|
|
|
|
আর সাত দিনেই হয়তো বায়ার্নে বরুসিয়ার বাঘ
নিজস্ব প্রতিবেদন |
মারিও গোটজের মতো তাঁর সতীর্থ রবার্ট লেওয়ানডস্কিও পরের মরসুমে পরতে চলেছেন বায়ার্ন মিউনিখের জার্সি। সোমবার পোল্যান্ডে এক ইন্টারভিউতে লেওয়ানডস্কির এজেন্ট সেজারি কুচারস্কি বলেন, “ লেওয়ানডস্কি বায়ার্ন মিউনিখে সই করবে। ডর্টমুন্ড আমাদের অনুমতি দিয়েছে বায়ার্নের সঙ্গে কথা বলতে। বায়ার্নের প্রস্তাবে আমরা খুব খুশি।” আর এক সপ্তাহের মধ্যেই সম্ভবত সরকারি ভাবে লেওয়ানডস্কির সই করার কথা ঘোষণা করবে বায়ার্ন।
শনিবার চ্যাম্পিয়ন্স লিগ ফাইনাল হারের পর সাংবাদিক সম্মেলনে নিজের ভবিষ্যত সম্বন্ধে জিজ্ঞেস করায় কোনও উত্তর পাওয়া যায়নি পোলিশ তারকার থেকে। কিন্তু বায়ার্নের চ্যাম্পিয়ন্স লিগ জয়ী কোচ জুপ হেইনকেস দাবি করেন যে, বরুসিয়ার তারকা স্ট্রাইকার পরের মরসুমে বায়ার্নে সই করতে চলেছেন। গত কয়েক দিনে লেওয়ানডস্কিকে কোনও মতেই বায়ার্নে ছাড়া হবে না বলে জানিয়েছিলেন ডর্টমুন্ডের অন্যতম প্রধান কর্তা হ্যান্স জোয়াকিম। কিন্তু এক বছর পড়ে লেওয়ানডস্কি ‘ফ্রি এজেন্ট’ হয়ে যাওয়ার কারণেই সমস্যা দেখা দিয়েছে। |
|
চ্যাম্পিয়ন্স লিগ সেমিফাইনালে রিয়ালের বিরুদ্ধে চার গোল করার পরে গোটা ইউরোপ জুড়ে সাড়া ফেলে দিয়েছেন পোলিশ তারকা। পরের মরসুমে তাঁকে সই করানোর ইচ্ছা দেখিয়েছে ম্যাঞ্চেস্টার ইউনাউটেড, চেলসির মতো ক্লাব। কিন্তু বায়ার্ন মিউনিখের নতুন কোচ পেপ গুয়ার্দিওলার সঙ্গেই কাজ করার জন্য বায়ার্নেই সই করতে চান লেওয়ানডস্কি।
যদিও বরুসিয়া কোচ যুরগেন ক্লপ বলেছেন যে এখনও কোনও প্রস্তাব ডর্টমুন্ড পায়নি বায়ার্নের থেকে। ডর্টমুন্ডের নিজস্ব ওয়েবসাইটে কোচ বলেন, “এখনও পর্যন্ত কোনও অফার পাইনি বায়ার্নের থেকে। কিন্তু সমস্যা হল যে প্রচারমাধ্যমে এমন খবর বেরোচ্ছে, যাতে মনে হচ্ছে লেওয়ানডস্কি সই করে ফেলেছে বায়ার্নে। সঙ্গে তিনি যোগ করেন, “দেখা যাক কী হয়। সব রকম অবস্থাতেই আমি দল সামলে নিতে পারব।”
অন্য দিকে দলবদলের বাজারে চলে এল দাভিদ ভিয়ার নামও। ব্রিটিশ প্রচারমাধ্যমের মতে বার্সেলোনা স্ট্রাইকারকে সই করানোর জন্য ১২ মিলিয়ন পাউন্ড দিতে রাজি টটেনহ্যাম। জল্পনা ভিয়াকে সই করার জন্য তাঁর এজেন্টের সঙ্গে আগাম কথা বলে রেখেছেন টটেনহ্যাম সর্বেসর্বা ড্যানিয়েল লেভি। গত মরসুমে নিয়মিত দলে সুযোগ না পাওয়ায় বার্সেলোনার সঙ্গে ঝামেলায় জড়িয়ে পড়েন স্পেনের সর্বকালের সর্বোচ্চ গোলদাতা। যদিও ভিয়াকে ছাড়তে নারাজ ছিলেন ভিলানোভা। |
|
|
|
|
|