|
|
|
|
ওপারা ইস্টবেঙ্গলেই, পেন এখনও অনিশ্চিত
নিজস্ব সংবাদদাতা • কলকাতা |
মোহনবাগানে টোলগে-বিতাড়নের দিনেই আরও এক মরসুম ইস্টবেঙ্গলে খেলার জন্য চুক্তিবদ্ধ হলেন উগা ওপারা। বৃহস্পতিবার বিকেলে লাল-হলুদ তাঁবুতে বসে নতুন চুক্তিপত্রে সই করে নাইজিরীয় ডিফেন্ডার বললেন, “ভারতে ইস্টবেঙ্গল ক্লাবই আমাকে পরিচিতি দিয়েছে। এই ক্লাবের আর্থিক সমস্যার সময়ে তাই লাল-হলুদ জার্সি গায়েই আরও একটা মরসুম থাকার সিদ্ধান্ত নিলাম।”
গত বারের চেয়ে পেমেন্ট অনেকটাই কমেছে ওপারার। এ ব্যাপারেও ওপারা অকপট। “ক্লাব সত্যিই অর্থ সমস্যায় চলছে। সেটা বুঝতে পেরেছি। এই অবস্থায় তাই আর দর কষাকষি করিনি। ইস্টবেঙ্গলের পরিবেশটাই অন্য ক্লাবের চেয়ে আলাদা। আগামী দিনেও এই ক্লাবেই খেলতে চাই।”
এ দিন ওপারা সই করায় চিডি, সুয়োকার সঙ্গে আগামী মরসুমে তৃতীয় বিদেশির জায়গাও পূর্ণ হয়ে গেল ইস্টবেঙ্গলে। চতুর্থ বিদেশি হিসাবে পেন সই করবেন কি না তা নিয়েই এখন আলোচনা লাল-হলুদ তাঁবুতে। বিশ্বস্ত সূত্রে খবর, এ দিন ক্লাব থেকে বেরিয়েই ওপারা ফোন করেন পেনকে। নাইজিরীয় সতীর্থকে তিনি বোঝান, গোটা ভারতেই ফুটবল ক্লাবগুলো আর্থিক সমস্যায় জেরবার। তাই অন্য ক্লাবে যাওয়ার সিদ্ধান্ত নিলেন না তিনি।
আর্থিক টানাটানির দিনে ক্লাবের প্রতি ওপারার এই ভালবাসায় মুগ্ধ লাল-হলুদ কর্তারা। ইস্টবেঙ্গলের অন্যতম শীর্ষ কর্তা দেবব্রত সরকার বললেন, “ক্লাবের প্রতি ওপারার দায়বদ্ধতায় আমাদের বিশ্বাস ছিল। ও আমাদের নিরাশ করেনি। বুঝতে পেরেছে ওকেও যেমন আমাদের দরকার ছিল, তেমনই ওরও আমাদের দরকার আছে।” পেনের ব্যাপারে ক্লাবের মনোভাব কী তা জানতে চাইলে দেবব্রতবাবু বলেন, “পেনকে আমাদের পরিস্থিতি জানিয়ে প্রস্তাব দেওয়া হয়েছে। সেই প্রস্তাব যদি ওর কাছে গ্রহণযোগ্য হয়, তা হলে ইতিবাচক কিছু ঘটবে। না হলে কী আর করা যাবে!” শোনা যাচ্ছে আগামী দু’এক দিনের মধ্যেই ফের পেনের সঙ্গে আলোচনা হতে পারে ক্লাব কর্তাদের। সেখানেই হয়তো ঠিক হবে ইস্টবেঙ্গলের মিডফিল্ড জেনারেলের ভাগ্য।
ওপারা যখন ইস্টবেঙ্গলে সইসাবুদ সারছেন তখনই ময়দানে খবর ছড়িয়ে পড়ে মোহনবাগান ছেড়ে দিচ্ছে টোলগেকে। প্রাক্তন সতীর্থ ক্লাব-হীন হয়ে পড়ায় তাঁর প্রতি সহানুভূতিশীল ওপারা। আনন্দবাজারকে বলেন, “টোলগের জন্য খারাপ লাগছে। বুধবার রাতে টোলগের সঙ্গে আড্ডা মারার সময়ই জেনেছিলাম মোহনবাগান রাখতে চাইছে না টোলগেকে। তবে ও আমাদের দলের হয়ে অনেক ঘাম-রক্ত ঝরিয়েছে। দুর্দান্ত ফুটবলার। আশা করছি খুব তাড়াতাড়িই ও নতুন দল পেয়ে যাবে। আগের মরসুমে টোলগের ক্লাব বদলের হয়ত সিদ্ধান্ত ক্লিক করেনি।”
|
পুরনো খবর: ইস্টবেঙ্গলের প্রস্তাবে রাজি হলেন না ওপারা-পেন |
|
|
|
|
|