|
|
|
|
ইস্টবেঙ্গলের প্রস্তাবে রাজি হলেন না ওপারা-পেন
নিজস্ব সংবাদদাতা • কলকাতা |
উগা ওপারা এবং পেন ওরজি কি পরের মরসুমে লাল-হলুদ জার্সি পরে মাঠে নামবেন?
মঙ্গলবার সন্ধ্যায় ক্লাব-তাঁবুতে দলের দুই বিদেশির সঙ্গে ইস্টবেঙ্গল কর্তাদের আলোচনার পর কোনও সমাধান সূত্র কিন্তু বেরোয়নি। ফুটবল সচিব সন্তোষ ভট্টাচার্য বললেন, “গত বারের তুলনায় ওদের চুক্তির টাকা অনেকটাই কমাতে চাইছি আমরা। আমাদের প্রস্তাবে ওরা রাজি নয়। যে টাকা দু’জন দাবি করছে আমাদের পক্ষে তা দেওয়া সম্ভবও নয়। যদিও দু’এক দিনের মধ্যে ওরা নিজেদের চূড়ান্ত সিদ্ধান্তের কথা জানাবে বলেছে। দেখা যাক শেষ পর্যন্ত কি হয়!”
বাজেট কমে যাওয়ায় ইস্টবেঙ্গল কর্তাদের মতো সমস্যায় মোহনবাগানও। তারাও দলের দেড় কোটির চুক্তিবদ্ধ অস্ট্রেলীয় স্ট্রাইকারকে ছেঁটে ফেলার কথা ভাবছে। ইতিমধ্যেই কম টাকায় খেলার প্রস্তাব দেওয়া হয়েছে টোলগেকে। আজ বুধবার টোলগের সঙ্গে ফের আলোচনায় বসছেন মোহন কর্তারা। পাশাপাশি নির্মল ছেত্রী বা স্নেহাশিস চক্রবর্তীর মতো বেশি টাকার চুক্তিবদ্ধ ফুটবলারদের টাকা কমানোর কথা ভাবা হচ্ছে। কম টাকায় খেলতে রাজি না হলে তাদের ছেড়ে দেওয়া হবে। নির্মল চলে গেলে তাঁর বিকল্প হিসেবে পৈলান অ্যারোজের রাইট ব্যাক প্রতিম ঘোষালকে নেওয়ার কথা ভাবা হচ্ছে। এ ছাড়াও মুম্বই এফসি’র নিকোলাস বরজেস এবং ইউনাইটেডের তুলুঙ্গার সঙ্গে কথা এগিয়েছে বাগানের।
এ দিকে আইএফএ’র প্রিমিয়ার লিগের দলবদলের সই শুরু হচ্ছে ১৮ জুন থেকে। চলবে প্রায় এক মাস। কিন্ত কবে শুরু হবে কলকাতা লিগ? আই এফ এ চাইছে জুলাইয়ের শেষেই লিগ শুরু করতে। মঙ্গলবার আইএফএ সচিব উৎপল গঙ্গোপাধ্যায় বললেন, “ক্লাবগুলির সঙ্গে খুব তাড়াতাড়িই আলোচনায় বসছি। চেষ্টা করব আই লিগ শুরুর আগেই কলকাতা লিগ শেষ করতে।” কিন্তু ফেডারেশনের যা ক্যালেন্ডার, তাতে তা করা কোনও মতেই সম্ভব নয়। |
|
|
|
|
|