুব করে দেওয়া হয়েছে। পিছিয়ে পড়া এলাকায় উন্নয়ন বাবদ এ বছর ৩১ মার্চ পর্যন্ত দেওয়া হয়েছে ৪২৬৩ কোটি টাকা।



First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.